পুরোনো Aadhar বাতিল! কারা পাবে নতুন নীল আধার কার্ড? না জানলে অবশ্যই দেখুন

প্রত্যেক ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। প্রায় সকল সরকারি কাজে এটি লাগে। এবার এই আধার কার্ডেই একটি নতুন সংযোজন হল। প্রত্যেক আধার কার্ডে একটি ১২ সংখ্যার আধার নম্বর কিংবা UID নম্বর থাকে। যোগাযোগের বিবরণ, ঠিকানা এবং অন্যায় ব্যক্তিগত তথ্য সাজার রাখার জন্য চালু হল নীল রঙের আধার কার্ড (Blue Aadhaar Card)। যা কিনা ব্লু আধার কার্ড নামেও পরিচিত।

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, পাসপোর্ট ও অন্যান্য দরকারি প্রশাসনিক কাজের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা প্রমাণগুলির মধ্যে একটি নীল রঙের আধার কার্ড। তাহলে কি এবার পুরনো সাদা রঙের চিরাচরিত আধার কার্ড উঠে যাচ্ছে?

UIDAI Aadhar Card, আঁধার কার্ড

ব্লু আধার কার্ড (Blue Aadhaar Card)

সদ্যোজাত কিংবা ৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আগে আধার কার্ডের (Aadhaar Card) সুবিধা উপলব্ধ ছিল না। ২০১৮ সালে UIDAI-র তরফ থেকে শিশুদের জন্যেও আধার কার্ড চালু করা হয়। শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই আধার কার্ডের রঙ নীল। যা কিনা ব্লু আধার কার্ড নামেও পরিচিত।

ব্লু আধার কার্ডের কিছু খুঁটিনাটি তথ্য (Blue Aadhaar Card Features)

প্রাপ্তবয়স্কদের আধার কার্ড থেকে ব্লু আধার কার্ড (Blue Aadhaar Card) খানিকটা আলাদা। এই আধার কার্ড তৈরির সময় শিশুর আঙুলের ছাপ কিংবা আইরিস স্ক্যান করতে হয় না। বরং মা-বাবার মধ্যে যে কোনও একজনের আসল আধার কার্ড এবং শিশুর বার্থ সার্টিফিকেট লাগে। পাশাপাশি এই আধার কার্ডে ১২ সংখ্যার আধার নম্বরও থাকে। তবে সন্তানের পাঁচ বছর হয়ে গেলেই এই ব্লু আধার কার্ড আপডেট করতে হয়। পাঁচ বছর বয়স হওয়ার পর সংশ্লিষ্ট শিশুর ছবি, আঙুলের ছাপ ও আইরিস স্ক্যান করিয়ে তা কার্ডে আপডেট করতে হয়। নাহলে সেই কার্ড অবৈধ হয়ে যায়।

আরও পড়ুনঃ ট্রেনের ভেতর এই কাজ করলে কড়া পদক্ষেপ নেবে রেল! সমস্যায় পড়ার আগে বিশদে জেনে নিন

বাচ্চাদের জন্য তৈরি এই ব্লু আধার কার্ডের মেয়াদ হল পাঁচ বছর। তবে অভিভাবকেরা যদি চান তাহলে নির্দেশিকা মেনে এই কার্ডের মেয়াদ বৃদ্ধি করতে পারবে। মেয়াদ বৃদ্ধি করা হল শিশুর পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও এটি বৈধ থাকবে। নীল রঙা এই আধার কার্ড শিশুর বিবরণ আপডেট করার পরিষেবা সরকার বিনামূল্যে দেয়।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents to Apply for Blue Aadhaar Card)

ব্লু আধার কার্ড তৈরির জন্য বেশ কিছু নথিপত্র (আসল এবং ফটোকপি দুই-ই) লাগে। সেই নথিপত্র সহযোগে আধার তালিকাভুক্তি কেন্দ্রে চলে যেতে হয়। পাশাপাশি যে শিশুর আধার কার্ড তৈরি করা হবে তার মা-বাবাকে সেখানে উপস্থিত থাকতে হয়। কী কী নথিপত্র লাগে তা নিম্নে তুলে ধরা হল।

  1. শিশুর জন্মশংসাপত্র।
  2. শিশুর অভিভাবকদের পরিচয় এবং ঠিকানার প্রমাণ (যেমন- আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড)।
  3. শিশুর একটি সাম্প্রতিক ছবি।
  4. শিশুর স্কুলের আইডি (যদি সে স্কুলে পড়ে)।

আরও পড়ুনঃ ১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আবেদনের পদ্ধতি (How to Apply for Blue Aadhaar Card)

  1. ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. নিকটবর্তী একটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।
  3. উপরিউক্ত নথিপত্রগুলি সঙ্গে রাখতে হবে।
  4. আধার তালিকাভুক্তি ফর্ম ফিল আপ করতে হবে। আপনি চাইলে UIDAI ওয়েবসাইট থেকে আগেও ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।
  5. এরপর আধার তালিকাভুক্তি কেন্দ্রের তালিকাভুক্তি অপারেটর শিশুর একটি ছবি তুলবে।
  6. ফিল আপ করা ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি জমা করতে হবে।
  7. সবকিছু হয়ে যাওয়ার পর একটি EID সহ একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে। আপনার সন্তানের ব্লু আধার কার্ডের আবেদন অনলাইনে ট্র্যাক করার জন্য এই EID ব্যবহার করা যাবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment