একটি মোবাইল নাম্বারে কটা আধার কার্ড লিঙ্ক করা যায়? ফোন নং আপডেটের আগে অবশ্যই জেনে নিন

বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। প্রায় সব সরকারি কাজে এটি লাগে। মোবাইল ফোনের সিম তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, প্রায় সব ক্ষেত্রেই এখন দরকার হয় আধার কার্ডের। সেই সঙ্গে মোবাইল নম্বর (Mobile Number), প্যান কার্ড, এলপিজি কানেকশনের সঙ্গেও এখন আধার লিঙ্ক (Aadhaar Link) করাতে হয়।

এখন অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, বাড়িতে যদি মাত্র একটি মোবাইল ফোন থাকে এবং সদস্যসংখ্যা একাধিক হয় তাহলে সংশ্লিষ্ট নম্বরের সঙ্গে সর্বোচ্চ কতগুলি আধার কার্ড লিঙ্ক (Aadhaar Card Link) করা যাবে? আজকের প্রতিবেদনে এই উত্তরই নিয়ে এসেছি আমরা। একটি মোবাইল নম্বরের সঙ্গে সর্বাধিক কতগুলি আধার (Aadhaar Card) লিঙ্ক করা যায় তা ৯৯% মানুষই কিন্তু জানেন না।

আঁধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক : Aadhar Card Mobile Number Link

একটি মোবাইলের সঙ্গে সর্বোচ্চ কতগুলি আধার লিঙ্ক করা যায়? (Aadhaar Card Link with Mobile Number)

এদেশের সকল নাগরিকের ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত জরুরি পরিচয়পত্র। নানান সময়ে এটি পরিবর্তনের দরকার হতে পারে। সেক্ষেত্রে সাধারণত আধার কেন্দ্রে যেতে হয়। তবে আপনার মোবাইল নম্বরের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক (Mobile Number Aadhar Card Link) করা থাকে, তাহলে বাড়ি বসেই আপনি সেই কাজ করতে পারবেন। কিন্তু কারোর বাড়ি যদি একটি মোবাইল থাকে, সেক্ষেত্রে কী হবে?

আরও পড়ুনঃ গরিব পরিবার পিছু ২,০০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে? ঝটপট দেখে নিন

একটি মোবাইল নম্বরের সঙ্গে সর্বাধিক কতগুলি আধার কার্ড লিঙ্ক করা যায়, সেই জবাব দিয়েছে UIDAI। আধার তৈরির সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, একটি মোবাইল নম্বরের সঙ্গে এক নয়, বরং একাধিক আধার কার্ড লিঙ্ক করা যায়। এক্ষেত্রে কোনও প্রকার সীমাবদ্ধতা নেই।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি (How to Link Aadhaar with Mobile Number)

আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক না করা থাকে তাহলে তা কীভাবে করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. আপনাকে প্রথমে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
  2. আপনাকে একটি ফর্ম দেওয়া হবে।
  3. সেই ফর্ম পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
  5. ৫০ টাকা ফি দিতে হবে।
  6. আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসে এভাবে ২ মিনিটে হবে রেশন কার্ড সংশোধন! দেখুন পদ্ধতি

আবেদনপত্র এবং ফি জমা দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার আবেদন জমা নিয়ে নেওয়া হবে। এরপর আঁধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক সম্পূর্ণ হয়েছে কি না তার জন্য নিচে লিঙ্কটি ওপেন করে চেক করে নিতে পারেন।

আঁধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক চেকিং লিঙ্ক: Check Aadhar Mobile Link

Leave a Comment