এই ৫ টাকার নোট বেচে লাখপতি হতে পারেন আপনিও! কিভাবে? দেখে নিন বিক্রির পদ্ধতি

এমন অনেক মানুষ আছেন যাঁদের পুরনো দিনের নোট (Old Notes) কিংবা কয়েন জমাতে বেশ ভালোলাগে। এখনও অনেকে বেশ যত্ন করে এগুলি নিজের কাছে সঞ্চয় করে রেখেছেন। তবে আপনি কি জানেন, এই নোট কিংবা কয়েনগুলি বিক্রি (Old Note Selling) করে বদলে যেতে পারে আপনার ভাগ্য! এখন লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে এগুলি। আপনার কাছে যদি পুরনো দিনের ৫ টাকার নোট (Old 5 Rupees Note) থাকে এবং আপনি যদি সেগুলি বিক্রি করতে আগ্রহী হন, তাহলে আপনার কাছে এই প্রতিবেদনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

Old Note Selling at High Prices in India

বর্তমানে আন্তর্জাতিক বাজারে পুরনো ৫ টাকার নোট বেশ মোটা টাকায় বিক্রি (Old 5 Rupees Note Sell) হচ্ছে। সেই অঙ্কটা অনেক সময় লাখ টাকা গণ্ডিও টপকে যাচ্ছে। এমন কিছু সংস্থা আছে যারা অনলাইনে এমন পুরনো নোট অথবা কয়েন বিক্রি করেন। সেক্ষেত্রে বাড়ি বসেই আপনি আয় করতে পারবেন মোটা টাকা। তবে সব পুরনো ৫ টাকার নোট বিক্রি (Old Note Sell) করে কিন্তু আপনি লাখপতি হতে পারবেন না! সেক্ষেত্রে নোটের মধ্যে থাকতে হবে কিছু বিশেষত্ব।

Indian Man Schoked Money

আন্তর্জাতিক বাজারে ৫ টাকার যে নোটগুলি চড়া দামে বিক্রি (Old 5 Rupees Note Sell) হচ্ছে, তার মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে। সবার প্রথমে যেমন দেখতে হবে নোটের সিরিয়াল নম্বরে ৭৮৬ সংখ্যাটি রয়েছে কিনা। নোটের পিছনের দিকে কৃষক ট্র্যাক্টর চালাচ্ছেন সেই ছবিটিও থাকতে হবে। জানা যাচ্ছে, এই ধরণের ৫ টাকার ৩টি নোট ২১ লাখ টাকায় বিক্রি করতে পারেন আপনি।

আরও পড়ুনঃ মাত্র ২০০ টাকায় লাখপতি! ২৮ লাখ টাকা গ্যারেন্টীড রিটার্ন পেতে হলে ঝটপট দেখুন এই LIC প্ল্যান

পুরনো নোট বিক্রির পদ্ধতি (How to Sell Old Notes)

পুরনো নোট কেনাবেচা করে এমন বেশ কিছু অনলাইন সংস্থা রয়েছে। এমনই একটি সংস্থা হল ক্যুইকার (Quikr)। এক্ষেত্রে কীভাবে নোট বিক্রি করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে ক্যুইকার ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর নোটের দু’পিঠের পরিষ্কার ছবি তুলে আপলোড করতে হবে।
  3. সেই ছবি দেখে সংস্থার পক্ষ থেকে যদি যোগাযোগ করা হয় তাহলে সেই নোট বিক্রয়ের প্রক্রিয়া শুরু হবে।

Old 5 Rupee Notes Selling in High Prices

আরও পড়ুনঃ সরকারি ক্যুইজ জিতলেই পাবেন ৫ লাখ! সময় নষ্ট না করে এভাবে খেলুন Quiz

তবে এক্ষেত্রে মনে রাখবেন, নোট বিক্রির আগে যদি কোনও প্রকার অর্থ চাওয়া হয় তাহলে আগে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। নাহলে প্রতারণার শিকার হতে পারেন। এছাড়া RBI তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই ধরণের পুরনো নোট কেনাবেচা করে না। তাই কেউ যদি এই ধরণের কথা বলে তাহলে বিশ্বাস করবেন না। সব মিলিয়ে, সর্বদা সতর্ক হয়ে পুরনো নোট অথবা কয়েন বিক্রি করবেন।

Leave a Comment