ঘরে বসে রোজ আয় করুন ২০০০ টাকা, দারুণ সুযোগ নিয়ে এল Google Pay! দেখুন পদ্ধতি

বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পছন্দ করেন। এই পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। পাশাপাশি পাওয়া যায় ক্যাশব্যাক সহ নানান অফার। অনেকেই যেমন জানেন না, অনলাইনে টাকা পাঠানোর পাশাপাশি গুগল পে-র মাধ্যমে টাকা ইনকাম (Google Pay Earning Tricks) করাও সম্ভব! কীভাবে? আজকের প্রতিবেদনে সেই খোঁজ তুলে ধরলাম আমরা।

Google Pay-র মাধ্যমে বাড়ি বসে আয়! (Google Pay Earning Tricks)

গুগল পে (Google Pay) ব্যবহার করে বাড়ি বসে রোজ ৫০০-২০০০ টাকা অবধি আয় করা সম্ভব। দু’টি সহজ পদ্ধতি মেনে আপনি টাকা উপার্জন করতে পারবেন। প্রথমটি হল, গুগল পে অ্যাপ রেফারেন্স (Google Pay Reference) এবং দ্বিতীয়টি, গুগল পে ক্যাশব্যাক অফার (Cashback Offer)। অনেকে আছেন যারা এই দুই পদ্ধতি ব্যবহার করে টাকা উপার্জন করছেন। কীভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক।

Money earning tips through Google Pay

অ্যাপ রেফারেন্সের মাধ্যমে উপার্জন! (Google Pay Reference)

২০২৪ সালে আপনি যদি গুগল পে-র (Google Pay) নিজস্ব লিঙ্ক অন্য কোনও ব্যক্তির সঙ্গে শেয়ার করেন, তাহলে আপনি অ্যাপের অফার অনুসারে ১০১ টাকা পাবেন। কিছু কিছু সময় এই ক্যাশব্যাকের অঙ্কটা ২০১ টাকাও হয়। আপনি যে ব্যক্তির সঙ্গে নিজের গুগল পে-র নিজস্ব লিঙ্ক শেয়ার করেছেন, তিনি প্লে স্টোর থেকে গুগল পে ডাউনলোড করে লেনদেন করার পর আপনি এই ক্যাশব্যাক পাবেন।

আরও পড়ুনঃ ৫০০-১০০০ নয়, মাত্র ৪০ টাকায় দীঘায় হোটেল! দেরি না করে ঝটপট বুক করুন

যদি সেই ব্যক্তি লেনদেন না করেন, তাহলে আপনি ২০০ টাকা তাঁর সঙ্গে লেনদেন করতে পারেন। তাহলেও ক্যাশব্যাক মিলবে! এভাবে আপনি যদি পাঁচ জন ভিন্ন ব্যক্তির সঙ্গে গুগল পে অ্যাপ শেয়ার করেন, তাহলে ৫০০ থেকে ১০০০ টাকা মতো আয় করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ প্রতি পাড়ায় ATM, বাড়ির পাশের দোকান থেকেই তোলা যাবে ব্যাঙ্কের টাকা! আপনি জানেন তো?

ক্যাশব্যাকের মাধ্যমে আয়! (Google Pay Earning Through Cashback)

গুগল পে-তে নানান সময়ে ক্যাশব্যাকের নানান অফার দেওয়া হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা মোবাইল রিচার্জ থেকে শুরু করে গ্যাস বুকিং হয়ে কেবল টিভির টাকা দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, প্রায় সবকিছুই অনলাইনে করি। এছাড়া অনলাইন লেনদেন তো রয়েছেই। মাঝেমধ্যেই এই সকল কাজের জন্য গুগল পে-র তরফ থেকে ইউজারকে ক্যাশব্যাক দেওয়া হয়। এভাবে আপনি ক্যাশব্যাকের মাধ্যমেও টাকা উপার্জন করতে পারেন।

Leave a Comment