সোশ্যাল মিডিয়াই বানাবে লাখপতি! রইল ফেসবুক থেকে লাখ টাকা আয়ের ৫ পদ্ধতি

বর্তমানে ফেসবুক (Facebook) ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমবেশি সকলেরই অ্যাকাউন্ট রয়েছে। তবে আপনি কি জানেন, বিনোদন ছাড়া ফেসবুক থেকে আপনি মাস গেলে মোটা টাকা আয়ও (Facebook Earning Tips) করতে পারেন। কীভাবে? আজকের প্রতিবেদনে ফেসবুক থেকে টাকা উপার্জনের পাঁচটি দুর্দান্ত পদ্ধতির খোঁজ দেব আমরা।

ফেসবুক থেকে আয় করুন মোটা টাকা (Earn Money from Facebook)

বেশিরভাগ মানুষ ফেসবুক (Facebook) শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করেন। অনেকেই জানেন না, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মোটা টাকা আয়ও (Earning) করা যায়। আজ এমনই ৫টি কার্যকরী পদ্ধতির খোঁজ নিয়ে এসেছি আমরা। বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

5 Ways to Earn from Facebook

গ্রুপ তৈরি করে আয় (Earn from Facebook Group)

শিক্ষা, প্রযুক্তি, প্রকল্প সহ যে কোনও বিষয়ে আপনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করে যদি প্রচুর ফলোয়ার পান তাহলে এখান থেকে আপনি মোটা টাকা আয় করতে পারেন। ফেসবুক গ্রুপ তৈরি করে বহু মানুষ টাকা আয় করছেন।

পেজ তৈরি করে আয় (How to Earn with Facebook Page)

গ্রুপের পাশাপাশি ফেসবুক পেজ তৈরি করেও মোটা টাকা আয় করা যায়। এর জন্য যে কোনও একটি নির্দিষ্ট বিভাগে আপনাকে পেজ তৈরি করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেখানে সংশ্লিষ্ট সামগ্রী যুক্ত করতে হবে। নিজের পেজে যদি আপনি ১০-২০,০০০ মতো ফলোয়ার পেয়ে যান তাহলে সেখানে আপনি পণ্য প্রচারের পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবেন।

আরও পড়ুনঃ টাকা আপনার ডাবল করার দায়িত্ব ব্যাঙ্কের! এবছরের সেরা স্কিম লঞ্চ করল SBI, আপনি জানেন?

রিল তৈরি করে উপার্জন (Earn from Facebook Reel)

ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্র এখন রিলে ছয়লাপ। আপনি চাইলে ফেসবুকে রিল ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এই রিলগুলি বেশ দ্রুত ভাইরাল হয়। আপনার অ্যাকাউন্টে ৫০০০ ফলোয়ার এবং দিনে ৬০০০ মিনিট দেখার সময় যদি সম্পূর্ণ হয় তাহলে মনিটাইজেশন শুরু হয়ে যাবে এবং আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং থেকে আয় (Facebook Marketing)

কমবেশি সকলেই জানেন, অগুনতি মানুষ ফেসবুক ব্যবহার করেন। এখানে পণ্য বিক্রি করে আপনি কমিশন পেতে পারেন এবং এভাবে আয় করতে পারেন মোটা টাকা। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে Facebook Ads। এর দ্বারা যত দ্রুত সম্ভব মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে হবে।

আরও পড়ুনঃ জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার! কীভাবে চিনবেন ১০০-৫০০ টাকার আসল নোট? বলে দিল RBI

ফেসবুক ফ্রিল্যান্সিং থেকে আয় (Facebook Freelancing)

আপনি যদি কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, শ্যুটিং কিংবা গ্রাফিক ডিজাইনিংয়ের মতো কাজ জানেন, অথবা আপনার চেনা কোনও মানুষ যদি এই কাজগুলি জেনে থাকে তাহলে ফেসবুক পেজের দ্বারা আপনি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে কাজ জোগাড় করতে পারেন। এরপর সেই কাজ আপনি নিজে করে অথবা চেনাজানা মানুষকে দিয়ে করিয়ে কমিশন পেতে পারেন।

Leave a Comment