কাজ করে শেষ করতে পারবেন না! বাড়িতেই বানান আধার সেন্টার, রইল শুরু থেকে শেষ সমস্ত খুঁটিনাটি

বর্তমান সময়ে চাকরির বাজারের যা অবস্থা, তাতে ঘরে বসে উপার্জনের পথ খুঁজছেন অনেকেই। আজকের প্রতিবেদনে তাই বাড়ি বসে আয়ের একটি দুর্দান্ত উপায়ের খোঁজ নিয়ে এসেছি আমরা। আজ আমরা বাড়ি কিংবা দোকানে আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra) খোলা নিয়ে আলোচনা করবো। আধার কার্ড (Aadhaar Card) তৈরি এবং সংশোধন করে মাস গেলে আপনি আয় করতে পারেন ভালো টাকা। এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

How to start own Aadhar Card Centre Business

আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra) খুলতে গেলে আধার অপারেটিং সার্টিফিকেট থাকা বাধ্যতামুলক। এই সার্টিফিকেট পেয়ে গেলে আপনি আধার সেবা কেন্দ্রের সব রকম কাজ করতে পারবেন। এবার প্রশ্ন হল, কীভাবে পাওয়া যাবে এই শংসাপত্র? আধার অপারেটিং সার্টিফিকেট (Aadhaar Operating Certificate) পেতে গেলে আপনাকে NSE দ্বারা পরিচালিত ৬ মাসের একটি কোর্স করতে হবে।

Aadhar Biometric Update

সেই কোর্স সম্পূর্ণ হওয়ার পর আপনাকে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। বলে রাখি, এই পরীক্ষা আপনি অনলাইনে দিতে পারবেন। আপনার পরীক্ষার ফলাফল যদি খুব ভালো হয় তাহলে আপনি আধার সুপারভাইজারের পদও পেতে পারেন। সেই পদের গুরুত্ব সাধারণ অপারেটরের থেকে বেশি।

আবেদনের যোগ্যতা (Aadhaar Operating Certificate Application Eligibility)

আধার অপারেটিং সার্টিফিকেট পাওয়ার পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে তা দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী প্রার্থীর আধার কার্ড থাকতে হবে। সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড হতে হবে।
  2. আবেদনকারীর আধার কার্ডে নিজের ছবি ৩ মাসের মধ্যে আপডেটেড থাকতে হবে।
  3. আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  4. শিক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  5. কম্পিউটারের সাধারণ ধারণা থাকতে হবে।

আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই নামমাত্র সুদে পাবেন ব্যাঙ্ক লোন! দেখে নিন বাড়ি বসেই আবেদনের পদ্ধতি

ট্রেনিংয়ের জন্য আবেদন (How to Apply for Training)

আগেই বলা হয়েছে, UIDAI আধার অপারেটিং সার্টিফিকেট পাওয়ার আগে আপনাকে NSE দ্বারা পরিচালিত ৬ মাসের একটি কোর্স করতে হবে। সেই কোর্সের জন্য আপনাকে ভারত সরকারের স্কিল ইন্ডিয়া পোর্টালে যেতে হবে। সেখানে নিজের অ্যাকাউন্ট তৈরি করে নিকটবর্তী স্কিল ইন্ডিয়া ক্যাম্পে গিয়ে এই কোর্স করে নিতে হবে।

কী কী কাজ করতে পারবেন?

আধার সেবা কেন্দ্র খুললেই তো হল না, এখানে কী কী কাজ করতে পারবেন সেটা জেনে নেওয়াও জরুরি। আধার সেবা কেন্দ্রে আপনি আধার কার্ড তৈরি, আধার কার্ড সংশোধন, আধার কার্ডের ছবি বদল, আধার কার্ডের মোবাইল নম্বর বদল এবং শিশুদের আধার কার্ড বানাতে পারবেন।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার পাশাপাশি হবে মোটা আয়! দেখে নিন LIC এজেন্ট হওয়ার পদ্ধতি

এক্ষেত্রে বলে রাখি, আধার সেবা কেন্দ্র খোলার ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি বিষয় হল স্থান। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একটি জনবহুল স্থান পছন্দ করতে হবে। যেখানে লোকের ভিড় বেশি সেখানে ব্যবসা করলে আপনার আয় হওয়ার সম্ভাবনাও বাড়বে।

Leave a Comment