টাকা থাকলেও কেনা যাবে না সোনা! স্বর্ণ কেনা-বেচা করার সময় এই দুই জিনিস ভুলে গেলেই মহা বিপদ

সোনার গয়নার (Gold Jewellery) প্রতি বাঙালির আকর্ষণ চিরন্তন। অবশ্য শুধু বাঙালি নয়, অধিকাংশ ভারতীয়ই সোনার গয়না কিনতে (Gold Buying Rules) এবং পড়তে পছন্দ করেন। সন্তানের বিয়েতে তাই আজও তাকে সোনার গয়নায় মুড়ে দিতে চায় কমবেশি প্রত্যেক বাবা-মা। মাঘ মাস পড়তে না পড়তেই বাংলায় আবার বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে। গয়নার দোকানগুলিতেও আবার ভিড় করতে শুরু করেছে পাত্র-পাত্রী পক্ষ। আপনারও যদি সোনার গয়না কেনার পরিকল্পনা থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

মূল্যবান ধাতু হিসেবে সোনার (Gold) গুরুত্বের কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। শুধু নিজেকে সাজানোর জন্য নয়, আপদকালীন পরিস্থিতিতেও কাজে আসে সোনার গয়না। এগুলি বিক্রি করে মেটানো যায় আর্থিক প্রয়োজন। তাই যত পুরনোই হোক না কেন, সোনার মূল্য এবং গুরুত্ব কিন্তু কমে না। তবে বর্তমানে সোনার গয়না কেনার নিয়ম-কানুনে কিন্তু আমূল বদল এসেছে। এখন শুধু টাকা থাকলেই সোনার গয়না কেনা যাবে না! বরং মানতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম (Gold Buying Rules)।

Documents to Keep with While Buying Gold

সোনার গয়না কিনতে হলে লাগবে এই দু’টি কাগজ!

জানা গিয়েছে, এখন সোনার গয়না কিনতে হলে আয়কর বিভাগের বেশ কয়েকটি জরুরি নিয়ম দেশবাসীকে মানতে হবে। নাহলে আয়কর বিভাগের (Income Tax Department) নোটিশ আসার পাশাপাশি দিতে হতে পারে বিপুল অঙ্কের জরিমানা! সেই নিয়মগুলি কী কী? জানার জন্য এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

আরও পড়ুনঃ বদলে গেল ন্যাশানাল পেনশন সিস্টেমে টাকা তোলার নিয়ম! সমস্যায় পড়ার আগে জেনে নিন

সোনার গয়না কেনার ক্ষেত্রে মানতে হবে এই নিয়ম! (Gold Buying Rules)

সোনার গয়না কেনার সময় ভারতীয় নাগরিকদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক।

  1. স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে ক্রেতার আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য প্রদান করা একপ্রকার এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে।
  2. প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ (Prevention of Money Laundering Act 2002) অনুসারে, এখন সোনার গয়না কিনতে হলে তা নগদ দিয়ে কিনতে হয়। কার্ড অথবা অন্যান্য কোনও উপায়ে সোনার দোকানে টাকা লেনদেন করা যায় না। এই নিয়মটি নিয়ে অবশ্য খানিকটা ধোঁয়াশা আছে। সেই কারণে আপনার যদি অনেক টাকার সোনার গয়না কেনার কোনও পরিকল্পনা থেকে থাকে তাহলে অবশ্যই আয়কর পরামর্শদাতার সঙ্গে একবার আলোচনা করে নিন।
  3. ১৯৬২ সালের আয়কর আইনের ১১৪বি ধারা অনুসারে, একদিনে কোনও ক্রেতা ২ লাখের বেশি মূল্যের স্বর্ণালঙ্কার কিনতে পারবেন না। যদি একান্তই তা কিনতে হয় সেক্ষেত্রে তাঁকে নিজের আধার কার্ড এবং প্যান কার্ডের নথি জমা করতে হবে।
  4. যদি কোনও ক্রেতা নগদে ১০ লাখ অথবা বা তার বেশি মূল্যের স্বর্ণালঙ্কার কেনেন, সেক্ষেত্রে তাঁকে নিজের আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য জমা করতে হবে। সেই নথি আবার বিক্রেতাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

আরও পড়ুনঃ ফাঁকি মারা বন্ধ, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে চালু হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স! বড় সিদ্ধান্ত সরকারের

সব মিলিয়ে, সোনার গয়না কেনার সময় অবশ্যই এই নিয়মগুলি মাথায় রাখার চেষ্টা করবেন। কারণ যদি এই নিয়মগুলি ভঙ্গ করেন তাহলে আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে! আয়কর বিভাগের ২৭১ডি ধারা অনুসারে, যত টাকার স্বর্ণালঙ্কার আপনি কিনবেন তত টাকা আপনাকে জরিমানা হিসেবে দিতে হবে।

Leave a Comment