বেকারত্বের জ্বালা ঘুচবে, চাকরি হবে ঘরে ঘরে! ভোটের আগেই মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের যে সকল তরুণ-তরুণীরা চাকরির (Employment) খোঁজ করছেন, তাঁদের জন্য বিরাট সুখবর এল সরকারের তরফ থেকে। আর চাকরির অভাব হবে না রাজ্যে। প্রত্যেক বেকার ছেলে-মেয়ের চাকরির সুবন্দোবস্ত করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দূরীকরণে এক নতুন প্রকল্প শুরু করতে চলেছেন তিনি। কী এই প্রকল্প? কারা পাবেন এই প্রকল্পের (Government Scheme) সুবিধা? সেই তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা। এবার এই সমস্যা দূর করার উদ্যোগ নিল রাজ্য সরকার। বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। ১৫ ডিসেম্বর থেকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)

কর্মদিশা প্রকল্প (Karmadisha Scheme)

এই দুয়ারে সরকারে ক্যাম্পেই অন্যান্য নানান প্রকল্পের মতো কর্মদিশা প্রকল্প (Karma Disha Prakalpa) রয়েছে। এই মাধ্যমে রাজ্যের তরুণ-তরুণীরা নিজের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, অতীতে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমেও তরুণ-তরুণীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে বিভিন্ন সেক্টরে চাকরি পেয়েছেন।

Karma Disha Scheme by West Bengal Government

 

কর্মদিশা প্রকল্পের নানান সুবিধা (Benifits of Karmadisha Scheme)

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা নির্দিষ্ট কোর্সে প্রশিক্ষণ পাওয়ার পর যোগ্যতা এবং স্কিলের ভিত্তিতে বেশ কিছু সেক্টরে চাকরি পাবেন। এইট পাশ থেকে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

কর্মদিশা প্রকল্পের সুবিধা কারা পাবেন?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা চাকরির জন্য খোঁজ করেছেন তাঁদের রাজ্য সরকারের তরফ থেকে সহায়তা করা হয়েছে। ইতিমধ্যেই মিলনমেলা প্রাঙ্গনে ইন্টারভিউয়ের আয়োজন করেছে। এর মাধ্যমে রাজ্যের তরুণ-তরুণীরা বিভিন্ন সেক্টরে চাকরি পেতে পারবেন। এই রাজ্যের ছেলেমেয়েদের চাকরি দেওয়ার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করেছে সরকার।

গত বছর মিলনমেলা ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতার দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজির এক পড়ুয়ার চাকরি হয়েছিল। প্রসঙ্গত, ইচ্ছুক তরুণ-তরুণীরা www.pbssd.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ এবং ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

Leave a Comment