সাইলেন্ট করে হারিয়েছে ফোন? চোখের পলকেই পাবেন খুঁজে, রইল স্মার্টফোন খোঁজার নিনজা টেকনিক

বর্তমান সময়ে স্মার্টফোন (Smart Phone) আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বিনোদন নয়, কাজের ক্ষেত্রেও এখন আমাদের ফোন ছাড়া চলে না। কারণ এখন স্মার্টফোনের মধ্যে বহু জরুরি নথিপত্র ডিজিটালি সেভ করা থাকে। এমতাবস্থায় ফোন কোথাও রেখে ভুলে গেলে বেশ সমস্যা হয়। আর ফোন যদি সাইলেন্ট (Silent Smart Phone) থাকে তাহলে তা খুঁজে বের করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায়!

অনেক সময় সাইলেন্ট ফোন (Silent Smart Phone) খুঁজতে গিয়ে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। আপনিও যদি এমন কোনও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না। কারণ এই সমস্যা দূর করার জন্য চলে এসেছে একটি দারুণ প্রযুক্তি (Technology)। তা ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে আপনি নিজের সাইলেন্ট ফোন (Silent Smart Phone) খুঁজে পেয়ে যাবেন।

How to find Lost Mobile Phones Easily

সাইলেন্ট স্মার্টফোন কীভাবে খুঁজে বের করবেন? (How to Find Silent Smart Phone?)

সাইলেন্ট অবস্থায় ফোন রেখে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে তা কীভাবে খুঁজে বের করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. এখন প্রায় প্রত্যেকটি স্মার্টফোনে ‘Find My Device’ বলে একটি অপশন থাকে। ‘Settings’ অপশনে গিয়েই সেটি খুঁজে পাওয়া যায়। এর দ্বারা সাইলেন্ট অবস্থায় থাকা স্মার্টফোন খুব সহজেই খুঁজে বের করা যায়। তবে তার জন্য কয়েকটি জিনিস আগে থেকে করে রাখতে হয়।
  2. প্রথমে ‘Settings’ অপশনে যেতে হবে এবং স্মার্টফোনের ‘Current Status’ অন করতে হবে।
  3. ‘Find My Device’ অপশন অন করার জন্য আপনাকে ‘Settings’>‘Location’ অপশন খুঁজে বের করতে হবে।
  4. এবার সাইলেন্ট অবস্থায় থাকা স্মার্টফোন খোঁজার জন্য কম্পিউটার অথবা অন্য মোবাইল থেকে গুগল সার্চে যেতে হবে এবং সেখানে ‘Find My Device’ লিখতে হবে।
  5. যদি প্রথমবার এই পরিষেবা ব্যবহার করে থাকেন তাহলে গুগলের তরফ থেকে পাঠানো ‘Accept’ অপশনে ক্লিক করতে হবে।
  6. এবার যে কম্পিউটার কিংবা ফোনের মাধ্যমে নিজের হারিয়ে যাওয়া মোবাইলের খোঁজ করছেন, সেখানে আপনার ফোনের মডেল শো করবে।
  7. ফোনের মডেল যদি সঠিক হয়ে থাকে তাহলে তা সিলেক্ট করতে হবে। এরপর আপনি রিংয়ের অপশন পাবেন।
  8. রিংয়ের অপশনে ক্লিক করলেই আপনার সাইলেন্ট হয়ে থাকা স্মার্টফোন বাজতে শুরু করবে। এভাবে কয়েক মিনিটের মধ্যেই আপনি নিজের ফোন খুঁজে পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ মোবাইল ফোন থাকলেই হবে! বাড়ি বসে খুলুন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, দেখুন পদ্ধতি

Google Voice-এর সাহায্যেও খুঁজে পেতে পারেন নিজের ফোন! (Find Silent Smart Phone With Google Voice)

গুগল ভয়েসের দ্বারাও আপনি নিজের সাইলেন্ট স্মার্ট ফোনের অবস্থান খুঁজে বের করতে পারেন। তবে বর্তমানে এই পরিষেবা স্রেফ মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। গুগল ভয়েস প্রত্যেকটি ফোনকে একটি ভার্চুয়াল ফোন নম্বর দেয়। যা ফোন, মেসেজ, ভয়েস মেলের জন্য ব্যবহার করা যায়। যদি সাইলেন্ট অবস্থায় থাকা ফোন খুঁজে না পেয়ে থাকেন তাহলে গুগল ভয়েজ অন করতে হবে। প্লে স্টোরে এই অ্যাপ পেয়ে যাবেন। এরপর এর দ্বারা সহজেই অডিওবেল পদ্ধতিতে নিজের সাইলেন্ট স্মার্টফোন খুঁজে পেয়ে যাবেন।

Leave a Comment