Paytm থেকেই আয় হবে মোটা টাকা! কিভাবে? দেখে নিন রোজগারের পদ্ধতি

কমবেশি আমরা প্রত্যেকেই এখন UPI ব্যবহার করি। Paytm, Google Pay, PhonePe-এর মতো অ্যাপ এখন প্রায় সকলের ফোনেই আছে। তবে এবার এসে গেল Paytm-এর মাধ্যমে পেমেন্ট করে আয় (Paytm Earning) করার দুর্দান্ত সুযোগ। কীভাবে? সেই পদ্ধতি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Paytm এমন একটি অ্যাপ যার মাধ্যমে পেমেন্ট করলে মাঝেমধ্যেই ক্যাশব্যাক (Paytm Cashback) পাওয়া যায়। এখন অবশ্য ক্যাশব্যাক দেওয়ার সেই পরিমাণ কিছুটা কমে গিয়েছে। যে কারণে বহু ইউজার এই অ্যাপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেকেই ভাবছেন, যখন ক্যাশব্যাক পাবো না, তখন Paytm ব্যবহার করে কী লাভ! তাই এবার গ্রাহকদের জন্য ক্যাশব্যাক সহ আরও বেশি আয়ের সুযোগ নিয়ে এল এই অ্যাপ।

পেটিএম থেকে কিভাবে টাকা যায় করবেন? Earn From Paytm

Earn Money By Using Paytm App

Paytm থেকে আয়ের জন্য আপনাকে Paytm Wallet-এ টাকা ভরানোর ওপর মূলত ফোকাস করতে হবে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ইলেকট্রিক বিল দেওয়া, মোবাইল রিচার্জ, EMI দেওয়ার মতো কাজগুলি করতে হবে। তাহলেই পেয়ে যেতে পারেন ক্যাশব্যাক (Cashback) পাওয়ার সুযোগ। অনেক সময় সরাসরি ক্যাশব্যাক না পেলেও ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যায়। আপনি শপিংয়ের সময় সেগুলিকে কাজে লাগিয়ে অতিরিক্ত ছাড় পেতে পারেন।

আরও পড়ুনঃ মাস গেলে লাখ টাকা আয়! হেভি ডিমান্ডের এই ব্যবসা শুরু করলে একমাসেই হবেন মালামাল

আপনি যদি Paytm-এর মাধ্যমে ইলেকট্রিক বিল দেওয়া, মোবাইল রিচার্জ করা, গ্যাস বুক করার মতো কাজগুলি করেন তাহলে আপনার কাছে প্রোমো কোড জেতা সহ বহু অফার আসবে। পরবর্তীকালে পেমেন্ট করার সময় এই প্রোমো কোডগুলি আপনি কাজে লাগাতে পারবেন। সেই সঙ্গেই পাবেন ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

পেটিএম থেকে টাকা আয়ের পদ্ধতি! (How to Earn With Paytm)

Paytm Wallet দিয়ে সকল পেমেন্টে পাবেন ক্যাশব্যাক। এর জন্য মাঝেমধ্যেই Paytm-এর তরফ থেকে নানান আকর্ষণীয় অফার দেওয়া হয়। এছাড়া গ্রাহকদের কাছে Paytm Wallet-এ টাকা অ্যাড করে ৩০০ টাকা অবধি ক্যাশব্যাক কিংবা ক্যাশব্যাক পয়েন্ট (Cashback Point) পাওয়ার সুযোগও থাকছে। Paytm Wallet-এ কীভাবে টাকা অ্যাড করার পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে Paytm অ্যাপে যেতে হবে।
  2. এরপর Home Page অপশনে ক্লিক করুন।
  3. সেখান থেকে Deals and Cashback>Wallet Offers লেখায় ক্লিক করুন।
  4. এখান থেকেই আপনি নিজের Paytm Wallet-এ ক্যাশ অ্যাড করতে পারবেন।

আরও পড়ুনঃ দেখলে হবে খরচা আছে! আবারও বাড়ছে TV চ্যানেলের দাম, নির্দেশিকা দেখেই মাথায় হাত আম জনতার

Paytm দিয়ে অনলাইন পেমেন্ট করে যে ক্যাশব্যাক পয়েন্ট পাবেন তা শপিং কিংবা ভাউচার কেনার জন্য ব্যবহার করতে পারেন। তাহলে পেতে পারেন অতিরিক্ত ছাড়। প্রসঙ্গত, ১১০০ ক্যাশব্যাক পয়েন্ট দিয়ে ১০ টাকার ভাউচার কিনতে পারবেন আপনি।

Leave a Comment