মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা! প্রথম দিন থেকেই লক্ষ্মীলাভ গ্যারান্টি

বর্তমান সময়ে ব্যবসার (Business Idea) ডিম্যান্ড বেশ ঊর্ধ্বমুখী। বহু মানুষ চাকরির পাশাপাশি ছোটখাটো নানান ব্যবসা করছেন। কেউ কেউ আবার চাকরি না পেয়ে পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসা (Business)। তবে ব্যবসা করবো ভাবলেই তো আর ব্যবসা শুরু করে দেওয়া যায় না। এর জন্য দরকার হয় পর্যাপ্ত পুঁজি (Investment) এবং প্ল্যানিংয়ের।

অনেক সময়ই দেখা যায়, ভালো বিজনেস আইডিয়া (Business Idea) থাকা সত্ত্বেও শুধুমাত্র পুঁজির অভাবে অনেকে তা শুরু করতে পারছেন না। তাই আজ স্বল্প পুঁজিতে (Low Investment) দুর্দান্ত লাভ হবে এমন কয়েকটি ব্যবসার খোঁজ নিয়ে এসেছি আমরা। ১০,০০০ টাকা বা তারও কম বিনিয়োগে আপনি শুরু করতে পারবেন সেই ব্যবসাগুলি। বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

স্বল্প বিনিয়োগে শুরু করার মতো ৪টি ব্যবসা : 4 low investment business idea know details

স্বল্প বিনিয়োগেই হবে লক্ষ্মীলাভ! (Low Investment Business Idea)

আজ আমরা যে ৪ ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, সেগুলি শুরু করতে যেমন খুব বেশি পুঁজি দরকার হয় না, তেমনই প্রথম দিন থেকেই আপনার আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই ৪ ব্যবসা কী কী।

আরও পড়ুনঃ চিরকাল মনে থাকবে গঙ্গার নীচে মেট্রো ভ্রমণ! যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ রেলের, জানলে খুশি হয়ে যাবেন

টিফিন সার্ভিস (Tiffin Service)

১০,০০০ টাকা কিংবা তার কম অর্থ বিনিয়োগ করে আপনি টিফিন সার্ভিস শুরু করতে পারেন। কলকাতা এবং শহরতলিতে এমন অনেক মানুষ আছেন যারা পড়াশোনা কিংবা চাকরির কারণে পরিবারের কারণে দূরে থাকেন। তাঁদের মধ্যে অনেকেই রান্নাবান্নার ঝক্কি পোহাতে চান না। সেক্ষেত্রে টিভিন সার্ভিস কাজে আসতে পারে। ঘরে বসে স্বল্প বিনিয়োগে আপনি শুরু করতে পারেন এই ব্যবসা।

আচারের ব্যবসা (Pickle Business)

ভাত হোক বা রুটি-পরোটা, পাতে যদি একটু আচার থাকে তাহলে একেবারে জমে যায়। এমন অনেক মানুষ আছেন যারা আচার খেতে বেশ পছন্দ করেন। আর এখন তো হোমমেড আচারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে বাড়ি বসে আচারের ব্যবসা শুরু করাই যায়।

আরও পড়ুনঃ বাড়ি বসেই হাতে পাবেন PAN Card! আধার কার্ড দিয়ে কিভাবে করবেন আবেদন? দেখুন পদ্ধতি

ইউটিউব চ্যানেল (YouTube Channel)

বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল থেকে মোটা টাকা আয় করেন বহু মানুষ। রান্না, মেক আপ, গেম সহ নানান বিষয়ে ভিডিও তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে হাজার দশেক টাকা বিনিয়োগ করে একটা ছোট স্টুডিও এবং ভিডিও তৈরির কিছু বেসিক জিনিস কিনে নিলেই হয়ে যাবে।

মেহেন্দি পরানোর কাজ (Mehendi Business)

এখনকার দিনে অধিকাংশ মেয়ে বিয়ের আগে মেহেন্দি পরে। আপনি যদি মেহেন্দি পরাতে পারেন তাহলে এই কাজ শুরু করে দিতে পারেন। দরকার হলে আরও কয়েকজনকে নিজের সঙ্গে যুক্ত করে নিতে পারেন। স্বল্প বিনিয়োগেই শুরু করতে পারেন এই ব্যবসা। বিউটি পার্লারের সঙ্গে যোগাযোগ রাখলে ক্লায়েন্টের অভাব হবে না।

Leave a Comment