রেলের সাথে ব্যবসা করে মালামাল হতে চান? ৮০,০০০ পর্যন্ত আয় করতে চাইলে আজই আবেদন করুন

বর্তমান সময়ে চাকরি জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে বহু মানুষ। সেখান থেকে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ ব্যবসা (Business Idea) কিংবা বিকল্প কর্মসংস্থানের খোঁজ করছেন। আপনিও যদি এমন কোনও কিছুর পরিকল্পনা করে থাকেন, তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। ভারতীয় রেলের সঙ্গে ব্যবসা করে প্রত্যেক মাসে কীভাবে মোটা টাকা আয় করা যায় সেই খোঁজ আজ নিয়ে এসেছি আমরা। এই ব্যবসা করে আপনি যেমন উপার্জন করার পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যও করতে পারবেন।

Work with Indian Railway and IRCTC

আপনার শিক্ষাগত যোগ্যতা কি এইট পাশ? নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এবার ভারতীয় রেল (Indian Railway) আপনাকে সেই সুযোগ দিচ্ছে। এই ব্যবসা করে আপনি মাস গেলে ৮০,০০০ টাকা অবধি আয় করতে পারবেন। সবচেয়ে বড় কথা হল, সারাদিকে মাত্র কিছুক্ষণ করে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। সহজ কথায়, আপনি যত বেশি পরিশ্রম করবেন, ততবেশি আয় হবে আপনার।

রেলের সাথে ব্যবসা করে আয়ের সুযোগ, How to Earn by doing business with indian railway

ভারতীয় রেলওয়ে ফ্র্যাঞ্চাইজি স্কিম ব্যবসার আইডিয়া (Indian Railway Franchise Scheme Business Idea)

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন তথা IRCTC-র তরফ থেকে শুরু করা একটি দুর্দান্ত স্কিম হল এই রেলওয়ে ফ্র্যাঞ্চাইজি আইডিয়া (IRCTC Franchise Business)। রেলস্টেশনের টিকিট কাউন্টারে যেমন টিকিট কাটা হয়, তেমনই এক্ষেত্রে আপনার কাজ হবে লোকের টিকিট কেটে দেওয়া। এর মাধ্যমে একদিকে যেমন রেল বিভাগে কর্মরত মানুষদের কাজের চাপ কমবে, তেমনই দেশের অগুনতি বেকার চাকরিপ্রার্থীরা কাজের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়াই বানাবে লাখপতি! রইল ফেসবুক থেকে লাখ টাকা আয়ের ৫ পদ্ধতি

তবে রেলওয়ে ফ্র্যাঞ্চাইজির (IRCTC Franchise)ক্ষেত্রে আপনাকে কিছু টাকা বিনিয়োগ করতে হবে। আপনি যদি এক বছরের জন্য রেলের ফ্র্যাঞ্চাইজি নিতে চান তাহলে আপনাকে এককালীন ৩৯৯৯ টাকা এবং দু’বছরের জন্য নিতে চাইলে ৫৯৯৯ টাকার সিকিউরিটি ডিপোজিট রেলের (Indian Railway) কাছে জমা দিতে হবে। অন্য কোনও কাজে যুক্ত হয়ে যাওয়ার কারণে আপনি যদি এই কাজ বন্ধ করতে বাধ্য হন তাহলে আপনাকে সিকিউরিটি ডিপোজিটের টাকা পোস্ট অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে।

ব্যবসার যোগ্যতা (IRCTC Franchise Scheme Eligibility)

IRCTC ফ্র্যাঞ্চাইজি স্কিমের ক্ষেত্রে কী কী যোগ্যতা দরকার তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারী প্রার্থীর বৈধ GSTIN নম্বর এবং মোবাইল নম্বর থাকতে হবে।
  2. অনলাইন টিকিট বুক করার জন্য নেট ব্যাঙ্কিং থাকতে হবে।
  3. ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  4. ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে।

আরও পড়ুনঃ শিশুরাই ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে সরকার! বড় ঘোষণা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আবেদনের পদ্ধতি (How to Apply for IRCTC Franchise)

IRCTC ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীকে প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে। রেলের অফিস থেকে না নিয়ে আপনি চাইলে অনলাইন থেকেও এই ফর্ম ডাউনলোড করতে পারেন। যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর ব্যবসায়িক পরিকল্পনার কথা সেই অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করে তা সাবমিট করে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে IRCTC অনলাইনের মাধ্যমে প্রার্থীর একটি ভিডিও কেওয়াইসি করবে। সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ফ্র্যাঞ্চাইজির জন্য চূড়ান্ত করবেন। যদি আপনি নির্বাচিত হন তাহলেই এই ব্যবসা শুরু করতে পারবেন।

কত আয় হবে? (Monthly Earning from IRCTC Franchise)

আপনি যদি ফ্র্যাঞ্চাইজি পেয়ে যান তাহলে একটি কমিশন ভিত্তিক কাঠামোর দ্বারা আপনার উপার্জন নির্ধারিত হবে। আপনার কাজের ওপর নির্ভর করবে আয়ের পরিমাণ। যত বেশি গ্রাহক আপনার কাছে আসবে আপনার আয়ও তত বেশি হবে। সেভাবে আপনি মাস গেলে ৮০,০০০ টাকা অবধি আয় করতে পারেন। বলে রাখি, IRCTC ফ্র্যাঞ্চাইজি স্কিমে নানান ভাবে কমিশন প্রদান করা হয়।

যেমন নন এসি কোচের জন্য কোনও যাত্রীর টিকিট কেটে দিলে টিকিট পিছু ২০ টাকা করে কমিশন পাওয়া যাবে। এসির ক্ষেত্রে সেই অঙ্কটা ৪০ টাকা। শুধু তাই নয়, প্রত্যেক টিকিটের দামের ১% কমিশন এজেন্টরা পায়। অর্থাৎ, আপনি কত সংখ্যক টিকিট বিক্রি করছেন তার ওপর নির্ভর করবে আপনার আয়ের পরিমাণ। যত বেশি টিকিট, তত বেশি উপার্জন হবে আপনার।

Leave a Comment