মাইনে ডাবল হবে রাজ্য সরকারি কর্মীদের! DA ঘোষণার পর ফের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

নববর্ষের আগেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (WB State Govt Employees) জন্য চলে এল বিরাট সুখবর। DA বৃদ্ধির আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারো একটি খুশির খবর এল রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছেন প্রোমোশন তথা পদোন্নতির সুযোগ।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে যে কর্মীরা চাকরি করেন তাঁদের জন্য এই নির্দেশ এসেছে। একদিকে মহার্ঘ্য ভাতা তথা DA বৃদ্ধির কারণে তাঁদের বেতন একলাফে অনেকটাই বৃদ্ধি (Salary Hike) পাচ্ছে। এবার পদোন্নতির সুযোগ আসায় জোড়া বেতনবৃদ্ধির সম্ভাবনা খুলে গেল তাঁদের সামনে।

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরি : Government Job WB Health Recruitment

রাজ্য সরকারের কর্মীদের জন্য বিরাট ঘোষণা (Big Announcement for West Bengal Govt. Employee)

আসলে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে বেশ কয়েকটি নতুন পদ বানানো হয়েছে। সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে সব মিলিয়ে ৯২টি পোস্ট আছে। সেই পদগুলি হল সহ সচিব (৩৮টি পদ) এবং উপ সচিব (৩৬টি পদ)। এর পাশাপাশি অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব হিসেবে আরও ১০টি পদ বানানো হচ্ছে। এর ফলে যেমন রাজ্যের তরুণ-তরুণীদের কাছে নতুন সুযোগ তৈরি হবে। তেমনই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা নিযুক্ত যে কোনও কর্মচারীর কাছে এই পোস্টগুলিতে প্রোমোশন পাওয়ার সুযোগ খুলে যাবে।

বেতন বৃদ্ধি পেতে চলেছে রাজ্য সরকারের কর্মচারীদের (Government Employee Salary Hike)

জানা গিয়েছে, সহ সচিব-উপ সচিব-যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব— এই ক্রমানুসারে পদোন্নতি হবে কর্মীদের। তবে পাশাপাশি এও জানা গিয়েছে, ডাইরেক্ট অতিরিক্ত সচিব পদে প্রোমোশন পাওয়ার সুযোগও থাকবে তাঁদের কাছে।

আরও পড়ুনঃ মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাস! রাজ্য সরকারের ঘোষণায় মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

বহুদিন ধরে প্রোমোশনের জন্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন রাজ্য সরকারের অনেক কর্মী। তাঁদের অনেকেরই দাবি ছিল, দফতরগুলিতে নতুন কোনও পদ তৈরি করা হচ্ছে না। সেই সঙ্গেই পদোন্নতির জন্য বয়সসীমার ফারাক থেকে যাওয়ার জন্য অনেক কর্মী প্রোমোশনের সুযোগটাও পাচ্ছেন না।

কীভাবে প্রোমোশন হবে?

বলা হয়েছে, সরকারি দফতরে প্রথম পদোন্নতি ৮ বছর পরেই হবে কর্মীদের। তবে দ্বিতীয় এবং তৃতীয় প্রোমোশনের সময়সীমা এবার কমানো হয়েছে। এক বছর করে কমিয়ে তা এবার যথাক্রমে ১৫ এবং ২৪ বছর করা হবে বলে খবর।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাবে UPI সার্ভিস! ৩১ ডিসেম্বরের আগে এই কাজ না করলেই সর্বনাশ

সব মিলিয়ে, DA নিয়ে সুখবরের রেশ কাটার আগেই পদোন্নতি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল সরকার। নতুন বছর আসার আগেই জোড়া এই সুখবর পেয়ে তাঁদের আনন্দ যে দ্বিগুণ হয়ে গিয়েছে একথা বেশ বুঝে নেওয়া যায়।

1 thought on “মাইনে ডাবল হবে রাজ্য সরকারি কর্মীদের! DA ঘোষণার পর ফের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী”

Leave a Comment