দুর্মূল্যের বাজারেও হবে মোটা ইনকাম! স্বল্প বিনিয়োগের এই ব্যবসা মালামাল করে দেবে আপনাকেও

পশ্চিমবঙ্গে চাকরির বাজার এই মুহূর্তে বেশ খারাপ। দিন দিন বাড়ছে বেকারত্বের সমস্যা। সেই জন্য এখন অনেকে চাকরির আশায় বসে না থেকে ব্যবসা (Business) শুরুর দিকে ঝুঁকছেন। তবে ব্যবসা শুরু করবো ভাবলেই তো আর শুরু করা যায় না, সেই জন্য দরকার হয় পুঁজির। তাই ইচ্ছা থাকলেও অনেকে টাকার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না।

তবে আপনি কি জানেন, এমন বেশ কিছু ব্যবসা আছে যেগুলি শুরু করতে বেশ কম টাকা বিনিয়োগ (Low Cost Business Idea) করতে হয়, তবে মাস গেলে মোটা টাকা আয় করা যায়। প্রত্যেক মাসে যা টাকা লাভ হবে, সেটা দিয়ে আস্তে আস্তে বাড়াতে পারবেন নিজের ব্যবসা। আজকের প্রতিবেদনে এমনই দু’টি স্বল্প বিনিয়োগে (Low Investment) শুরু করার মতো ব্যবসার খোঁজ নিয়ে এসেছি আমরা।

Nursery Business From Home

Low Cost High Profit Business Idea

আজকের প্রতিবেদনে আমরা যে দুই ব্যবসার আইডিয়া (Business Idea) নিয়ে এসেছি, তা শুরু করতে যেমন খুব বেশি বিনিয়োগ দরকার হয় না। তেমনই এই ব্যবসাগুলি পড়াশোনা, চাকরি কিংবা অন্যান্য কাজের পাশাপাশিও করা যায়। চলুন দেখে নেওয়া সেই ব্যবসাগুলি কী কী।

নার্সারি প্ল্যান্টের ব্যবসা (Online Nursery Plant Business)

আপনার যদি সবুজের সমারোহে থাকতে ভালোলাগে, তথা আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন তাহলে নার্সারি প্ল্যান্টের ব্যবসা (Nursery Business from Home) করতে আপনার বেশ ভালোলাগবে। মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে নিজের বাড়িতে এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি। এখন কমবেশি প্রত্যেক বাড়িতেই নানান রকম বাহারি গাছ দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি এই ব্যবসা শুরু করেন তাহলে বেশ ভালো টাকা আয় হবে আপনার।

আরও পড়ুনঃ সরকারি ক্যুইজ জিতলেই পাবেন ৫ লাখ! সময় নষ্ট না করে এভাবে খেলুন Quiz

এই ব্যবসা শুরু করতে আপনার নানান ধরণের ফুল-ফলের গাছ, বিরল ধরণের বাহারি গাছ, সার, ফুলের টব প্রভৃতি লাগবে। এই ধরণের গাছ কেনার জন্য প্রচুর বড় বড় নার্সারি আছে। আপনি চাইলে সেখান থেকে গাছ কিনে আনতে পারেন। এরপর নিজের বাড়িতে কিংবা দোকানে সেগুলি বিক্রি করতে পারেন।

এছাড়া সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুকের মাধ্যমেও আপনি নিজের ব্যবসা সম্প্রসারিত করতে পারেন। ব্যবসার শুরুতে আপনি যদি বাকিদের তুলনায় কম দামে গাছ বিক্রি করেন তাহলে আপনার কাস্টোমারের সংখ্যা অবশ্যই বেশি হবে। আর একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে শুরু করা এই ব্যবসা থেকেই মাস গেলে আপনার ১৫,০০০-২০,০০০ টাকা আয় হবে।

শিশুদের প্রোডাক্টের ব্যবসা (Natural Baby Product Business)

প্রত্যেক বাবা-মা-ই নিজের শিশুকে নিয়ে প্রচণ্ড সচেতন হন। সন্তানকে সেরা জিনিসটা দিতে চান প্রত্যেকে। আর সেই জন্য মার্কেটে শিশুদের প্রোডাক্ট তথা বেবি প্রোডাক্টের চাহিদা দিন দিন বাড়ছে। আপনি চাইলে এই ব্যবসাটিও শুরু করতে পারেন। শিশুদের পোশাক, খেলনা, ত্বকের নানান জিনিসপত্র বিক্রি শুরু করতে পারেন আপনি। তবে এক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে। তাহলেই আপনার থেকে লোকে জিনিস কিনবে।

আরও পড়ুনঃ মাত্র ২০০ টাকায় লাখপতি! ২৮ লাখ টাকা গ্যারেন্টীড রিটার্ন পেতে হলে ঝটপট দেখুন এই LIC প্ল্যান

নার্সারি প্ল্যান্টের মতো এই ব্যবসাও আপনি স্বল্প বিনিয়োগে শুরু করতে পারেন। দোকান যদি না থাকে, তাহলে নিজের বাড়ি বসেই বিক্রি করতে পারেন বেবি প্রোডাক্ট। এই ধরণের জিনিস কেনার জন্য একটি পাইকারি দোকান ঠিক করে নিতে পারেন। এরপর সেখান থেকে স্বল্প মূল্যে কিনে এনে বিক্রি করতে পারবেন। একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে মাস গেলে ১৫,০০০-২৫,০০০ টাকা আয় হতে পারে আপনার। ব্যবসার সামগ্রী যাতে বেশি বিক্রি হয়, সেই জন্য এখন ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সাইটেরও সাহায্য নিতে পারেন আপনি।

অর্গানিক ফার্মিং (Organic Farming)

এখনকার দিনে কমবেশি প্রত্যেক মানুষই নিজের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। সেই কারণে অর্গানিক জিনিসের চাহিদা দিন দিন বাড়ছে। তাই অর্গানিক ফার্মিং কিংবা জৈব চাষ করে আপনি আয় করতে পারেন মোটা টাকা। এক্ষেত্রে আপনাকে জানতে হবে এই জিনিসগুলির চাহিদা কোথায় সবচেয়ে বেশি। এরপর সেখানে নিজের অর্গানিক পণ্য বিক্রি করতে পারবেন। একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে মোটা টাকা আয় হবে আপনার।

Leave a Comment