ব্যবসায়ীদের জন্য সুখবর, Paytm অতীত, দুর্দান্ত ফিচারের SoundPod লঞ্চ করলে Google Pay!

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এদেশে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন বেশিরভাগ মানুষ কেনাকাটার পর অনলাইনে পেমেন্ট করেন। এবার তাই ভারতের ছোট থেকে মাঝারি ব্যবসায়ীদের জন্য সাউন্ডপড (Google Pay SoundPod) রোল আউট করতে শুরু করলো গুগল। এটি একটি ওয়্যারলেস স্পিকার, যা কিনা ইউআইপিয়ের (UPI) মাধ্যমে হওয়া পেমেন্ট তৎক্ষণাৎ যাচাই করতে সক্ষম।

গত বছর সংস্থার তরফ থেকে সাউন্ডপডের (Google SoundPod) সীমিত ট্রায়াল করা হয়েছিল। বৃহস্পতিবার ঘোষণা করা হল, এবার এদেশের বাজারে সাউন্ডপড (SoundPod) রোল আউট করা শুরু করবে গুগল। উল্লেখ্য, গুগল পে-র দুই প্রতিদ্বন্দ্বী পেটিএম (Paytm) এবং ফোন পে (PhonePe) অনেকদিন আগেই একই ধরণের প্রোডাক্ট বাজারে লঞ্চ করেছে। এবার গুগল পে-ও (Google Pay) সেই তালিকায় নাম লেখাল।

Google Pay launching new features

সাউন্ডপড রোল আউট কবে শুরু হবে?

বৃহস্পতিবার Google VP of Products (গুগল পের জন্য) অম্বরীশ কেংঘে ঘোষণা করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের ছোট ব্যবসায়ীদের মধ্যে গুগল সাউন্ডপড (Google SoundPod) রোল আউট করা শুরু হবে। জানা যাচ্ছে, এক বছর ব্যাপী সাউন্ডপডের যে ট্রায়াল করা হয়েছিল, তাতে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এরপরেই দেশজুড়ে সাউন্ডপড (SoundPod) রোল আউটের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ মার্চেই শুরু Tata IPL, KKR ম্যাচের টিকিট কাটবেন কিভাবে? দেখুন দাম সহ অনলাইনে বুকিংয়ের পদ্ধতি

কী কী ফিচার আছে? (Google SoundPod Features)

গুগল সাউন্ডপড একটি ওয়্যারলেস স্পিকার। এলসিডি স্ক্রিন সহ এটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করতে সক্ষম। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, সাউন্ডপডে তিনটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। এগুলির মাধ্যমে ব্যাটারি, চার্জিং এবং ডিভাইসের কানেক্টিভিটি স্ট্যাটাস দেখানো হয়। সেই সঙ্গে মেনু, ভলিউম এবং পাওয়ার বাটনও রয়েছে।

 

অন্যদিকে পেটিএম ‘সাউন্ডবক্স’ ৪-১২ দিনের ব্যাটারি লাইফ এবং 2G ও 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। দু’টি মডেলে এলসিডি স্ক্রিন রয়েছে। আরেকটি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে মিউজিক প্লেব্যাক সাপোর্ট করে। অন্যদিকে ফোনপে স্মার্টস্পিকার সিঙ্গেল চার্জে ৪ দিন অবধি ব্যাটারি লাইফ অফার করে। সেই সঙ্গেই একাধিক ভাষা সাপোর্ট করে।

আরও পড়ুনঃ ঘরে বসে রোজ আয় করুন ২০০০ টাকা, দারুণ সুযোগ নিয়ে এল Google Pay! দেখুন পদ্ধতি

সাবস্ক্রিপশন কত? (Google Sound Pod Subscription Cost)

গুগল সাউন্ডপড কবে বাজারে আসবে সেই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই পেটিএম এবং ফোনপে-র একই ধরণের প্রোডাক্ট মার্কেটে রয়েছে এবং ব্যবসায়ীরা সেগুলি ব্যবহার করছে। এগুলির জন্য মাসিক ৫০-১২৫ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হয় তাঁদের।

গুগলের তরফ থেকে জানানো হয়েছে, সাউন্ডপড সাবস্ক্রিপশনের জন্য ব্যবসায়ীরা দু’টি অফার পাবে। ৪৯৯ টাকা ওয়ান টাইম ফি সেই সঙ্গে ১২৫ টাকার মাসিক সাবস্ক্রিপশন! কিংবা ১৪৯৯ টাকার বার্ষিক সাবস্ক্রিপশন। বার্ষিক সাবস্ক্রিপশন নিলে ব্যবসায়ীদের ওয়ান টাইম ফি দিতে হবে না। সেই সঙ্গেই জানানো হয়েছে, একটি মাসে কিউআর কোডের মাধ্যমে ৪০০টি পেমেন্ট এলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১২৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

Leave a Comment