মাত্র ৫০ টাকায় বাড়ি বসে পাবেন ATM এর মতো আধার কার্ড, এভাবে করুন আবেদন

ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (PVC Aadhaar Card)। মোবাইল নম্বর থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবকিছুর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা এখন একপ্রকার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এছাড়া সরকারি নানান প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যেও দরকার হয় এটি। এক কথায়, এখন প্রায় প্রত্যেক জরুরি কাজেই আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন হয়। এমতাবস্থায় যদি আধার কার্ড নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় তখন ভীষণ সমস্যায় পড়তে হয়।

তবে এবার এই সমস্যায় পড়লে আর চিন্তা করার কিছু নেই। কারণে এখন সহজেই এটিএম কার্ডের (ATM Card) মতো পলিভিনাইল ফ্লোরাইড কার্ড তথা PVC Aadhaar Card বানিয়ে নিতে পারে দেশবাসী। এখন অনেকে এই ধরণের কার্ড ব্যবহার করেন। কারণ একদিকে যেমন এই কার্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ কম, তেমনই এটি তৈরি করাও বেশ সহজ।

PVC Aadhar Card

পিভিসি আধার কার্ড (PVC Aadhaar Card)

বর্তমানে UIDAI তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে PVC Aadhaar Card ইস্যু করা হচ্ছে। ছুটোছুটি না করে স্রেফ বাড়ি বসেই এই উন্নত আধার কার্ড পাওয়া যায়। শুধু লাগবে ৫০ টাকা। কীভাবে আবেদন করতে হয় তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর ‘My Aadhaar’>’Order Aadhaar PVC Card’ অপশনে ক্লিক করতে হবে।
  3. ১২ সংখ্যার আধার নম্বর কিংবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি টাইপ করতে হবে।
  4. ক্যাপচা কোড দিতে ‘Send OTP’ লেখায় ক্লিক করতে হবে।
  5. আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি যথাযথ স্থানে বসিয়ে সাবমিট করতে হবে।
  6. এবার স্ক্রিনে পিভিসি আধার কার্ডের প্রিভিউ ফুটে উঠবে। সেখানে আবেদনকারীর আধার কার্ড সংক্রান্ত সকল তথ্য দেওয়া থাকবে।
  7. এরপর পেমেন্ট করতে হবে। ‘Pay Now’ লেখায় ক্লিক করে অনলাইনে ৫০ টাকা দিয়ে দিতে হবে।
  8. পেমেন্ট হওয়ার পরেই পিভিসি আধার কার্ডের আবেদন নেওয়া হবে।

আবেদন করার কয়েকদিন পর স্পিড পোস্টের মাধ্যমে গ্রাহকের বাড়িতে পিভিসি আধার কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৫-২০ দিন মতো সময় লাগতে পারে।

Uidai PVC aadhar Card Apply Online

PVC Aadhaar Card-এর সুবিধা (PVC Aadhaar Card Benefits)

UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, পিভিসি আধার কার্ডের একাধিক সুবিধা রয়েছে। তা নিম্নে তুলে ধরা হল।

  1. এই কার্ডের ল্যামিনেশন এবং প্রিন্টিং আগের কার্ডের চেয়ে অনেক ভালো। পাশাপাশি এটি দেখতে উজ্জ্বল, আকর্ষণীয় এবং দীর্ঘস্থায়ী।
  2. পিভিসি আধার কার্ডের বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
  3. এই আধার কার্ডের একাধিক ইউনিক সিকিউরিটি ফিচার আছে। এখানে ঘোস্ট ইমেজ, হলোগ্রাম, মাইক্রোটেক্সট ফিচার যোগ করা হয়েছে।
  4. QR Code-এর মাধ্যমে সঙ্গে সঙ্গে এই আধার কার্ডের সত্যতা যাচাই করে নেওয়া যাবে। এক্ষেত্রে প্রযুক্তিগত কোনও সমস্যা হবে না।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment