মোবাইল ফোন থাকলেই হবে! বাড়ি বসে খুলুন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, দেখুন পদ্ধতি

বর্তমানে পোস্ট অফিসের (Post Office) তরফ থেকে একাধিক দুর্দান্ত স্কিম চালু করা হয়েছে। যেখানে বিনিয়োগ করলে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই পাওয়া যায় দারুণ রিটার্ন। এমন অনেক মানুষ আছেন যারা পোস্ট অফিসের এই স্কিমগুলিতে (Post Office Scheme) টাকা বিনিয়োগ করতে চান। এবার তাঁরা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেই অ্যাকাউন্ট (Post Office Savings Account) খুলে ফেলতে পারেন।

অনেকে ভাবেন, পোস্ট অফিসে অ্যাকাউন্ট (Post Office Savings Account) খুলতে গেলে হয়তো একাধিকবার সেখানে যেতে হবে। তবে এমনটা কিন্তু নয়। কারণ স্মার্টফোনের এই যুগে মোবাইলের দ্বারাই পোস্ট অফিসে (Post Office) অ্যাকাউন্ট খুলে নেওয়া যায়। কীভাবে তা করতে হয়? কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন? তা জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Post Office Savings Account Opening Online

কারা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন? (Who Can Open Post Office Savings Account?)

পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন তা চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি! সমস্যায় পড়ার আগেই দেখে নিন নতুন নিয়ম

  1. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সিঙ্গেল এবং জয়েন্ট দু’ধরণের অ্যাকাউন্টই খুলতে পারবেন।
  2. নাবালক/নাবালিকারাও অ্যাকাউন্ট খুলতে পারবে। সেক্ষেত্রে তাঁদের অভিভাবককে সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে হবে।
  3. নাবালক/নাবালিকার বয়স যদি ১০ বছরের বেশি হয় তাহলে সে নিজের নামে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে।
  4. প্রতিবন্ধী অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রে তাঁর অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  5. জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি একজনের মৃত্যু হয় তাহলে দ্বিতীয়জনের নামে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে।

অনলাইনে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খোলার পদ্ধতি (How to Open Post Office Savings Account Online?)

হাতে থাকা মুঠোফোনের মাধ্যমেই এখন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। নিম্নে সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

আরও পড়ুনঃ মাসে ৫০০০ টাকা দিয়েই ২৬ লাখের রিটার্ন! পোস্ট অফিসের এই মালামাল স্কিমে সম্পর্কে জানেন?

  1. প্রথমে পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. Savings Account অপশনে ক্লিক করতে হবে।
  3. Apply Now লেখায় ক্লিক করে আবেদন করতে হবে। এবার আপনার স্ক্রিনে আবেদনপত্র আসবে।
  4. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  5. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  6. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে।
  7. অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর পোস্ট অফিসের তরফ থেকেই আপনাকে পাসবই এবং ATM Card পাঠিয়ে দেওয়া হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment