আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার দিন শেষ! বিপদে পড়ার আগে জেনে নিন নতুন নিয়ম

AEPS Money Withdrawal: প্রযুক্তিচালিত এই যুগে সবকিছুরই ‘ডিজিটালাইজেশন’ হয়ে গিয়েছে। বাজার দোকান করা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ- প্রায় সব কিছু এখন মুঠোফোনের দ্বারাই হয়ে যাচ্ছে। তবে এই প্রযুক্তিনির্ভর এই জীবনযাপন যেমন আমাদের কাজ অনেকটা কমিয়ে দিচ্ছে, তেমনই কিন্তু জালিয়াতির সম্ভাবনাও অনেকটা বৃদ্ধি পাচ্ছে। AEPS এর জন্য টাকার লেনদেন আরও সহজ হয়ে গিয়েছে।

দেশের বহু মানুষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পের আওতায় এসেছেন। তবে এবার আর AEPS ব্যবস্থায় (AEPS System) ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তথা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা যাবে না! আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা বিষয়টি একেবারে রুখতে এই পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার। চারিদিকে যেভাবে টাকা নিয়ে জালিয়াতি হচ্ছে সেটা কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন : Big Update on AEPS Transactions

আঁধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে টাকার লেনদেন পদ্ধতিঃ (Aadhaar Enabled Payment System or AEPS)

AEPS পদ্ধতির পুরো নাম হল আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম (Aadhaar Enabled Payment System)। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে সরাসরি ব্যাঙ্ক না গিয়েও টাকা তোলা যাবে। একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাবে UPI সার্ভিস! ৩১ ডিসেম্বরের আগে এই কাজ না করলেই সর্বনাশ

তবে সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে কোনও অ্যাপ ডাউনলোড না করে অথবা লিঙ্কে ক্লিক না করেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। নতুন প্রকারের এই জালিয়াতির শিকার হয়ে অনেকেই বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। পরবর্তীকালে জানা যায়, গ্রাহকের আধার কার্ডের যাবতীয় তথ্য সংগ্রহ করে তা ব্যবহার করে টাকা তুলে নিচ্ছিলেন কিছু অসাধু মানুষ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড লিঙ্কড থাকায় সহজেই এই কাজ করতে পারছিলেন তাঁরা।

AEPS পদ্ধতি জালিয়াতি রুখতে সতর্কতা জারি

দেশবাসীর ব্যক্তিগত তথ্য এবং তাঁদের বায়োমেট্রিক ইনফরমেশন যাতে কোনও ভাবে হ্যাক না হয়ে যায় সেই জন্য NPCI তথা ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে অনলাইন ট্রানজাংশানের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। এখন AEPS সিস্টেমে একজন গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একদফায় ১০ হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া যায়। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন বহু অসাধু মানুষ।

আরও পড়ুনঃ মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাস! রাজ্য সরকারের ঘোষণায় মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

সাধারণ মানুষ যাতে আর হয়রানির শিকার না হয় সেই জন্য এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার বিষয়ে তাই জারি করা হয়েছে নতুন সতর্কতা।

  1. কোনও ব্যক্তি এই সার্ভিস বজায় রাখতে চাইলে তাঁকে তাঁর ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে।
  2. AEPS পদ্ধতি চালু রাখার জন্য কোনও ব্যক্তি যদি নিজের সম্মতিপত্র ব্যাঙ্কে জমা করেন তাহলেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারবেন। পাশাপাশি ATM থেকেও টাকা তুলতে পারবেন।

অফিশিয়াল ওয়েবসাইট- https://www.npci.org.in/

Leave a Comment