ট্যাক্স বাঁচিয়ে মিলবে পুণ্য! কিভাবে? ইনকাম ট্যাক্সের এই টিপস না জানলে এখুনি দেখে নিন

দান করে পুণ্য সঞ্চয় করা যায় একথা কমবেশি আমরা প্রত্যেকেই শুনেছি। তবে আপনি কি জানেন, দান- ধ্যানের মাধ্যমে পুণ্যের পাশাপাশি আয়করও (Income Tax) বাঁচাতে পারেন। Income Tax Exemption on Donation Under 80G নিয়মের আওতায় ইনকাম ট্যাক্স বাঁচাতে পারেন আপনি। এই ধারার অধীন দানের ওপর কর ছাড় প্রদান করা হয়। একেবারে ১০০% অবধি ছাড়ও পেতে পারেনি আপনি। যে কোনও ভারতীয় নাগরিক এই ছাড় পেতে পারেন। তাঁকে শুধু দানের একটি প্রমাণপত্র নিজের সঙ্গে রাখতে হবে।

Income Tax Exemption on Donation Under 80G

ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য বহু মানুষ আয়কর ধারার (Income Tax Rules) অধীন নানান ‘ফাঁকফোঁকর’ খুঁজতে থাকে। তবে অনেকেই জানেন না, দান-ধ্যানের (Donation) মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানো যায়। পুণ্য সঞ্চয় এবং আয়কর বাঁচানো দু’টি কাজই একসঙ্গে হয়ে যায়। এদেশে এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে দান করে থাকেন। কখনও দুর্যোগের সময়, কখনও মন্দিরে, কখনও আবার দাতব্য সংস্থায় দান করে থাকেন অনেকে। তবে বিশেষ নিয়ম মেনে চললে এর মাধ্যমেই বাঁচানো যায় আয়কর। চলুন এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।

Save Income Tax with Donation

ভারতে আয়কর বাঁচানোর নিয়ম (Income Tax Exemption Rule in India)

সদ্য পেশ হওয়া অন্তর্বর্তীকালীন বাজেটে (Union Budget 2024) কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আয়কর নিয়ম একই থাকছে। অর্থাৎ আগের নিয়মে যেমন ৭ লাখ টাকার বেশি বেতনের জন্য ইনকাম ট্যাক্স দিতে হতো, এখনও তাই হবে। এক্ষেত্রে যাঁদের বেতন ৭ লাখ টাকার বেশি তাঁরা আয়কর নিয়ে মাঝেমধ্যেই চিন্তাভাবনা করেন।

আয়কর কত আসবে? মোটা টাকা কর (Income Tax) দিতে হবে নাকি? মাথার মধ্যে এমন নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তবে বহু মানুষ আজও জানেন না, অল্প কিছু দানের মাধ্যমেই ইনকাম ট্যাক্সের বোঝা কমানো সম্ভব। তবে আয়কর আইনের এই ধারায় আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট ধরণে নথিপত্র তৈরি রাখতে হয় এবং ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়ার জন্য সেই সকল ডকুমেন্ট আপলোড করতে হয়।

আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই নামমাত্র সুদে পাবেন ব্যাঙ্ক লোন! দেখে নিন বাড়ি বসেই আবেদনের পদ্ধতি

Income Tax Exemption on Donation 80G Rule

ইনকাম ট্যাক্সের 80G ধারা অনুসারে, কোনও ব্যক্তি যদি প্রাকৃতিক বিপর্যয় অথবা দাতব্য সংস্থার জন্য সরকারি তহবিল কিংবা অন্য কোনও সংস্থায় দান করে থাকেন তাহলে নির্দিষ্ট হিসেব অনুসারে তিনি ইনকাম ট্যাক্সে ছাড় পান। অর্থের পাশাপাশি খাবার, পোশাক সব কিছুর ক্ষেত্রে এই ছাড় প্রদান করা হয়ে থাকে। আর্থিক দানের ক্ষেত্রে বলা হলে, কমপক্ষে ২০০০ টাকা দান করা হলে এই সুবিধা মেলে।

কারা ছাড় পাওয়ার যোগ্য?

  1. কারা আয়কর ছাড় পাওয়ার যোগ্য চলুন ঝটপট দেখে নেওয়া যাক।
  2. যে কোনও ব্যক্তি, কোম্পানি কিংবা অবিভক্ত হিন্দু পরিবার এই আয়কর ছাড় দাবি করতে পারেন।
  3. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই বেতনভুক কর্মচারী হতে হবে।
  4. যে প্রতিষ্ঠানে দান করা হয়েছে তার প্রমাণপত্র তথা রশিদ থাকতে হবে। সেই রশিদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম, প্যান নম্বর, ঠিকানা, সংস্থা নথিভুক্তির নম্বর থাকতে হবে। যার কাছে এই নথি থাকবে না তাঁরা কর ছাড়ের জন্য আবেদন করতে পারবেন না।

আরও পড়ুনঃ ৫ মিনিটে ১ লাখ দেবে SBI! গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ বাজার কাঁপানো অফার আনল স্টেট ব্যাঙ্ক

কত টাকা অবধি ছাড় দেওয়া হবে?

  1. প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে তহবিল তৈরি করা হয়, সেই সকল ক্ষেত্রে সীমিত সময়ের জন্য ১০০% কর ছাড় মেলে।
  2. যদি কোনও ব্যক্তি জাতীয় ক্রীড়া তহবিল, জাতীয় শিশু তহবিলের মতো নির্দিষ্ট তহবিলে দান করেন তাহলে ১০০% অবধি ছাড় মিলবে।
  3. প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টে দান করলে ৫০% কর ছাড় মেলে।
  4. সদ্য প্রতিষ্ঠিত অযোধ্যা রাম মন্দিরে যদি দান করা হয় তাহলে উপরে উল্লিখিত আয়কর ধারা অনুসারে ছাড় পাওয়া যায়।

আবেদনের পদ্ধতি

উপরিউক্ত ইনকাম ট্যাক্স ধারা অনুযায়ী কর ছাড়ের জন্য অনলাইনে আবেদন করা যায়। এই জন্য আপনাকে ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটে ফর্ম রয়েছে। আপনি যদি দানের মাধ্যমে আয়কর বাঁচাতে চাইলে আপনাকে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে। কারণ নির্দিষ্ট সময় অন্তর আয়কর ছাড়ের শর্তে বদল আসতে থাকে।

Leave a Comment