১২ লাখেও দিতে হবে না ইনকাম ট্যাক্স! কীভাবে হবে চমৎকার? রইল চমকে দেওয়া Tax Saving টিপস

আয় যত বেশি, আয়করের (Income Tax) পরিমাণও তত বেশি! ইনকাম ট্যাক্স নিয়ে বহু মানুষের মনে একটা ভয় কাজ করে। বর্তমান নিয়মানুসারে, মাসিক আয় নূন্যতম ৫ লাখ টাকা থেকে আয়কর দিতে হয় ভারতীয় নাগরিকদের। তবে আজ আইনিভাবে বৈধ একটি উপায়ের খোঁজ নিয়ে এসেছি আমরা যার দ্বারা আপনি বাঁচাতে পারবেন আয়কর (Income Tax Saving)! সর্বাধিক ১২ লাখ টাকা মাসিক আয় হলেও আপনাকে দিতে হবে না ইনকাম ট্যাক্স!

কমবেশি আমরা প্রত্যেকেই জানি, একজন ব্যক্তির আয় যত বেশি হবে তাঁর আয়করের (Income Tax) পরিমাণটাও তত বেশি হবে। তবে এবার এই কর থেকে সহজেই মুক্তি (Income Tax Saving) পেতে পারেন! সর্বাধিক ১২ লাখ টাকা মাসিক আয় করেও কীভাবে আয়কর থেকে মুক্তি পাওয়া যেতে পারে? এই বিশদে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Income Tax Saving Tips

আয়কর বাঁচানোর উপায়! (Income Tax Saving Tips)

আগামী ১ ফেব্রুয়ারি বাজেট (Union Budget) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে সরকারি, বেসরকারি প্রায় সকল অফিসের HR Department-এর তরফ থেকে কর্মচারীদের আয়কর (Income Tax) সম্পর্কিত বিনিয়োগের প্রমাণ দেওয়া প্রসঙ্গে ইমেল পাঠানো শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় কর বাঁচানোর (Income Tax Saving) একটি সহজ এবং বৈধ উপায় আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।

আরও পড়ুনঃ নিয়ম না মানলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা! কোচিং সেন্টার নিয়ে ৫ নিয়ম জারি করল কেন্দ্র

ইনকাম ট্যাক্স বাঁচানোর পদ্ধতি (How to Save Income Tax)

১২ লাখ টাকা মাসিক বেতন হলেও আপনি ইনকাম ট্যাক্স থেকে ছাড় (Income Tax Saving) পেতে পারেন। কয়েকটি সরকারি নিয়ম অনুসারেই করতে পারেন এই কাজ। কীভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক।

১২ লাখ টাকা মাইনে হলে

  1. ধারা ১৬-এর আওতায় ৫০,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন।
  2. 10 (13A) ধারার অধীনে হাউস রেন্ট অ্যালাওয়েন্স হিসেবে ৩.৬০ লাখ টাকা।
  3. পেশাদার কর থেকে ছাড় মেলে ২৫০০ টাকা।
  4. ১০ (৫) ধারার আওতায় LTA ১০,০০০ টাকা।
  5. 80 CCD ধারার আওতায় টায়ার-১ এর অধীনে ন্যাশানাল পেনশন স্কিমে ৫০,০০০ টাকা।
  6. 80C ধারার অধীনে (পিএফ, এলআইসি, পিপিএফ, শিশুদের টিউশন ফি) মিলিয়ে ১.৫০ লাখ টাকা।
  7. মা-বাবার জন্য স্বাস্থ্য নীতিতে মেলে ৫০,০০০ টাকা ছাড়।
  8. নিজের, স্ত্রীয়ের ও 80D ধারার অধীন কম বয়সী শিশুদের স্বাস্থ্য বিমার ক্ষেত্রে ২৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ এক টাকাও লাগবে না, ছেলেদের ফ্রীতে স্মার্টফোন দেবে সরকার! ঝটপট করুন আবেদন

আয়কর বাঁচানোর জন্য কীভাবে আবেদন করবেন? (How to Apply for Income Tax Saving)

এখন প্রশ্ন উঠতেই পারে, আয়কর বাঁচানোর জন্য কীভাবে আবেদন করতে হবে? এক্ষেত্রে আপনাকে প্রথমে নিজের অফিসের HR Department –এর কাছে গিয়ে বান্ধব পদ্ধতিতে বেতন কাঠামো তৈরির কথা বলতে হবে। বেতন কাঠামো তৈরির সময় উপরে যে ক্ষেত্রগুলিতে ছাড় পাওয়ার কথা বলা হয়েছে সেগুলি উল্লেখ করতে হবে।

আপনি যদি উল্লিখিত প্রত্যেকটি বিষয় যোগ করেন তাহলে আপনার করযোগ্য বেতন দাঁড়াবে ৭,৭১,৫০০ টাকা। সকল ছাড় যোগ করলে করযোগ্য আয় এসে দাঁড়াবে মাত্র ৪,৯৬,৫০০ টাকায়। বর্তমান আয়কর নিয়মানুসারে, ৫ লাখ টাকা বেতন অবধি কর দিতে হয় না। তাই আপনাকে কোনও প্রকাশ কর দিতে হবে না।

কিন্তু আপনার অফিসের HR Department যদি বিষয়টি না মানতে চায়, সেক্ষেত্রে উপরিউক্ত ১, ৪, ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পয়েন্টগুলিকে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে যদি গৃহঋণ হিসেবে ২ লাখ টাকা এবং মাসিক হাউস রেন্ট অ্যালাওয়েন্স রূপে ১.৭০ লাখ টাকা দেখানো হয় তাহলেও আপনার করযোগ্য আয় ৫ লাখের কম হয়ে যাবে এবং আপনাকে আয়কর দিতে হবে না।

Leave a Comment