চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্য পৌরসভায় বিভিন্ন পদে নিয়োগ, দেরি না করে এখনই আবেদন করুন

নতুন বছর শুরুর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্যে পৌরসভার (West Bengal Municipality) তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি লেভেল পদে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ (Job Recruitment) করা হবে। কীভাবে আবেদন করা হবে? শিক্ষাগত যোগ্যতা কী? সেই সকল তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।

রাজ্য পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি (WB Municipality Group-C Recruitment 2024)

সম্প্রতি রাজ্য পৌরসভার একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। WBMSC তথা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে এই কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি লেভেল পদে (WB Municipality Group-C Recruitment) মূলত একাধিক শূন্যপদ রয়েছে। সেই পদগুলি হল- অ্যাকাউন্টটেন্ট, ক্লার্ক, ক্যাশিয়ার, স্যানিটারি ইনস্পেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ওয়ার্ক সরকার। এই পদগুলির জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

রাজ্য পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ : Recruitment notification in West Bengal Municipality

রাজ্য পৌরসভায় চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা

উপরে উল্লিখিত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক হলে প্রার্থীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে। অ্যাকাউন্টটেন্ট পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য তথা কমার্স শাখায় স্নাতক হতে হবে। ক্লার্ক, ক্যাশিয়ার এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর পদে নিয়োগ, বেতন ৫০ হাজার! দেরি না করে এখুনি আবেদন করুন

এছাড়া স্যানিটারি ইনস্পেক্টর পদের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা অথবা কোনও সার্টিফিকেট থাকতে হবে। আর যদি ওয়ার্ক সরকার পদের জন্য আবেদন করতে চান তাহলে নবম শ্রেণি পাশ করা থাকলেই হবে।

রাজ্য পৌরসভায় চাকরির বেতনঃ প্রত্যেকটি পদের বেতন আলাদা। বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি চেক করে নিন। নিম্নে দেওয়া রয়েছে।

রাজ্য পৌরসভায় চাকরির জন্য কীভাবে আবেদন করবেন?

আপনি যদি উপরে উল্লিখিত কোনও পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। নিম্নে সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  3. এরপর ফর্ম ফিল আপ করতে হবে।
  4. নিজের নাম, জন্মতারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, ফোন নম্বর সহ এক্ষেত্রে একাধিক তথ্য দিতে হবে।
  5. প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে।
  6. সবশেষে সাবমিট লেখায় ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে।

রাজ্য পৌরসভায় চাকরির আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমাঃ ০৮-০১-২০২৪ থেকে ০৭-০২-২০২৪।

আরও পড়ুনঃ একদম হাতছাড়া করবেন না, মাধ্যমিক পাশে সরকারি চাকরি পেতে চান? এখুনি করুন আবেদন

অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.mscwb.org/

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment