চাল-গম শুধু নয়, রেশন কার্ডে এবার পাওয়া যাবে এই সামগ্রী! ভোটের আগে মাস্টারস্ট্রোক মোদী সরকারের

ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ড (Ration Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ড থাকলে প্রত্যেক মাসে রেশন সামগ্রী পাওয়া যায়। এদেশে এমন অনেক পরিবার আছে যাঁদের এই রেশন (Ration) সামগ্রী দিয়ে সংসার চলে! একমাস রেশন না পেলে দু’বেলা দু’মুঠো খাবার জোটাতে হিমশিম খেয়ে যান তাঁরা। তবে এবার এই রেশন ব্যবস্থাতেই (Ration System) বিরাট বদল আসতে চলেছে বলে খবর।

প্রত্যেক মাসে সরকারের (Central Government) তরফ থেকে চাল, গমের মতো রেশন সামগ্রী (Ration) দেওয়া হয় দেশবাসীদের। তবে এবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও একটি জিনিস! কী সেই সামগ্রী? তা জানার জন্য এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration

রেশন কার্ডে এবার মিলবে এই সামগ্রী!

জানা যাচ্ছে, রেশন ব্যবস্থা (Ration) নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য এক ধাক্কায় কয়েকশো কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। তবে ভোটের আগে এই সিদ্ধান্তকে অনেকেই মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন। এতদিন গ্রাহকরা বিশেষ রেশন ব্যাগে (Ration Bag) রেশন পেতেন। তবে এবার সেই রেশন ব্যাগের ডিজাইন বদলাতে চলেছে বলে খবর।

আরও পড়ুনঃ বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের রেশন কার্ড! আপনার নাম নেই তো?

রেশন ব্যাগের ধারণ ক্ষমতা ১০ কেজি করার পাশাপাশি তার ওপর প্রধানমন্ত্রীর (Narendra Modi) ছবি লাগানো হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) আওতায় এদেশের প্রায় ৮০ কোটি মানুষকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সম্পূর্ণ ফ্রি-তে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। এই যোজনার ফলে অগুনতি মানুষ উপকৃত হয়েছেন।

রেশন ব্যাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি : Pradhan Mantri Narendra Modi's image on ration bag

আরও পড়ুনঃ গ্যাসের বায়োমেট্রিক থেকে আধার, সমস্যায় পড়ার আগে অবশ্যই জানুন এই ৭টি নতুন নিয়ম

কত টাকা খরচ হচ্ছে কেন্দ্রের?

গুঞ্জন শোনা যাচ্ছে, রেশন ব্যাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানোর জন্য খাদ্যমন্ত্রকের তরফ থেকে প্রায় ৩০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। আসন্ন লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে থাকা প্রায় ২০.০৩ কোটি গ্রাহকের কাছে এই বিশেষ রেশন ব্যাগ পৌঁছনোর লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

Leave a Comment