RTO অফিস ছুটতে হবে না, বাড়ি বসেই পান গাড়ি ও বাইকের অথরাইজেশন সার্টিফিকেট! দেখুন পদ্ধতি

গাড়ি ও বাইকের অথরাইজেশন সার্টিফিকেট (Authorization Letter) পাওয়ার জন্য এতদিন আরটিও অফিসে যেতে হতো। তবে এবার থেকে রাজ্যবাসীর সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট খোলা হল। সেই ওয়েবসাইটের নাম ‘অনুমোদন’ (Anumodan Website)। এবার থেকে আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে নিজের অনুমোদন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে বর্তমানে প্রায় সব কাজই অনলাইনে করা যাচ্ছে। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ, ইন্টারনেটের দৌলতে সবই এখন বাড়ি থেকে হয়ে যাচ্ছে। এবার গাড়ি এবং বাইকের অথরাইজেশন সার্টিফিকেটের (Bike/Car Authorization Letter) জন্যও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কীভাবে? তা জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Bike car authorization letter online apply 2024 through Anumodan website

বাইক ও গাড়ির অথরাইজেশন সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন (Bike/Car Authorization Letter Online Apply)

অনুমোদন ওয়েবসাইটের (Anumodan Website) মাধ্যমে গাড়ি এবং বাইকের অথরাইজেশন সার্টিফিকেটের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তা নিম্নে ধাপে ধাপে তুলে ধরা হল।

আরও পড়ুনঃ বাড়ি বসে পেয়ে যান শিশুর বার্থ সার্টিফিকেট! কীভাবে আবেদন করবেন? দেখে নিন পদ্ধতি

  1. প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট anumodan.wb.gov.in –এ যেতে হবে।
  2. এরপর ‘জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার’ লেখায় ক্লিক করতে হবে।
  3. পরের পেজে গিয়ে ‘রেজিস্টার’ লেখায় ক্লিক করতে হবে।
  4. আপনাকে নিজের আধার নম্বর টাইপ করে ‘গেট ওটিপি’ লেখায় ক্লিক করতে হবে।
  5. আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি টাইপ করে যাচাই করে নিতে হবে।
  6. পরের পেজে নিজের সক্রিয় এবং বৈধ মোবাইল নম্বর উল্লেখ করে ‘গেট ওটিপি’ লেখায় ক্লিক করতে হবে।
  7. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি টাইপ করে যাচাই করে নিতে হবে।
  8. এবার নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এরপর ফের ‘জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার’ লেখায় ক্লিক করুন।
  9. গাড়ির মালিকের আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এবার নীচে যে ব্যক্তিকে গাড়ি চালানোর অনুমতি আপনি দিচ্ছেন তাঁর প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে জমা দিয়ে দিন।
  10. সবকিছু হয়ে যাওয়ার পর অনলাইনে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। তাহলেই আপনার শংসাপত্র তৈরি হয়ে যাবে।

আরও পড়ুনঃ পুরোনো Aadhar বাতিল! কারা পাবে নতুন নীল আধার কার্ড? না জানলে অবশ্যই দেখুন

অনুমোদন ওয়েবসাইট অথরাইজেশন লেটার অ্যাপ্লাইঃ ক্লিক করুন

Leave a Comment