উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার পাশাপাশি হবে মোটা আয়! দেখে নিন LIC এজেন্ট হওয়ার পদ্ধতি

LIC Agent: চাকরি হোক বা ব্যবসা, বর্তমানে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা ব্যাপক। সেই জন্য বাড়ি বসে যদি কিছু টাকা উপার্জন করা যায় তাহলে সত্যিই মন্দ হয় না। আপনিও যদি চাকরি/ব্যবসার পাশাপাশি আয়ের (Earning Tips) আরও একটি বিকল্পের খোঁজে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ এমনই একটি আইডিয়া নিয়ে এসেছি আমরা।

এলআইসির (Life Insurance Corporation of India) কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। এদেশের একমাত্র সরকারি বিমা সংস্থা এটি। অগুনতি মানুষ এখানে নিজেদের টাকা বিনিয়োগ করেছেন। এখানে টাকা রাখলে তা যেমন একদিকে সুরক্ষিত থাকে, তেমনই মেয়াদ শেষে পাওয়া যায় ভালো রিটার্ন। আপনি চাইলে এলআইসির (LIC) মাধ্যমে মোটা টাকা আয় করতে পারেন।

এলআইসি নিবেশ প্লাস প্লানের সুবিধা : LIC Nivesh Plus Scheme

How to became LIC Agent

আজ আমরা এলআইসিতে (LIC) বিনিয়োগ করে নয়, বরং বিনিয়োগ করিয়ে আয়ের কথা বলবো। আপনি চাইলে একজন এজেন্ট (LIC Agent) হিসেবে এলআইসিতে যোগ দিতে পারেন। আপনি চাইলে এই কাজ যেমন ফুল টাইম হিসেবে করতে পারেন, তেমনই পার্ট টাইম হিসেবে পারেন। এলআইসি এজেন্ট হিসেবে আপনার কাছে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা আয়েরও সুযোগ আছে। আপনি বিমা করিয়ে এই অর্থ উপার্জন করতে পারেন।

কী কী যোগ্যতা দরকার (LIC Agent Eligibility)

এলআইসি এজেন্ট (LIC Agent) হওয়ার জন্য খুব বেশি শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। ইচ্ছুক প্রার্থী উচ্চমাধ্যমিক পাশ হলেই হবে। তবে এর জন্য তাঁকে IRDA-র পরীক্ষায় বসতে হবে। এছাড়া এজেন্ট হওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।

আরও পড়ুনঃ লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Becoming LIC Agent)

এলআইসি এজেন্ট হওয়ার জন্য কী কী নথি লাগবে চলুন দেখে নেওয়া যাক।

  1. জন্ম সার্টিফিকেট।
  2. আধার কার্ড।
  3. প্যান কার্ড।
  4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  5. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

আরও পড়ুনঃ কোথাও যেতে লাগবে না, নিজের পাড়ায় ব্যবসা করেই হবে লক্ষীলাভ! রইল ৪টি সেরা বিজনেজ আইডিয়া

প্রত্যেক মাসে কত টাকা আয় হবে?

এলআইসি এজেন্ট হিসেবে যুক্ত হলে ৩৫% অবধি কমিশন পাওয়া যায়। প্রত্যেক বছর এই কমিশনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সবচেয়ে বড় কথা হল, পলিসি বিক্রি হওয়া থেকে সেই পলিসি যতদিন চলবে ততদিন অবধি একজন এজেন্ট সেখান থেকে আয় করতে পারবে। প্রত্যেক সপ্তাহে যদি অন্তত ২টি অবধি পলিসি বিক্রি করেন তাহলে মাস গেলে প্রায় ৫০,০০০ টাকা আয় হবে। এর জন্য তাঁকে মাসে ২.৪ লাখ টাকা বিমা করাতে হবে।

Leave a Comment