ভুলে যান ইলেকট্রিক বিলের খরচ! ১ টাকা ইউনিট বিদ্যুৎ দেবে পতঞ্জলি সোলার প্যানেল

ইলেকট্রিক বিল নিয়ে আর চিন্তা থাকবে না! কারণ এবার মাত্র ১ টাকা ইউনিটে ইলেকট্রিক পাওয়া যাবে। এবার এমনই দুর্দান্ত উদ্যোগ নিয়েছে পতঞ্জলি (Patanjali Solar Panel)। শ্যাম্পু, তেল সহ রোজনামচার জীবনের একাধিক সামগ্রীর পর এবার নিজস্ব সোলার প্যানেল (Solar Panel) মার্কেটে নিয়ে এল এই সংস্থা। দেশের আমজনতার কথা ভেবে এবার এমনই দারুণ উদ্যোগ গ্রহণ করেছে পতঞ্জলি (Patanjali) কোম্পানি।

এতদিন রোজনামচার জীবনের একাধিক পণ্য বাজারে এনেছে পতঞ্জলি। তবে ইলেকট্রিক বিল (Electric Bill) নিয়ে কমবেশি প্রত্যেকের মাথাব্যথার কারণ। এই পরিস্থিতিতে এবার মার্কেটে সোলার প্যানেল লঞ্চ করার সিদ্ধান্ত নিল পতঞ্জলি। আপনারও যদি নিজের বাড়িতে এই সোলার প্যানেল (Patanjali Solar Panel) ইনস্টল করার ইচ্ছা থাকে, তাহলে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Patanjali SolarPanel

পতঞ্জলি সোলার প্যানেল (Patanjali Solar Panel)

পতঞ্জলি ১ কিলোওয়াট সোলার সিস্টেম (Solar System) ইনস্টল করা হলে প্রায় ৪-৫ ইউনিট ইলেকট্রিক তৈরি হতে পারে। এবার আপনার বাড়িতে যদি রোজ ৪-৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয় তাহলে পতঞ্জলির ১ কিলোওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। নিজের বাড়ির দরকার অনুযায়ী আপনি সোলার প্যানেল নির্বাচন করতে পারেন।

আরও পড়ুনঃ ৩ লাখ টাকা লাগিয়ে প্রতিমাসে ৩১,০০০! এভাবে স্মার্ট ইনভেস্টমেন্ট করলেই হু হু করে আসবে টাকা

এখন প্রশ্ন উঠতেই পারে , পতঞ্জলি ১ কিলোওয়াট সোলার প্যানেলের (Patanjali Solar Panel) দাম কত? তাহলে বলে রাখি, আপনি আপনার বাড়ির জন্য দু’ধরণের ইনভার্টার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, বাড়িতে পতঞ্জলি সোলার সিস্টেল ইনস্টল করার আগে জেনে রাখবেন এক্ষেত্রে আপনার আরও বেশ কয়েকটি জিনিসের দরকার হবে। যেমন- সোলার সিস্টেম, ইনভার্টার, ব্যাটারি।

সোলার প্যানেলের দাম কত?

এছাড়াও পতঞ্জলি সোলার প্যানেল ইনস্টল করার জন্য সোলার ইনভার্টারের পাশাপাশি সোলার প্যানেল সংযুক্ত করার জন্য স্ট্যান্ড, সম্পূর্ণ সিস্টেমকে রক্ষা করার জন্য তার, যেমন- এসি, ডিসি, আর্থিং এসবের জন্য আপনার আলাদা করে টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি পতঞ্জলির ১ কিলোওয়াট সৌর প্যানেল ইনস্টল করেন তাহলে আপনার ৫৭,০০০-৮৭,০০০ মতো টাকা খরচ হবে।

এক্ষেত্রে আপনি কোন সোলার প্যানেল ইনস্টল করতে চাইছেন, কোন ব্যাটারি নিচ্ছেন তার ওপর নির্ভর করে আপনার কত টাকা খরচ হবে। আপনি চাইলে পতঞ্জলির ১ কিলোওয়াটের সোলার প্যানেল ইনস্টল করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি ৭০০ ওয়াট অবধি লোড চালাতে পারবেন। এছাড়া খুব কম টাকায় আপনি ১ কিলোওয়াট সোলার সিস্টেম তৈরি করতে পারেন। এটি হল PWN প্রযুক্তির। এটির ওসিও প্রায় ২৫বি।

কত ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা উচিত?

জানা গিয়েছে, যে সোলার প্যানেল ইনস্টল করতে চান সেগুলি প্রত্যেকটি ১০০ কিংবা ১৫০ ওয়াটের হওয়া উচিত। সেক্ষেত্রে আপনি প্রায় ৮০০০ পতঞ্জলি ইনভার্টার পাবেন। এগুলির ওপর চাইলে আপনি ১ কিলোওয়াটের লোড চালাতে পারবেন। পাশাপাশি ১ কিলোওয়াটের প্যানেলও বসাতে পারেন। শুধু এটুকুই নয়, আগামী দিনে আপনি চাইলে এই ইনভার্টারে ২ কিলোওয়াট পতঞ্জলি প্যানেল ইনস্টল করে ২ কিলোওয়াটের সোলার সিস্টেমও তৈরি করতে পারেন।

আরও পড়ুনঃ বসে খাবে সাতপুরুষ, সরকারি সাহায্য নিয়ে এই ব্যবসা খুলতে পারলেই লক্ষ টাকা আয় হয়ে গ্যারেন্টি!

বলে রাখি, এটির 1500V পাওয়ার সম্পন্ন। এতে দু’টি ব্যাটারি লাগাতে হবে। এটিও PWN প্রযুক্তির। এতে প্রায় ৪৪ পি এর একটি ওসিও আছে। তাই আপনি যদি চান এই ইনভার্টারে ৭টি সেল সহ পতঞ্জলি সৌর প্যানেল ব্যবহার করতে পারেন। আর এর ওপর একটি ২৫০ ওয়াটের পতঞ্জলি সৌর প্যানেল লাগাতে হবে।

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, পতঞ্জলি সংস্থা সব ধরণের সৌর প্যানেল ব্যাটারি বানায়। তাই যদি আপনার বাজেট একটু কম হয়, তাহলে ১০০ এপিয়ার ব্যাটারি তথা ছোট ব্যাটারি কিনতে পারেন। এটার মূল্য প্রায় ১০,০০০ টাকার মতো। আর যদি ব্যাকআপ লাগে তাহলে ১৫০ এপিয়ার ব্যাটারি, যার মূল্য ১৫,০০০ টাকা তাও নিতে পারেন। আরও বেশি ব্যাকআপ চাইলে আপনি ২০০ এপিয়ারের ব্যাটারিও নিতে পারেন।

Leave a Comment