আরও সহজ বিদেশ ভ্রমণ! ভারতীয় পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়া ঘুরতে যেতে পারেন এই দেশগুলিতে

বিশ্বদরবারে ভারতের অবস্থান যত উন্নত হচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে এদেশের পাসপোর্টের (Indian Passport) শক্তি। ফলে ভিসা (Visa) ছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশে যেতে পারবেন ভারতীয় নাগরিকরা (Indian Citizen)। সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্সের তরফ থেকে কোন দেশের পাসপোর্ট কতখানি শক্তিশালী তা নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে ভারতের পাসপোর্ট।

হেনলি পাসপোর্ট ইনডেক্স কর্তৃক প্রকাশিত সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, ৮০তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্টের (Indian Passport) নাম। যুগ্মভাবে উজবেকিস্তানের সঙ্গে এই স্থানে রয়েছে এদেশের পাসপোর্ট। বেশ কয়েক ধাপ উপরে উঠে বিশ্বের সর্বাধিক শক্তিশালী পাসপোর্টের শিরোপা আদায় করে নিয়েছে ফ্রান্স। একইসঙ্গে প্রথম স্থানে রয়েছে স্পেন, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর এবং জাপানের নাম।

Singapore Lion Statue Tourist Spot

Visa Free Country for Indian Passport Holders

ভারতীয় পাসপোর্ট থাকলে এই মুহূর্তে বিশ্বের ৬২টি দেশে যাওয়া যাবে। যে কারণে চাকরিজীবী এবং পড়ুয়াদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ভিসা ছাড়া ভারতীয় নাগরিকরা যে দেশগুলোয় যেতে পারবেন সেগুলি প্রাকৃতিক সৌন্দর্য হৃদয়হরণ করে নেওয়ার জন্য যথেষ্ট। চলুন দেখে নেওয়া যাক সেই দেশগুলির নাম।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য সুখবর, ১২০০০ টাকা দেবে কেন্দ্র সরকার! দেখে নিন কারা পাবেন

কম্বোডিয়া (Combodia)

ভারতীয় নাগরিকরা কম্বোডিয়ায় গেলে ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন। অর্থাৎ এদেশে বসে ভিসার অপেক্ষা না করে প্লেনে চেপে সোজা সেদেশে চলে যান এবং বিমানবন্দর থেকেই নির্দিষ্ট মেয়াদের ভিসা করিয়ে নিন। এদেশে ভিসা অন অ্যারাইভালের জন্য ভারতীয় পর্যটকদের জনপ্রতি ২,৩১৬ টাকা লাগবে। এছাড়া এই সুবিধা পেতে হলে পাসপোর্ট, ছবি, ফেরার বিমানের টিকিট, হোটেলের বুকিং সহ বেশ কিছু তথ্য দেখাতে হবে। প্রসঙ্গত, এদেশে ভারতের নাগরিকদের জন্য ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।

থাইল্যান্ড (Thailand)

কম্বোডিয়ার মতো থাইল্যান্ডেও ভারতীয় নাগরিকদের ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। এর জন্য এয়ারপোর্টে নেমে ফর্ম ফিলাপ করে ১,৮৩৪ টাকা নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে। তাহলেই আপনি থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন।

শ্রীলঙ্কা (Shreelanka)

ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় অন অ্যারাইভাল ভিসার খরচ ভীষণ কম। এখানেও ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন এদেশের নাগরিকরা। খরচ ১,৬৫৫ টাকা। এক্ষেত্রেও পাসপোর্ট, ছবি, ফেরার বিমানের টিকিট দেখাতে হবে।

আরও পড়ুনঃ আত্মনির্ভর হবে সকল মহিলা, প্রতিমাসে পাবে লক্ষ টাকা! ধামাকা স্কিম ঘোষণা করল ভারত সরকার

ইন্দোনেশিয়া (Indonesia)

বাকি দেশগুলির মতো ইন্দোনেশিয়াতেও ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাবেন ভারতীয় পর্যটকরা। এর জন্য এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। সাথে জমা দিতে হবে ২,৩১৬ টাকা, তাহলেই কিছুক্ষণের মধ্যে ভিসা পেয়ে যাবেন।

এছাড়াও এই তালিকায় আরও যে যে দেশের নাম আছে তা হল-

  • মরিশাস
  • ভুটান
  • নেপাল
  • সার্বিয়া
  • হংকং
  • কাতার
  • ম্যাকাও
  • কেনিয়া
  • উগান্ডা
  • জিম্বাবোয়ে
  • ডমিনিকা
  • বারবাডোজ ইত্যাদি।

আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান যত উন্নত হচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে এদেশের পাসপোর্ট। ফলে ভিসা ছাড়া সহজেই বিশ্বের মোট ৬২টি দেশে যেতে পারবেন ভারতীয় নাগরিকরা। অনেক সময় দেখা যায়, বিদেশে যেতে হলে ভিসার জন্য আবেদন করতে গিয়েই প্রচুর সময় কেটে যায়। এই দেশগুলিতে যেতে হলে সেই সমস্যা দেখা দেবে না।

Leave a Comment