মার্চেই শুরু Tata IPL, KKR ম্যাচের টিকিট কাটবেন কিভাবে? দেখুন দাম সহ অনলাইনে বুকিংয়ের পদ্ধতি

ক্রিকেট লাভারদের জন্য অন্যতম পছন্দের একটি টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। শুধুমাত্র ভারতে নয় বিশ্বের সর্বত্রই এই ফরম্যাটের ক্রিকেট লিগ যেমন জনপ্রিয় তেমনি লাভ জনক। মূলত রাউন্ড-রবিন ও নকআউট এর মত ফরম্যাটে টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর এবার জানা যাচ্ছে আগামী ২২শে মার্চ থেকে হশুরু হচ্ছে এবছরের আইপিএল (IPL 2024)। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছসিত ক্রিকেটপ্রেমীরা।

IPL 2024 Ticket Price

২০২৪ সালের আইপিএল (IPL) এর ঘোষণা হওয়ার পরেই টিকিটের (IPL Tickets) খোঁজ শুরু করে দিয়েছেন অনেকেই। যদিও অফিসিয়ালি কোনো দামের ব্যাপারে ঘোষণা করা হয়নি। তবে আসন স্টেডিয়াম, আসন সংখ্যা থেকে ম্যাচের জনপ্রিয়তা অনুযায়ী কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম হবে বলেই মনে করা হচ্ছে। মূলত আইপিএল টিকিটের তিনটি ক্যাটেগরি হয় যেগুলি হল – জেনারেল, প্রিমিয়াম ও কর্পোরেট। দামি টিকিটের মধ্যে স্ন্যাক্স ও পানীয় পাওয়া যায়।

আইপিএল ২০২৪, Tata IPL 2024

আরও পড়ুনঃ ঘরে বসে রোজ আয় করুন ২০০০ টাকা, দারুণ সুযোগ নিয়ে এল Google Pay! দেখুন পদ্ধতি

Buy IPL tickets Online

দেশের যেকোনো প্রান্ত থেকেই বাড়ি বসে আইপিএল ২০২৪ এর ম্যাচের টিকিট কেটে নেওয়া যেতে পারে। এর জন্য BCCI (Board of Control for Cricket in India) এর অফিসিয়াল ওয়েবসাইটের অনুমোদিত টিকিট সেলিং পার্টনার ওয়েবসাইটে যেতে হবে। বুক মাই শো, পেটিএম, ইনসাইডার ডট ইন এর মত সাইটে অনলাইনে টিকিট পাওয়া যাবে।

How to buy Online IPL Tickets?

  • প্রথমেই আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনুমোদিত যেকোনো একটি টিকিট বিক্রি প্ল্যাটফর্মে চলে যেতে হবে।
  • এরপর ওয়েবসাইটে আপনি যে ম্যাচের ও যে তারিখের টিকিট কাটতে চান সেটা বেছে নিন।
  • এবার আপনাকে ব্যক্তিগত কিছু তথ্য চাওয়া হবে, যেমন নাম মোবাইল নাম্বার ইত্যাদি। সেগুলো ফিলাপ করে সাবমিট করতে হবে।
  • তথ্য দেওয়ার পর পেমেন্ট অপশনে পছন্দমত বিকল্পের দ্বারা টিকিটের মূল্য প্রদান করলেই বুকিং নিশ্চিত হয়ে যাবে।
  • বুকিং হওয়ার পর এসএমএস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে টিকিট আপনার কাছে পৌঁছে যাবে। এটা আপনাকে ফোনে সেভ রাখতে হবে। চাইলে প্রিন্ট আউট করেও নিয়ে যেতে পারেন।

Leave a Comment