প্রতি সপ্তাহে কিস্তির চাপ শেষ! বন্ধন ব্যাঙ্কের লোন গ্রাহক হলে আপনার জন্য রইল সুখবর

নতুন বছর থেকেই গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে এল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। কম সুদে মোটা টাকা লোন দিচ্ছে এই ব্যাঙ্ক। গৃহবধূ থেকে শুরু করে ব্যবসায়ী হয়ে চাকুরিজীবী যুবক-যুবতী, প্রত্যেকে এখান থেকে ঋণ (Loan) নিতে পারেন। আপনার যদি নিজের ব্যবসা শুরু করার থাকে, কিংবা বিয়ে অথবা বাড়ি তৈরির জন্য লোনের দরকার হয় তাহলে বন্ধন ব্যাঙ্ক থেকে সর্বাধিক ৫ লাখ টাকা অবধি ঋণ (Bandhan Bank Loan) নিতে পারেন।

বন্ধন ব্যাঙ্ক লোন (Bandhan Bank Loan)

এদেশে বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank )। বহু মানুষের অ্যাকাউন্ট রয়েছে এখানে। গ্রাহকদের জন্য মাঝেমধ্যেই নানান সুবিধাজনক স্কিম আনে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে এবার এই ব্যাঙ্কের (Bank) গ্রাহকদের আরও সুবিধা হতে চলেছে বলে খবর। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

বন্ধন ব্যাঙ্ক গ্রুপ লোন, Bandhan Bank Group Loans

বন্ধন ব্যাঙ্ক লোনে সুদের হার (Bandhan Bank Loan Interest Rate)

ব্যবসা থেকে শুরু করে বাড়ি তৈরি, যে কোনও দরকারে বন্ধন ব্যাঙ্ক থেকে ঋণ (Bandhan Bank Loan) নেওয়া যায়। এছাড়া যদি ভিন্ন কোনও ব্যাঙ্কে লোন থাকে তাহলে সেটাও এই ব্যাঙ্ক ট্রান্সফার করা যায়। এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি বন্ধন ব্যাঙ্ক থেকে ১ লাখ থেকে ৫ লাখ টাকা অবধি পার্সোনাল লোন নেন, তাহলে আপনাকে প্রত্যেক মাসে ১৫.৯০% হারে সুদ দিতে হবে। এক বছর থেকে তিন বছর অর্থাৎ ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে আপনাকে এই ঋণ পরিশোধ করতে হবে।

বিয়ে এবং বাড়ি তৈরির জন্য নেওয়া লোনের ক্ষেত্রে সুদের হার হল ১২%। এই ঋণ পরিশোধের সময়সীমাও বেশি। এক্ষেত্রে লোনের মেয়াদবৃদ্ধি করে তা এখন ১৫ বছর অবধি করা হয়েছে। তবে পার্সোনাল লোন নেওয়া হোক বা অন্য কোনও লোন, সব ক্ষেত্রে গ্রাহকদের সুদের পাশাপাশি ১% প্রসেসিং চার্জ সহ জিএসটি দিতে হয়।

আরও পড়ুনঃ Paytm-র পর আরও ৪ ব্যাঙ্ককে শাস্তি দিল RBI, বন্ধ হয়ে যাবে লেনদেন! বিপদে পড়ার আগে জেনে নিন

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents to Apply for Bandhan Bank Loan)

  1. পরিচয়ের প্রমাণপত্র।
  2. গত দু’বছরে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার রশিদ।
  3. কাজের জায়গা থেকে গত তিন বছরের মাইনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
  4. স্থায়ী ঠিকানার প্রমাণ।
  5. আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

আবেদনের যোগ্যতা (Bandhan Bank Loan Apply Criteria)

  1. বন্ধন ব্যাঙ্ক থেকে অনলাইন ঋণ নেওয়ার জন্য আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
  2. আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৩-৬৫ বছরের মধ্যে।
  3. আবেদনকারীকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী তথা বেতনভুক শ্রেণির কর্মী হতে হবে।
  4. বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।

আরও পড়ুনঃ আর নয় ৭-৮%! নতুন বছরে ফিক্সড ডিপোজিটেই ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

আবেদনের পদ্ধতি (How to Apply for Bandhan Bank Loan)

আপনার যদি বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনার যদি লোনের দরকার হয় তাহলে নিকটবর্তী বন্ধন ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করুন। সেখানে লোন নেওয়ার জন্য একটি ফর্ম দেওয়া হবে। যথাযথ তথ্য দিয়ে সেই ফর্ম ফিল আপ করে স্বাক্ষর করুন। এরপর উপরে উল্লিখিত নথিপত্রগুলি যুক্ত করে ব্যাঙ্কের কাছে জমা দিয়ে দিন। উপযুক্ত হয়ে থাকলে অল্প সময়ের মধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে আপনার লোন স্যাংশন করে দেওয়া হবে।

এই বিষয়ে বিশদে জানতে আপনু ব্যাঙ্কের হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি নম্বর- ১৮০০ ২৫৮ ৮১৮১। ইমেল আইডি- customercare@bandhanbank.com । ঠিকানা হল, DN 32, Sector V, Salt Lake City, Kolkata 700091। সবশেষে বলে রাখি, যে কোনও লোন নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করে নিন। হটকারিতা করে ঋণ নেবেন না। কারণ যথাসময়ে লোন পরিশোধ না করতে পারলে আপনাকেই সমস্যার মুখে পড়তে হতে পারে।

Leave a Comment