চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! স্বচ্ছ ভারত মিশনে কর্মখালি, জারি হল বিজ্ঞপ্তি

স্বচ্ছ ভারত মিশনে (Swachh Bharat Mission) রাজ্যে কর্মী নিয়োগ্নের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনার জেলাতেও স্বচ্ছ ভারত মিশনে DEO তথা ডেটা এন্ট্রি অপারেটর (DEO Job 2024) পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সকল রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা (পুরুষ মহিলা উভয়) এই পদের জন্য আবেদন করতে পারবেন।

ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে বিপুল নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে, বয়সসীমাই বা কত, মাস গেলে কত টাকা বেতন পাবেন থেকে শুরু করে আবেদন করার পদ্ধতি এবং সময়সীমা- সবকিছু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

Data Entry Operator Jobs

সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। চুক্তিভিত্তিক ভাবে ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হবে। কাজ হল স্বচ্ছ ভারত মিশনে ডেটা এন্ট্রি অপারেট করা। পাশাপাশি এই চাকরির জন্য বয়সসীমা উল্লেখ করা দেওয়া হয়েছে।

স্বচ্ছ ভারত মিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। ০১-০১-২০২৩-এর নিরিখে প্রার্থীদের বয়স বিবেচনা করা হবে। এই পদে চাকরির জন্য প্রত্যেক মাসে ১১,৯৯০ টাকা বেতন পাওয়া যাবে। বিশদে জানার জন্য চোখ বুলিয়ে নিন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে।

এছাড়াও এই নোটিফিশনে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে এবং কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বলে রাখি, স্বচ্ছ ভারত মিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে অফলাইন আবেদন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করতে হবে। এরপর সেই ফর্ম ঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে The District Magistrate & Executive Officer, Maya Talkies Road, Pin- 736121- এই ঠিকানায় জমা দিয়ে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ১১-০১-২০২৪।

Leave a Comment