আধার কার্ড হারিয়ে গেছে? জেল অবধি হতে পারে আপনার! বাঁচতে হলে করুন এই কাজ

প্রত্যেক ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। এখন প্রায় সকল সরকারি কাজে এটি লাগে। সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা- সবকিছুর জন্য দরকার হয় আধার কার্ডের। তাই এটি হারিয়ে গেলে ভীষণ সমস্যা হয়। আর যদি কোনোভাবে ভুল হাতে পড়ে যায় তাহলে সেই সমস্যা আরও বাড়ে।

হারিয়ে যাওয়া আধার কার্ড (Aadhaar Card) অসাধু কোনও ব্যক্তির হাতে পড়লে তিনি সেটি ব্যবহার করে নানান অনৈতিক কাজ করতে পারেন। মোবাইল ও ইন্টারনেট সংযোগ পেতে, বায়োমেট্রিক ডেটা প্রতারণামূলক অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আধার কার্ড ব্যবহৃত হতে পারে। শুধু তাই নয়, আধার কার্ডের মাধ্যমে পরিচয় অবধি চুরি করা সম্ভব!

Aadhaar Card lock unlock process details

আধার কার্ড হারিয়ে গেলে কী করবেন?

আধার কার্ড হারিয়ে গেলে যাতে গ্রাহককে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্য UIDAI-এর তরফ থেকে আধার লক (Aadhaar Lock) এবং আনলক (Aadhaar Unlock) করার সুবিধা দেওয়া হচ্ছে। কোনও গ্রাহক যদি নিজের আধার কার্ড লক করে দেন, তাহলে প্রমাণীকরণ প্রক্রিয়ার জন্য সেটি ব্যবহার করা যাবে না। যার ফলে অসাধু ব্যক্তিদের সেই আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার থেকে আটকানো যাবে।

আরও পড়ুনঃ দুশ্চিন্তা থেকে মুক্তি, মোবাইল অ্যাপ দিয়ে ২ মিনিটেই হবে আধার আপডেট!

আধার কার্ড লক করার পদ্ধতি (How to Lock Aadhaar Card)

UIDAI ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড লক এবং আনলক করা যায়। কীভাবে করতে হয় সেই প্রক্রিয়া নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  2. ‘My Aadhaar’  ট্যাবে ক্লিক করতে হবে।
  3. আধার পরিষেবা বিভাগে যেতে হবে।
  4. আধার লক এবং আনলক অপশনে ক্লিক করুন।
  5. নিজের পুরো নাম, আধার নম্বর এবং পিন কোড টাইপ করতে হবে।
  6. এরপর OTP পাঠানোর অপশনে ক্লিক করতে হবে।
  7. প্রাপ্ত  OTP টাইপ করে সাবমিট করে দিন।

আরও পড়ুনঃ একটি মোবাইল নাম্বারে কটা আধার কার্ড লিঙ্ক করা যায়? ফোন নং আপডেটের আগে অবশ্যই জেনে নিন

আধার কার্ড লক যেভাবে করেছেন, সে একই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজের আধার কার্ড আনলকও করতে পারবেন।

Leave a Comment