৫ লাখে বিক্রি হচ্ছে পুরোনো ১০০ টাকার নোট! আপনার কাছে আছে? জানুন বিক্রির পদ্ধতি

পুরনো নোট (Old Note) জমানোর শখ অনেকের থাকে। এখনও অনেকের কাছে পুরনো দিনের কয়েন কিংবা নোট আছে। তবে আপনি কি জানেন, এগুলি বিক্রি করে আয় (Old Note Selling) করা যেতে পারে মোটা টাকা। সেই অঙ্কটা অনেক সময় লাখ টাকার গণ্ডিও টপকে যেতে পারে! এখন পুরনো কিছু নোট কত দামে বিক্রি হচ্ছে তা অনেকে ভাবতেই পারবেন না। এমন অনেকে আছেন যারা এই নোটগুলি বিক্রি করে মোটা টাকা কামিয়েছেন। আপনার কাছেও যদি পুরনো নোট থাকে এবং আপনি যদি সেগুলি বিক্রি করতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

Old Note Selling at High Prices in India

আন্তর্জাতিক বাজারে ১০০ টাকার পুরনো নোট (100 Rupees Old Note) চড়া দামে বিক্রি হচ্ছে। অনেক সময় সেই অঙ্কটা ৫ লাখ টাকাও হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশানাল মার্কেটে এমন বেশ কিছু সংস্থা রয়েছে যারা এমন পুরনো নোট বিক্রি করেন।সেক্ষেত্রে ঘরে বসেই বিক্রি করা যায় এমন নোট। তবে ১০০ টাকার পুরনো সব নোট কিন্তু বিক্রি করেই (Old Note Sell) কিন্তু লাখপতি হওয়া যায় না। এর মধ্যে থাকতে হবে কিছু বিশেষত্ব।

পুরোনো ১০০ টাকার নোট : Old 100 Rupees Indian Notes Selling for Higher Price

সেক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এই নোটের সিরিয়াল নম্বর 786 হতে হবে। আসলে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই সংখ্যাকে সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করেন। আর সেই জন্য 786 সিরিয়াল নম্বরের নোট অনেকে নিজের বাড়িতে রাখতে পছন্দ করেন। মূল্য হিসেবে মোটা টাকা দিয়ে থাকেন তাঁরা।

পুরনো নোট কোথায় বিক্রি হয়?

এমন বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে পুরনো নোট বিক্রি হয়। যেমন- OLX, eBay, Coinbazaar, Quikr প্রভৃতি। এছাড়াও গুগলে সার্চ করলে এমন আরও বেশ কিছু ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ LIC না মিউচুয়াল ফান্ড, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে বেশি? সত্যিটা জানলে চমকে যাবেন

কীভাবে পুরনো নোট বিক্রি করতে হয়? (How to Sell Old Notes)

অনলাইনে পুরনো নোট বিক্রি কীভাবে কর‍তে হয় তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।
  2. নিজের নাম, বয়স, ফোন নম্বর, ইমেল আইডি দিতে হবে।
  3. নিজের কাছে থাকা পুরনো নোটের দু’পিঠের ছবি তুলে আপলোড করতে হয়।
  4. এরপর সংশ্লিষ্ট সংস্থা মারফৎ ফোন কিংবা এসএমএসের দ্বারা যোগাযোগ করা হয়।

তবে পুরনো নোট কিংবা কয়েন বিক্রির আগে যদি ক্রেতা টাকা চায় তাহলে ভালোভাবে তথ্য সংগ্রহ করে তা দেবেন। নাহলে প্রতারণার শিকার হতে পারেন।

আরও পড়ুনঃ মাত্র এক বছরেই মিলবে ৯% সুদ! সবাইকে টেক্কা দিয়ে ধামাকা স্কিম ঘোষণা করল এই ব্যাঙ্ক

পুরনো নোট বিক্রির কিছু সতর্কতা

পুরনো নোট কিংবা কয়েক বিক্রির আগে কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেমন-

  1. বিক্রির আগে যদি কেউ টাকা চান তাহলে সংশ্লিষ্ট অ্যাপ অথবা ওয়েবসাইটে বিশ্বাস করবেন না।
  2. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI এই ধরণের পুরনো নোট অথবা কয়েনের কেনাবেচা করেন না। তাই এই ধরণের কথায় বিশ্বাস করবেন না।

সব মিলিয়ে সতর্ক হয়ে পুরনো নোট অথবা কয়েন বিক্রি করবেন। কারণ এখানেও প্রতারণার ফাঁদ লুকিয়ে থাকতে পারে। তবে বর্তমানে পুরনো মুদ্রা বিক্রি করে অনেকে মোটা টাকা আয় করছেন। তাই সতর্কতা অবলম্বন করে আপনিও এর মাধ্যমে লাভবান হতে পারেন।

Leave a Comment