ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

এখনকার দিনে মানুষের কাছে টাকা বিনিয়োগের বিকল্প (Investment Options) প্রচুর আছে। তবে যে কোনও জায়গায় বিনিয়োগ করলেই তো হল না! টাকা (Money) যাতে নিরাপদ থাকে সেটাও দেখতে হয়। সেই সঙ্গেই কোথা থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে মাথায় রাখতে হয় সেই বিষয়টাও। এসব কিছু ভাবার পর একজন মানুষ নিজের জন্য সেরা বিনিয়োগের স্কিম (Best Investment Scheme) নির্বাচন করেন।

কমবেশি আমরা প্রত্যেকেই বিনিয়োগ করি। সেই সঙ্গেই আশা করি ভালো রিটার্ন পাওয়ার। আর আমাদের দেশে টাকা বিনিয়োগের অন্যতম সুরক্ষিত দু’টি প্রতিষ্ঠান হল ব্যাঙ্ক (Bank) এবং পোস্ট অফিস (Post Office)। দু’টি প্রতিষ্ঠানেই একাধিক ভালো ভালো স্কিম রয়েছে। যেখানে টাকা বিনিয়োগ করে গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারবেন। সেই সঙ্গে পাওয়া যাবে বড় অঙ্কের রিটার্ন। তবে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের মধ্যে কোথায় বেশি সুদ পাওয়া যায় সেটা কি আপনি জানেন? ১ লাখ টাকা বিনিয়োগ করলে কোন প্রকল্প থেকে কত টাকা সুদ পাবেন (Best Investment Scheme) দেখে নিন সেই হিসাব।

Post Office Vs Bank Interest Rates Comparison

ভারতীয়দের জন্য সেরা বিনিয়োগের স্কিম (Best Investment Scheme for Indians)

ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস কোথায় টাকা রাখলে বেশি ভালো রিটার্ন পাওয়া যাবে এই নিয়ে অনেককেই ধন্দে পড়তে দেখা যায়। কেউ বলেন, ব্যাঙ্কে টাকা রাখা বেশি নিরাপদ। এখান থেকে একটি নির্দিষ্ট সুদের হার পাওয়া যায়। কারোর কারোর মতে আবার, পোস্ট অফিস মাত্র ৫ বছর টাকা দ্বিগুণ করে দেয়! তাই এখানে টাকা রাখলে লক্ষ্মীলাভ বেশি হয়। কিন্তু সত্যিই কি তাই? ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস? কোথায় টাকা রাখলে বেশি সুদ (Interest Rate) পাওয়া যায়? আজকের প্রতিবেদনে সেই আলোচনাই করবো।

আরও পড়ুনঃ ৬০০০ লাগিয়ে ফেরত পাবেন ১০ লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভ গ্যারান্টি

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদের হার (Fixed Deposit Interest Rate in Bank)

ব্যাঙ্কে নানান ধরণের স্কিম থাকে। তবে এর মধ্যে বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিটেই (Fixed Deposit) বিনিয়োগ করেন। তবে এক্ষেত্রে একটাই সমস্যা। এখানে সুদের হার অনেকটাই কম। অধিকাংশ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৫%-৬% সুদ দেয়। তবে কিছু কিছু ব্যাঙ্ক আবার এই স্কিমেই বেশ ভালো রিটার্ন দেয়। তাই আপনি যদি এমন কোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে যেখানে সুদের হার বেশ ভালো, তাহলে আপনি বেশি রিটার্ন পাবেন।

কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের হার কেমন? (Bank FD Interest Rates)

SBI আগে ফিক্সড ডিপোজিটে ৫% হারে সুদ প্রদান করতো। তবে ২০২২ সালের ডিসেম্বর মাসে সেই অঙ্কটা অনেকটা বৃদ্ধি পায়। এরপর ফের তা কমে যায়। গত বছর অক্টোবর মাসে ফের আবারো বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২৫-এ। বর্তমানে এই ব্যাঙ্কে FD করলে ৬.৫%-৭% হারে সুদ দেওয়া হয়। অপরদিকে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে FD করলে পাবেন ৬.৭৫% হারে সুদ।

এখন প্রশ্ন হল, ব্যাঙ্কে যদি ১ লাখ টাকা FD কিংবা MIS করেন তাহলে কত টাকা লাভ হবে? এই মুহূর্তে যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নূন্যতম ৬.৫% হারে সুদ দেওয়া হচ্ছে, সেহেতু ১ বছরে ১ লাখ টাকায় আপনার প্রাপ্ত সুদ হবে ৬৫০০ টাকা। অন্যদিকে MIS-এ এক বছরে ৫.৫%-৭.২৫% হারে সুদ দেওয়া হচ্ছে। সেই হিসেবে এক বছরে আপনি মোটামুটি ৫৬২ টাকা পাবেন। অপরদিকে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে আপনি এক লাখ টাকা রাখলে এক বছরে পাবেন ৬৭৫০ টাকা। MIS-এর সুদের পরিমাণ SBI-এর মতোই।

আরও পড়ুনঃ একটাকাও মার যাবে না, ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Interest Rate in Post Office)

পোস্ট অফিসগুলিতে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বেশ ভালো অঙ্কের সুদ দেওয়া হয়। এই মুহূর্তে প্রত্যেকটি পোস্ট অফিস FD-তে ৭% হারে সুদ দিচ্ছে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে বছরে বেশ ভালো টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী। পোস্ট অফিসে FD-র সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য চলুন জেনে নেওয়া যাক।

  1. পোস্ট অফিসে চক্রবৃদ্ধি হারে ত্রৈমাসিক কিংবা বার্ষিক হারে সুদ প্রদান করা হয়। এখানে টাকা বিনিয়োগ করলে বয়স নির্বিশেষে যে কোনও ভারতীয় নাগরিক ৬.৬% থেকে ৭% পর্যন্ত সুদ পেতে পারেন।
  2. পোস্ট অফিসে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। কোনও সর্বোচ্চ সীমা নেই।
  3. এখানে ‘লকিং পিরিয়ড’ নেই। অর্থাৎ প্রয়োজন পড়লে আপনি যে কোনও সময় টাকা তুলতে পারবেন।
  4. যে কোনও ভারতীয় নাগরিক নিজের নামে কিংবা যৌথভাবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন।
  5. এখানে FD-এর সুদের ওপর কর গণনা করা হয়। ৫ বছরের FD কিংবা এএসসি-তে যদি টাকা বিনিয়োগ করেন তাহলে আয়কর আইনের 80C ধারায় আয়কর ছাড় পাবেন বিনিয়োগকারী। সিনিয়র সিটিজেন হলে ৫০,০০০ টাকা অবধি আয়কর ছাড়ের সুবিধা রয়েছে।

এখন প্রশ্ন হল, পোস্ট অফিসে ১ লাখ টাকা FD এবং MIS-এ রাখলে কত টাকা লাভ হবে? এই মুহূর্তে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে নূন্যতম ৬.৬% হারে সুদ দেওয়া হচ্ছে। তাই এক বছরে আপনি পাবে ৬৬০০ টাকা। অপরদিকে MIS-এ বছরে ৭.৪% হারে সুদ পাওয়া যায়। তাই প্রত্যেক মাসে আপনার আয় হবে ৬১৬ টাকা মতো।

Leave a Comment