হু হু করে দাম কমবে Apple থেকে Samsung, সমস্ত স্মার্ট ফোনের! বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ছাড়া এক মুহূর্ত চলে না। বিনোদনের পাশাপাশি অফিসের কাজের ক্ষেত্রেও এর দরকার হয়। যে কারণে স্মার্টফোনের দাম নিয়ে প্রতিনিয়ত চর্চা-আলোচনা চলতে থাকে। দেশবাসীর সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকেও নেওয়া হয় নানা সিদ্ধান্ত। কেন্দ্রের সিদ্ধান্তের কারণে কখনও স্মার্টফোনের দাম কমে যায়, কখনও আবার বেড়ে যায়। তবে বাজেট (Budget 2024) পেশের একদিন আগে স্মার্টফোন ইন্ডাস্ট্রি নিয়ে কেন্দ্রের তরফ থেকে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানি শুল্ক ৫% কম করার কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্লাস্টিক, ব্যাটারি কভার এবং মেটাল। আমদানি শুল্ক কমানোর কারণে তাই অনুমান করা হচ্ছে, স্মার্টফোনের মূল্যও (Smartphone Price) আগের চেয়ে কমতে চলেছে।

Smart Phone Prices in India Might decrease soon

স্মার্টফোন ইন্ডাস্ট্রি নিয়ে কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত!

আসলে স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে বহুদিন ধরেই কেন্দ্রের তরফ থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ (Made In India) প্রকল্পের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। ভারতে (India) যেমন আইফোনের (iPhone) চাহিদা ব্যাপক। কমবেশি প্রত্যেকে Apple –র ফোন ব্যবহার করতে চান। সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে এদেশে উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ গরমেও হাফ হবে কারেন্টের বিল! জনগণের জন্য দারুন প্রকল্প ঘোষণা সরকারের, এভাবে করুন আবেদন

সম্প্রতি যেমন স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে স্মার্টফোনের যন্ত্রাংশের ক্ষেত্রে ১৫% আমদানি শুল্ক দিতে হতো। তবে এখন তা কমিয়ে ১০% করে দেওয়া হয়েছে। সরাসরি শুল্ক কমানোর মানে হল স্মার্টফোনের মূল্যও কমতে চলেছে। চিন, ভিয়েতনাম, মেক্সিকো এবং থাইল্যান্ড ছাড়া ভারতে সর্বাধিক আমদানি শুল্ক আছে। যে কারণে এদেশে Apple –র ফোনের দাম অনেকটা বেশি। এসব কারণেই ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পেরও ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ মিলবে ATM কার্ড থেকে আকর্ষণীয় সুদ! এবার বাড়ি বসে মাত্র ৫ মিনিটেই খুলুন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

ল্যাপটপের দামও কমবে!

Samsung যেমন তাদের নয়ডার প্ল্যান্টে এবার ল্যাপটপ তৈরি করবে। অর্থাৎ এবার এই সংস্থার তরফ থেকে মেড ইন ইন্ডিয়া ল্যাপটপ বিক্রি করা হবে। এমনটাই চলতে থাকলে ভবিষ্যতে এদেশে স্মার্টফোন এবং ল্যাপটপের বাজার আরও বড় হবে। ফলে সুবিধা হবে আমজনতারও। স্যামসং যেহেতু এবার মেড ইন ইন্ডিয়া ল্যাপটপ বিক্রি করবে, সেই কারণে ল্যাপটপের দাম অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। এর আগে ডেলের তরফ থেকেও এদেশে একটি উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছিল।

Leave a Comment