নামমাত্র টাকা লাগিয়ে লোভনীয় রিটার্ন! দেখুন মিডক্যাপ ফান্ডে বিনিয়োগ করে বড়লোক হওয়ার টেকনিক

কথায় আছে, টাকা টাকা বাড়ায়! অর্থাৎ সঞ্চয়ের পাশাপাশি অর্থ বিনিয়োগ (Investment Plan) করাও বেশ জরুরি। বর্তমানে বিনিয়োগ করার জন্য নানান ধরণের স্কিম রয়েছে। গত কয়েক বছরে যেমন মিডক্যাপ ফান্ডে (Midcap Funds) অর্থ বিনিয়োগের প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশেষত গত বছর, বিপুল পরিমাণে বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে এই ফান্ডগুলি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এখনও অবধি মিডক্যাপ ফান্ডগুলিতে বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। তাই অনেকেই এখানে অর্থ বিনিয়োগ করছেন। স্বল্প মেয়াদে দুর্দান্ত রিটার্ন দেওয়া ৫টি ফান্ডের (Best Midcap Funds in 3 Years) নাম আজকের প্রতিবেদনে তুলে ধরা হল। কোন ফান্ডের মোট সম্পদ কত? কেমন রিটার্ন পাওয়া যাচ্ছে? এসব বিশদে জানতে আজকের প্রতিবেদনটি বিশদে পড়ার অনুরোধ রইল।

Mutual Fund Scheme with High Returns

মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড- রেগুলার প্ল্যান (Motilal Oswal Midcap Fund-Regular Plan)

এই মুহূর্তে উপরিউক্ত ফান্ডের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৮০৪.৬২ কোটি টাকা। তিন এবং ছয় মাসের নিরিখে এই ফান্ড দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তিন মাসের নিরিখে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড- রেগুলার প্ল্যানে বিনিয়োগকারীরা ১৪.৩৫% রিটার্ন পেয়েছেন। অপরদিকে ছয় মাসের নিরিখে পাওয়া গিয়েছে ২৩.৮৯% রিটার্ন। গত বারো মাসে এই ফান্ডে ব্যাপক রিটার্ন পাওয়া গিয়েছে। এক বছরের হিসেবে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড- রেগুলার প্ল্যানে বিনিয়োগকারীদের অর্থ প্রায় ৪২.৯৫% বৃদ্ধি পেয়েছে। তিন বছর এবং পাঁচ বছরের নিরিখে বলা হলে এই ফান্ডের রিটার্নের পরিমাণ যথাক্রমে ৩৫.৪৭% এবং ২৪.৫৪%। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফান্ডের ব্যয়ের অনুপাত তথা Expense Ratio হল ১.৭৮%।

নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড (Nippon India Growth Fund)

বর্তমান সময়ে এই মিডক্যাপ ফান্ডের মোট সম্পদের পরিমাণ হল ২১৩৮০.৪৮ কোটি টাকা। তিন এবং ছয় মাসের হিসেবে এই ফান্ড যথাক্রমে ১৪.৩৫% এবং ৩০.৩১% রিটার্ন করেছে। বারো মাসের হিসেবে নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ডের বৃদ্ধির হার রয়েছে ৪৭.২৪%। অপরদিকে তিন বছর এবং পাঁচ বছরের হিসেবে ফান্ডের বৃদ্ধির হার হল ৩১.৯৪% এবং ২৪.৬৫%। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফান্ডের ব্যয়ের অনুপাত তথা Expense Ratio হল ১.৬৭%।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

কোয়ান্ট মিডক্যাপ ফান্ড (Quant Mid Cap Fund)

উপরে উল্লিখিত ফান্ডের এই মুহূর্তে নেট অ্যাসেটের পরিমাণ হল ৩৭৮১.৪৮ কোটি টাকা। তিন মাসে এই ফান্ড ১০.৩৫% রিটার্ন করেছে। ছয় মাসের হিসেবে বলা হলে, এই ফান্ডে বিনিয়োগকারীদের অর্থ প্রায় ২৯.৫৫% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বারো মাসের নিরিখে কোয়ান্ট মিডক্যাপ ফান্ডে রিটার্নের পরিমাণ ৩৪.৩৯% পৌঁছে গিয়েছে। তিন বছর এবং পাঁচ বছরের হিসেবে বলা হলে এই ফান্ডের রিটার্নের পরিমাণ যথাক্রমে ৩৩.১৪% এবং ২৬.৬৩% রিটার্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফান্ডের ব্যয়ের অনুপাত তথা Expense Ratio হল ১.৮৯%।

এডেলউইস মিডক্যাপ ফান্ড- রেগুলার প্ল্যান (Edelweiss Mid Cap Fund-Regular Plan)

এই মুহূর্তে এডেলউইস মিডক্যাপ ফান্ড- রেগুলার প্ল্যানের মোট সম্পদের পরিমাণ হল ৪২৬৭ কোটি টাকা। তিন মাসের নিরিখে এই ফান্ডে রিটার্নের পরিমাণ হল ১৩.৪২%। অন্যদিকে ছয় মাসের হিসেবে বলা হলে তা হল ২৪.৬৪%। বারো মাস এবং তিন বছরের নিরিখে বিনিয়োগকারীরা যথাক্রমে ৩৮.৮৭% এবং ২৯.০৩% রিটার্ন পেয়েছেন। পাঁচ বছরের নিরিখে পাওয়া গিয়েছে ২৩.২৫% রিটার্ন। এডেলউইস মিডক্যাপ ফান্ড- রেগুলার প্ল্যানের খরচের অনুপাত হল ১.৮৪%।

আরও পড়ুনঃ মাথায় হাত গ্রাহকদের, ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! আপনার অ্যাকাউন্ট নেই তো?

এইচডিএফসি মিডক্যাপ অপারচুনিটিজ ফান্ড (HDFC Mid-Cap Opportunities Fund)

এইচডিএফসি মিডক্যাপ অপারচুনিটিজ ফান্ডের বর্তমান নেট অ্যাসেটের পরিমাণ হল ৫২১৩৭.৭০ কোটি টাকা। তিন মাসের নিরিখে এই ফান্ডে রিটার্নের পরিমাণ হল ১১.৪৩%। অন্যদিকে ছয় মাসের হিসেবে বলা হলে তা হল ২৪.৮৯%। বারো মাস এবং তিন বছরের নিরিখে বিনিয়োগকারীরা যথাক্রমে ৪৪.০৩% এবং ৩১.৪৩% রিটার্ন পেয়েছেন। পাঁচ বছরের নিরিখে পাওয়া গিয়েছে ২২.৬৯% রিটার্ন। এইচডিএফসি মিডক্যাপ অপারচুনিটিজ ফান্ড খরচের অনুপাত ছিল ১.৫০%।

Leave a Comment