আপনার পকেটেই আছে ৩ কোটির ইনস্যুরেন্স! না জানলে বিপদে পড়ার আগে জেনে নিন

বর্তমান সময়ে গ্রাহকদের সুবিধার্থে নানান সংস্থার তরফ থেকে নানান ইনস্যুরেন্স পলিসি (Insurance Policy) বিক্রি করা হয়। এই পলিসিগুলি থাকলে কোনও প্রকার দুর্ঘটনা ঘটলে পলিসি হোল্ডাররা অর্থনৈতিক সাহায্য পেয়ে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই ধরণের পলিসিতে প্রিমিয়াম ভরলেই এর সুবিধা পাওয়া যায়। তবে বেশিরভাগ মানুষ আজও জানেন না, ব্যাঙ্কের ডেবিট কার্ড (Debit Card) থেকেও কিন্তু বিনামূল্যে ইনস্যুরেন্সের (Free Insurance) সুবিধা মেলে।

বর্তমান সময়ে এমন অনেক সংস্থা আছে যারা বহুমূল্য নানান ইনস্যুরেন্স (Insurance) বিনামূল্যে দিয়ে থাকে। সবচেয়ে বড় কথা হল, এতে কোনও প্রিমিয়াম দিতে হয় না। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, নানান ব্যাঙ্কের তরফ থেকে ডেবিট কার্ডের (Debit Card) ওপর নানান ধরণের সুবিধা প্রদান করা হয়। আজকের প্রতিবেদনে এমনই কিছু ব্যাঙ্কের ডেবিট কার্ডের সুবিধার বিষয়ে তুলে ধরা হল।

Debit Card Insurance

ডেবিট কার্ড থাকলেই মিলবে ৩ কোটি টাকা!

নানান ব্যাঙ্কের তরফ থেকে চালু করা এই ডেবিট কার্ডগুলিতে (Debit Card) ফ্রি-তে অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পাওয়ার জন্য বেশ কয়েকটি নিয়ম এবং শর্ত মানতে হয়। সেই নিয়ম এবং শর্তগুলির মধ্যে অন্যতম হল নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের ডেবিট কার্ডের মাধ্যমে বেশ কিছু টাকার ট্রানজাংশন করতে হবে।

 আরও পড়ুনঃ Google Pay, PhonePe-র রাজত্ব শেষ! UPI-র নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

এইচডিএফসি ব্যাঙ্কের মিলেনিয়া ডেবিট কার্ডের সুবিধা

উপরিউক্ত ডেবিট কার্ডে যদি কেউ ইনস্যুরেন্স পলিসি (Insurance Policy) অ্যাক্টিভেট করাতে চান, তাহলে সংশ্লিষ্ট কার্ড হোল্ডারকে ৩০ দিনের মধ্যে অন্তত একটি লেনদেন করতে হবে। এইচডিএফসি ব্যাঙ্কের মিলেনিয়া ডেবিট কার্ডের ওপর দেশের মধ্যে অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে ৫ লাখ টাকা এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের ক্ষেত্রে ১ কোটি টাকার ইনস্যুরেন্স কভারেজ ফ্রি-তে মেলে।

আরও পড়ুনঃ মেয়ের ভবিষ্যৎ নিয়ে নো চিন্তা! পোস্ট অফিসের এই ৮টি স্কিমে টাকা রাখলেই মোটা সুদ গ্যারেন্টিড

কোটাক মহিন্দ্রা এবং ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়ার ডেবিট কার্ডের বাম্পার অফার

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ডেবিট কার্ডেও বিনামূল্যে ইনস্যুরেন্স (Free Insuracnce) কভারেজ মেলে। সেই সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের ক্লাসিক ডেবিট কার্ড হোল্ডারদের ৩০ দিনের মধ্যে নূন্যতম ৫০০ টাকার দু’টি ট্রানজাংশান করতে হয়। অন্যদিকে ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়ার ইনফিনিটি কার্ড হোল্ডাররাও একটি বিশেষ ইনস্যুরেন্স কভারেজের সুবিধা পেয়ে থাকেন। সেই সুবিধা অ্যাক্টিভেট করতে গেলে ৯০ দিনের মধ্যে অন্তত একটি লেনদেন করতে হবে।

Leave a Comment