হাতের মুঠোয় সমস্ত সরকারি পরিষেবা! এই ৫ অ্যাপ ফোনে থাকলেই সমস্ত চিন্তার থেকে মুক্তি

বর্তমান সময়ে প্রায় সব কিছুরই ডিজিলাইজেশন হয়ে গিয়েছে। বাড়ি বসেই যেমন কেনাকাটা করা যায়, তেমনই পাওয়া যায় সরকারি নানান সুবিধা। এখন যেমন এমন বেশ কিছু সরকারি অ্যাপ (Government App) আছে যার দ্বারা সরকারি পরিষেবা (Government Service) পাওয়া হাতের মুঠোয় চলে এসেছে। সরকারি অফিসে না ছুটে বাড়ি বসেই করে নেওয়া যায় গুরুত্বপূর্ণ নানান কাজ।

এখনকার দিনে হাতে একটা স্মার্টফোন কিংবা বাড়িতে একটা কম্পিউটার থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। একটি অ্যাপ (Government App) ডাউনলোড করে নিলেই চোখের নিমেষে করে নেওয়া যায় নানান কাজ। আধার কার্ড সংশোধন করা থেকে ইলেকট্রিক বিল দেওয়া, পাসপোর্ট সংক্রান্ত নানান কাজ করা- অনেককিছুই এখন অ্যাপের মাধ্যমে করে নেওয়া যায়। আবার এই অ্যাপগুলির সাইজ খুব একটা বড় না হওয়ায় ফোনে রাখতে খুব বেশি জায়গাও লাগে না। আজকের প্রতিবেদনে এমনই ৫টি সরকারি অ্যাপের (Government App) নাম তুলে ধরা হল।

Importent Government Apps You should have in your phone

এম-আধার (mAadhaar)

mAadhar অ্যাপের দ্বারা আধার কার্ড সংক্রান্ত একাধিক কাজ করা যায়। সকল ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হল আধার কার্ড। তাই এম আধার অ্যাপটি মোবাইলে থাকলে আধার সংক্রান্ত কাজ করা বেশ সুবিধাজনক হয়ে যায়। এর দ্বারা আধার কার্ডের কোনও তথ্য আপডেট করা যায়। সেই সঙ্গেই আধার লক কিংবা আনলক, ডিজিটাল আধার ডাউনলোড এবং আধার ব্যবহার করে eKYC-এর কাজ সম্পন্ন করা যায়।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! হোমলোন নিয়ে বড় ঘোষণা করতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার

উমঙ্গ (UMANG)

উমাঙ্গ (Umang) এমন একটি অ্যাপ যার দ্বারা কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক পরিষেবার সুবিধা মেলে। উমঙ্গ অ্যাপের মাধ্যমে আধার, প্যান, গ্যাস বুকিং, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, বিল পেমেন্টের মতো একাধিক সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ড তথা PF সংক্রান্ত একাধিক কাজ এই অ্যাপের দ্বারা করা যায়।

ডিজি লকার (DigiLocker)

ভারতীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা ডিজি লকার (Digilocker) অ্যাপটি লঞ্চ করা হয়েছে। গাড়ির নিবন্ধনের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পড়াশোনার মার্কশিট সহ বেশ কিছু জরুরি নথির ডিজিটাল সংস্করণ অ্যাকসেস করা যায়। এই অ্যাপে প্রয়োজনীয় নথিপত্রগুলি ডিজিটালি সুরক্ষিত রাখা যায়।

আরও পড়ুনঃ বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের রেশন কার্ড! আপনার নাম নেই তো?

এম-পরিবহণ (m-Parivahan)

সাধারণ নাগরিকের পাশাপাশি পরিবহণ অপারেটরদের এম-পরিবহণ (m-Parivahan) অ্যাপটি বেশ কাজে আসতে পারে। RTO-তে অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন পরিষেবার জন্য আবেদন সহ পরিবহণ সংক্রান্ত নানান কাজ চটজলদি অ্যাকসেস করা যায় এই অ্যাপের দ্বারা। যদি কেউ চান তাহলে এম-পরিবহণ অ্যাপের দ্বারা গাড়ির রেজিস্ট্রেশনের শংসাপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপিও পেতে পারেন।

এম-পাসপোর্ট সেবা (mPassport Seva)

পাসপোর্ট সংক্রান্ত নানান কাজ করা যায় এম-পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে। এই মোবাইল অ্যাপের দ্বারা পাসপোর্টের জন্য আবেদন করা থেকে শুরু করে রেজিস্টার করার মতো একাধিক সুবিধা পাওয়া যায়। এক কথায়, পাসপোর্ট সম্বন্ধিত নানান পরিষেবা প্রদান করেন এই অ্যাপ।

Leave a Comment