ATM থেকে টাকা তোলার সময় করবেন না এই ভুল, খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

বর্তমান সময়ে টাকা তুলতে হলে অধিকাংশ মানুষই ব্যাঙ্কের পরিবর্তে এটিএমে (ATM) যান। এখান থেকে যেমন ২৪ ঘণ্টা টাকা তোলা যায়, তেমনই ব্যাঙ্কের মতো অত লাইনও দিতে হয় না। নগদ তোলার ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই এখন প্রথম পছন্দ হল এটিএম। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে প্রতারণার (Fraud) ফাঁস পাতছেন কিছু অসাধু মানুষ!

সাধারণ মানুষের এটিএম থেকে টাকা তোলার প্রবণতা যত বৃদ্ধি পাচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার (ATM Fraud) সংখ্যা! যে ফাঁদে পা দিলে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই কারণে দেশবাসীকে সচেতন করতে ভারতীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সিআরটি-ইনের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। এটিএম প্রতারণার হাত থেকে সাধারণ মানুষ কীভাবে রক্ষা পেতে পারেন তা উল্লেখ করা হয়েছে সেখানে।

ATM Money withdraw process

কীভাবে এটিএম প্রতারণার ফাঁদ পাতা হয়?

এটিএম প্রতারণার (ATM Fraud) হাত থেকে নিজেকে বাঁচাতে গেলে আগে জানা দরকার কীভাবে এটিএম প্রতারণা হয়ে থাকে। এক্ষেত্রে বলে রাখা দরকার, নানান ভাবে এটিএম প্রতারণা করা হয়, কিছু অসাধু ব্যক্তি নানান গোপন কৌশলে আপনার এটিএম পিন (ATM Pin) জানার চেষ্টা করে। অনেক সময় আবার এটিএম মেশিনে গোপন যন্ত্র বসিয়ে রাখা হয়। কিছু কিছু ক্ষেত্রে আবার মোবাইল ফোনে আসা ওটিপি (OTP) জানা এবং কেওয়াইসির (KYC) নামেও ধরণের এই ধরণের প্রতারণা করা হয়ে থাকে। এখন প্রশ্ন হল, কীভাবে এটিএম প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচানো যায়?

আরও পড়ুনঃ প্রতি পাড়ায় ATM, বাড়ির পাশের দোকান থেকেই তোলা যাবে ব্যাঙ্কের টাকা! আপনি জানেন তো?

প্রতারণার হাত থেকে বাঁচার উপায়!

এটিএম প্রতারণার (ATM Fraud) হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী-

  1. অচেনা-অজানা কোনও ব্যক্তির সঙ্গে কখনও নিজের এটিএম পিন শেয়ার করবেন না।
  2. নিজের মোবাইল নম্বর কিংবা জন্মতারিখ এটিএম পিন হিসেবে ব্যবহার করবেন না। এটা করে থাকলে দ্রুত পরিবর্তন করুন।
  3. এটিএম মেশিনে টাকা তোলার সময় পিন দেওয়ার সময় খেয়াল রাখবেন কোনও অপরিচিত ব্যক্তি আছেন কিনা। যদি থাকে তাহলে হাত দিয়ে ঢেকে পিন টাইপ করুন।
  4. সিসিটিভি আছে এমন এটিএম থেকে টাকা তুলুন। কারণ যে সকল এটিএমে সিসিটিভি নেই, সেখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি। সেই সকল এটিএমে প্রতারকেরা এটিএম মেশিনের মধ্যে যন্ত্র লাগিয়ে রাখতে পারে।
  5. এটিএম থেকে টাকা তোলার সময় দেখে নেবেন মেশিনে কোনও ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস বসানো আছে কিনা। যদি এমন সন্দেহজনক কিছু থাকে তাহলে সাবধান হয়ে যাবেন।
  6. এটিএম পিনের পাশাপাশি এটিএমের সিভিভি নম্বরও কারোর সঙ্গে শেয়ার করবেন না।
  7. কোনও থার্ড পার্টি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে নিজের এটিএম কার্ডের ইনফরমেশন দেবেন না।

আরও পড়ুনঃ মিলবে ATM কার্ড থেকে আকর্ষণীয় সুদ! এবার বাড়ি বসে মাত্র ৫ মিনিটেই খুলুন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

উপরিউক্ত টিপসগুলি মেনে চলার পাশাপাশি নিয়মিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করতে থাকবেন। অনিয়মিত কিছু চোখে পড়লে অবশ্যই নিজের ব্যাঙ্কে যোগাযোগ করবেন।

Leave a Comment