লোকে ফেলে দিলেও এটা দিয়েই হবে মোটা টাকা আয়! ইউনিক এই ব্যবসা শুরু করলেই লক্ষীলাভ গ্যারেন্টি

পড়াশোনা, চাকরি হোক বা ব্যবসা, সঠিক আইডিয়া (Business Idea) থাকলে সব ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব। বর্তমান সময়ে চাকরি পাওয়া যা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাতে অনেকেই ব্যবসার পথ বেছে নিচ্ছেন। চাকরির আশায় বসে না থেকে, ব্যবসা করেই মোটা টাকা আয় (Earn) করছেন বহু মানুষ। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি আমরা।

আজ কেরলের যুবতী মারিয়া কুরিয়াকোসের কাহিনী তুলে ধরবো আমরা। ২৬ বছর বয়সী মারিয়া এমন একটি ব্যবসা শুরু করেছেন, তা যেমন একদিকে অভিনব, তেমনই বেশ লাভজনকও। এই ব্যবসা (Business) করে এখনও অবধি ভালো টাকা আয় করেছেন তিনি। কী সেই ব্যবসা? সেই ব্যবসা (Business Idea) করে কত টাকা আয় করা সম্ভব? এই প্রতিবেদনে সেই বিষয়ে বিশদে তুলে ধরা হল।

Unique Business Idea from Coconut Waste

Unique Business Idea with Coconut Shells

কেরল নিবাসী মারিয়া স্নাতক পাশ করে একটি সংস্থায় চাকরিতে যোগ দেন। তবে সেখানে খুব বেশিদিন মনোনিবেশ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নিজের ব্যবসা (Business Idea) শুরু করার সিদ্ধান্ত নেন। এরপর নারকেলের (Coconut) খোসা এবং মালা ব্যবহার করে নিজের ব্যবসা শুরু করেন মারিয়া। আজ সেই ব্যবসা (Business) করেই মাস গেলে ভালো টাকা আয় করছেন তিনি।

আরও পড়ুনঃ টাকা থাকলেও কেনা যাবে না সোনা! স্বর্ণ কেনা-বেচা করার সময় এই দুই জিনিস ভুলে গেলেই মহা বিপদ

কীভাবে শুরু করবেন এই ব্যবসা? (How To Start Coconut Waste Business)

নারকেল মালার ব্যবসা থেকে আপনি দু’ভাবে উপার্জন করতে পারেন। প্রথমত, নারকেল পেড়ে তা খাবার জন্য বিক্রি করে এবং দ্বিতীয়টি হল নারকেল খাওয়ার পর তার মালা এবং খোসা ফেলে না দিয়ে তা ব্যবসার কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে যারা গাছ থেকে নারকেল পাড়ার কাজ করেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে আপনি নারকেলের খোসা কিংবা মালা জোগাড় করতে পারেন।

আরও পড়ুনঃ সস্তায় জমি, বাড়ি কিনতে চান? দুর্দান্ত অফার আনল PNB, এই কাজ করলেই অর্ধেক দামে পাবেন সম্পত্তি

বাজারে এই ব্যবসার চাহিদা কেমন? (Coconut Shell Business Demand and Profit Calculation)

এখন প্রশ্ন হল, নারকেলের মালা এবং খোসা দিয়ে কী করতে হবে? তাহলে বলে রাখি, এগুলি দিয়ে বাটি তৈরি করে আপনি ব্যবসা করতে পারেন। কেরলের মারিয়া নারকেলের শাঁস বিক্রি করার পাশাপাশি নারকেল মালা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের বাটি বানিয়ে বিক্রি করা শুরু করেন। এগুলি যেমন দেখতে সুন্দর, তেমনই পরিবেশ বান্ধবও। কিন্তু এই ব্যবসা শুরু করার জন্য বিশেষ দক্ষতার দরকার। কিছু যন্ত্রপাতিও লাগবে। পাশাপাশি এই কাজ শিখতে হলে আপনাকে যেতে হতে পারে দক্ষিণ ভারতে। কারণ সেখানে এমন কারিগর রয়েছেন।

প্রসঙ্গত, নারকেল মালা ব্যবহার করে শুধু বাটি নয়, চায়ের কাপ, খাবারের পাত্র, ল্যাম্পশেড তৈরি করা যায়। সেগুলি বিক্রি করে আয় করতে পারেন মোটা টাকা। জানা গিয়েছে, বর্তমানে নারকেল মালা দিয়ে তৈরি একটি ছোট বাটি প্রায় ২৫০ টাকায় বিক্রি হয়। বড় বাটির দাম প্রায় ৯৫০-৯৬০ টাকা মতো। এই ব্যবসা শুরু করে আপনি মাস গেলে ১০,০০০-২০,০০০ টাকা অবধি আয় করতে পারেন।

Leave a Comment