বাড়ি বসেই হাতে পাবেন PAN Card! আধার কার্ড দিয়ে কিভাবে করবেন আবেদন? দেখুন পদ্ধতি

প্রত্যেক ভারতীয় নাগরিকের বেশ কিছু নথিপত্র থাকা ভীষণ প্রয়োজন। ভোটার কার্ড, আধার কার্ডের (Aadhaar Card) পাশাপাশি প্যান কার্ডও (PAN Card) কিন্তু ভীষণ জরুরি। সরকারি-বেসরকারি সংস্থায় চাকরি থেকে শুরু করে ব্যাঙ্ক- সর্বত্র প্যান কার্ড কাজে লাগে। আপনার প্যান কার্ড আছে তো? যদি থাকে তাহলে তো খুব ভালো। আর না থাকলেও আর চিন্তা নেই। কারণ এখন আপনি বাড়ি বসেই প্যান কার্ডের জন্য আবেদন (Instant PAN Card Through Aadhaar Card) করতে পারবেন।

PAN Card তথা Permanent Account Number আয়কর দফতর (Income Tax Department) দ্বারা প্রদান করা একটি নথি। যার মাধ্যমে প্রত্যেক ভারতীয় নাগরিককে ১০ অক্ষরের ভিন্ন ভিন্ন আইডেন্টিটি নম্বর দেওয়া হয়। সরকারি-বেসরকারি বহু কাজে এই প্যান কার্ডের দরকার হয়। আগে এই প্যান কার্ড তৈরি করতে বেশ কয়েকদিন সময় লাগতো। তবে এখন বাড়ি বসেই আপনি প্যানের জন্য আবেদন (Instant PAN Apply) করতে পারেন। কীভাবে? তা জানার জন্য এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

How to Aply for Instant Pan Card with Aadhar

প্যান কার্ডের জন্য আবেদনের যোগ্যতা (Requirements for PAN Card Application)

প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু যোগ্যতামান পূরণ করতে হয়। নিম্নে সেগুলি তুলে ধরা হল।

  1. আবেদনকারীকে ভারতের একজন স্থায়ী নিবাসী তথা ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  3. আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড হতে হবে।
  4. আগে কোনও প্যান কার্ড থাকলে হবে না।

উল্লেখ্য, আবেদনকারীর আগের প্যান কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে এবং তিনি যদি নতুন কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে আউকর আইনের (১৯৬১) 272B(1) অনুযায়ী করদাতার ওপর জরিমানা আরোপ করা হবে।

আরও পড়ুনঃ ১৮ হওয়ার আগেই বাইক চালাচ্ছে ছেলে? এবার শাস্তি পাবে মা-বাবাও, জারি হল নতুন নিয়ম

অনলাইনে PAN Card-এর জন্য কীভাবে আবেদন করবেন? (How to Apply for Instant PAN with Aadhaar Card)

আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান কার্ড পাওয়ার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।

  1. প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।
  2. ‘Quick Links’ সেকশনে ক্লিক করুন।
  3. ‘Instant PAN Through Aadhaar’ লেখায় ক্লিক করুন।
  4. ‘Get New PAN’ অপশন নির্বাচন করুন। আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে।
  5. এই পেজে নিজের আধার নম্বর টাইপ করুন।
  6. ক্যাপচা কোড টাইপ করুন।
  7. ‘Generate Aadhaar OTP’ অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বর একটি ওটিপি আসবে।
  8. এবার এই ওটিপি টাইপ করুন। এরপর ‘Validate Aadhaar OTP and Continue’ অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  9. নিজের আধার ডিটেলস দিয়ে ‘Submit’ করে দিন।
  10. আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর আসবে। এই নম্বরের মাধ্যমে আপনি নিজের প্যান অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ দেখলে হবে খরচ আছে! আবারও বাড়ছে TV চ্যানেলের দাম, নির্দেশিকা দেখেই মাথায় হাত আম জনতার

ইনস্ট্যান্ট PAN-এর স্ট্যাটাস চেক/ডাউনলোডের পদ্ধতি (How to Check Status/Download Instant PAN)

আপনি যদি নিজের ইনস্ট্যান্ট PAN-এর স্ট্যাটাস চেক করতে অথবা ডাউনলোড করতে চান তাহলে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করুন।

  1. আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট খুলুন।
  2. ‘Quick Links’ সেকশনে ক্লিক করুন।
  3. ‘Instant PAN Through Aadhaar’ লেখায় ক্লিক করুন।
  4. এবার ‘Check Status/Download PAN’ অপশন নির্বাচন করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  5. নিজের আধার নম্বর এবং ক্যাপচা কোড টাইপ করুন। সাবমিট করে দিন।
  6. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি টাইপ করে সাবমিট করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  7. এখানে প্যান অ্যালটমেন্ট রিকোয়েস্টের স্ট্যাটাস চেক করতে পারবেন।
  8. আপনার প্যান অ্যালোকেশন যদি সফল হয় তাহলে ১০ মিনিটের মধ্যে PAN ডাউনলোডের একটি PDF লিঙ্ক জেনারেট হয়ে যাবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ইনকাম ট্যাক্স অফিসিয়াল ওয়েবসাইট

Leave a Comment