Google Pay, PhonePe-র রাজত্ব শেষ! UPI-র নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

ডিজিটাল লেনদেনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইউপিআই (UPI) ব্যবহারকারীর সংখ্যা। ভারতবর্ষের প্রচুর মানুষ বর্তমানে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন (UPI Payment) করে থাকেন। খুব সহজেই মোবাইল নম্বর, কিউআর কোড স্ক্যান অথবা ইউপিআই আইডির মাধ্যমে এই পদ্ধতিতে ট্রানজাংশান করা যায়। কয়েক মিনিটের মধ্যেই এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় টাকা।

বর্তমানে গ্রাহকদের আকৃষ্ট করতে ইউপিআই অ্যাপগুলির (UPI App) তরফ থেকে নানান ধরণের অফার দেওয়া হচ্ছে। যে কারণে আরও বেশি সংখ্যক মানুষ সেই অ্যাপগুলির দিকে ঝুঁকছেন। তবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, এদেশে যতগুলি ইউপিআই অ্যাপ রয়েছে তার মধ্যে গুগল পে (Google Pay) এবং ফোন পে-র (PhonePe) ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।

after Paytm Phone Pe Google Pay is also under Central Governments Radar

গুগুল পে, ফোন পে-র একচ্ছত্র রাজত্ব শেষ!

জানা যাচ্ছে, গোটা দেশের প্রায় ৮০ শতাংশ ইউপিআই (UPI) ব্যবহারকারী গুগল পে কিংবা ফোন পে ব্যবহার করে থাকেন। এদিকে বিদেশি এই সংস্থাগুলির দাপটের জেরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে স্বদেশীয় নানান ইউপিআই অ্যাপগুলি। সেই কারণে এবার কেন্দ্র একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। যার দরুন এদেশে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গুগল পে (Google Pay), ফোন পে-র (PhonePe) মতো বিদেশি অ্যাপগুলির দাপট অনেকটা কমতে চলেছে বলে খবর।

আরও পড়ুনঃ সিলিন্ডার অতীত! এবার পাইপে করে সোজা বাড়ি আসবে গ্যাস, খরচ হবে কত?

এমনিতেই সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। যে কারণে এদেশের ইউপিআই বাজার ফের অনেকখানি ফাঁকা হয়ে গিয়েছে। এই ফাঁকা বাজারে আধিপত্য বিস্তারের জন্য উঠেপড়ে লেগেছে গুগল পে, ফোন পে-র মতো সংস্থা। তবে অনুমান করা হচ্ছে, এই ফাঁকা বাজার যদি উক্ত সংস্থাগুলি দখল করে নেয়, তাহলে তাদের আধিপত্য আরও বৃদ্ধি পাবে। সেই কারণে এবার কেন্দ্রের (Central Government) তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে।

UPI ব্যবহার নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র!

জানা যাচ্ছে, ভারতের ইউপিআই মার্কেটের (UPI Market) একটি বড় অংশ বিদেশি দুই সংস্থার দখলে থাকুক এটা কিছুতেই চাইছে না কেন্দ্রীয় সরকার। সেই কারণে তারা বিদেশি ফিনটেক সংস্থাগুলির দেশীয় বাজার ৩০ শতাংশে কমানোর পরিকল্পনা করছে বলে খবর। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে প্রত্যেক মাসে ইউপিআইয়ের মাধ্যমে গড়ে ১০ বিলিয়ন টাকার যে লেনদেন হয় তার বৃহৎ অংশ থাকবে এদেশের সংস্থাগুলির দখলে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার পাশাপাশি হবে মোটা আয়! দেখে নিন LIC এজেন্ট হওয়ার পদ্ধতি

মিডিয়া রিপোর্ট অনুসারে, এই প্রেক্ষিতে ইতিমধ্যেই সংসদীয় কমিটির তরফ থেকে কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে। যদি সত্যিই কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে শীঘ্রই লঞ্চ হতে চলা টাটা পে (TATA Pay), জিও পে-র (Jio Pay) মতো সংস্থাগুলির ভীষণ সুবিধা হবে। তারা ব্যবসার ভালো সুযোগ পাবে। পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আত্মনির্ভর ভারত গড়ার দিকে আরও একধাপ এগোনো যাবে।

Leave a Comment