বাড়ি বসে পেয়ে যান শিশুর বার্থ সার্টিফিকেট! কীভাবে আবেদন করবেন? দেখে নিন পদ্ধতি

নতুন বছর শুরু হয়েছে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। এই নতুন বছরে একাধিক নিয়মে বদল এসেছে। জন্ম প্রমাণপত্র হিসেবে যেমন আধার কার্ড আর কাজে আসবে না। আধার কার্ড এখন শুধু ভারতীয় নাগরিকদের পরিচয় পত্রের প্রমাণ। জন্মপ্রমাণ পত্র হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন বার্থ সার্টিফিকেট (Birth Certificate)। এখন বাড়ি বসে অনলাইনে আপনি বানিয়ে ফেলতে পারবেন এই গুরুত্বপূর্ণ নথি।

বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখন বাড়ি বসেই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন (Birth Certificate Online Apply) করতে পারবেন। সদ্যোজাত শিশুদের পাশাপাশি বয়সে বড় ব্যক্তিদেরও বার্থ সার্টিফিকেটের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

পশ্চিমবঙ্গে অনলাইনে বার্থ সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া : Birth Certificate online apply process in West Bengal

বার্থ সার্টিফিকেট অনলাইন আবেদন প্রক্রিয়া (Birth Certificate Online Apply Process in West Bengal)

অনলাইনে জন্ম সার্টিফিকেট কীভাবে তৈরি করে সেই প্রক্রিয়া নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

আরও পড়ুনঃ সরকারি কর্মচারী হলে করতে পারবেন না এই কাজ, দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা! কড়া সিদ্ধান্ত সরকারের

  1. প্রথমে আপনাকে জন্ম-মৃত্যু তথ্যের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর ‘Citizen Services’>’Birth’ অপশন নির্বাচন করতে হবে।
  3. ‘Apply for New Registration’ লেখায় ক্লিক করুন। নিজের বৈধ মোবাইল ফোন নম্বর দিয়ে লগ ইন করুন।
  4. আপনার সামনে আবেদনপত্র আসবে। শিশুর জন্ম তারিখ, লিঙ্গ, নাম, পদবী ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করে পরবর্তী অংশে যান।
  5. এই অংশে জন্মস্থান, রাজ্য, জেলা ইত্যাদি তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে চলে যান।
  6. পিতার নাম, পদবী, ইমেল আইডি, ফোন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে এই অংশ পূরণ করুন। PDF আকারে পিতার পরিচয়পত্র আপলোড করুন।
  7. পিতার মতো এবার মায়ের নাম, পদবী, ইমেল আইডি, ফোন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে এই অংশ পূরণ করতে হবে। PDF আকারে পিতার পরিচয়পত্র আপলোড করুন।
  8. এরপর মায়ের ঠিকানা, কীভাবে শিশুর জন্ম হয়েছে ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র সাবমিট করে দিন। জমা দিয়ে দেওয়ার পর আপনার কাছে একটি রেজিস্ট্রেশন নম্বর আসবে।

বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কীভাবে ট্র্যাক করবেন? (Birth Certificate Online Application Track)

অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করার পর আপনি নিজের অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। কীভাবে করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে জন্ম-মৃত্যু তথ্যের অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
  2. ‘Track Application’ লেখায় ক্লিক করুন।
  3. শিশুর জন্মতারিখ এবং অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে আবেদনপত্র ট্র্যাক করুন।
  4. আবেদনপত্র কোন পর্যায়ে আছে আপনি তা দেখতে পাবেন।
  5. যদি বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে ‘Download Birth Certificate’ লেখায় ক্লিক করে তা ডাউনলোড করে নিন।

আরও পড়ুনঃ জানুয়ারির প্রথমার্ধে এই ফর্ম জমা না দিলে পাবেন না বেতন! সমস্যায় পড়ার আগে জেনে নিন কী করবেন

বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদনের লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment