৩ লাখ টাকা লাগিয়ে প্রতিমাসে ৩১,০০০! এভাবে স্মার্ট ইনভেস্টমেন্ট করলেই হু হু করে আসবে টাকা

নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে কে না চান? তবে সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ মাসিক পেনশন পান না। তবে আজ আমরা এমন একটি বিনিয়োগের প্ল্যান (Investment Plan) নিয়ে এসেছি যেখানে বিনিয়োগ করে মাসে মাসে মোটা টাকা আয় করতে পারেন আপনি। সেখানে আপনি একবারে ৩ লাখ টাকা বিনিয়োগ করে মাসে মাসে ৩১,০০০ টাকা আয় হতে পারে আপনার। কীভাবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Best Investment Plan for Higher Returns!

বহু মানুষ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কষ্টার্জিত টাকা নানান স্কিমে বিনিয়োগ (Investment) করে থাকেন। তবে টাকা বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীদের মাথায় মূলত দু’টি প্রশ্ন আসে। এক, কোথায় বিনিয়োগ করলে টাকা নিরাপদ থাকবে? দুই, কোথায় টাকা রাখলে মোটা রিটার্ন পাওয়া যাবে?

Indian Man Schoked Money

এখন যেমন অনেকে মোটা টাকা রিটার্ন (Return) পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করেন। আজকের প্রতিবেদনে আমরা একটি পদ্ধতি তুলে ধরছি, যেখানে আপনি মাত্র ৩ লাখ টাকা বিনিয়োগ করে রিটায়ারমেন্টের পর পেনশনের মতো টাকা ফেরত পেরে পারেন।

৩ লাখ টাকা বিনিয়োগ করে পান মাসিক পেনশন! (Monthly Pension plan with 3 lakh)

মাসিক পেনশন (Pension) পাওয়ার জন্য একজন ব্যক্তির কীভাবে টাকা বিনিয়োগ করা উচিত? বিনিয়োগের অঙ্কটাই বা কী? চলুন এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। একটি মাসিক পেনশন সেট আপ করার জন্য ব্যক্তিকে আগামী ২০ বছরের জন্য প্রাথমিকভাবে ৩ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এবার এই অর্থ আপনি কোনও পেনশন তহবিলে না রেখে চাইলে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) রাখতে পারেন। বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ড হাউসগুলি ১২%-১৫% মতো রিটার্ন দিচ্ছে। কিছু কিছু তহবিলে তো আবার বার্ষিক ৩০%-৪০%  রিটার্ন দিচ্ছে।

আরও পড়ুনঃ বসে খাবে সাতপুরুষ, সরকারি সাহায্য নিয়ে এই ব্যবসা খুলতে পারলেই লক্ষ টাকা আয় হয়ে গ্যারেন্টি!

কীভাবে বিনিয়োগ করতে হবে?

ধরা যাক, বিনিয়োগকারী ব্যক্তির বর্তমান বয়স ২৫ বছর। এবার তিনি আগামী ২০ বছর তথা ৪৫ বছর বয়স অবধি বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড থেকে যদি ১৫% রিটার্ন পান তাহলে আগামী ২০ বছরে তাঁর প্রায় ৪৯ লাখ ১০ হাজার টাকার একটি তহবিল তৈরি হয়ে যাবে। এরপর রিটায়ারমেন্টের সময় সেই টাকা তুলে নিয়ে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে দেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ FD-তে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

মাসিক ৩১,০০০ টাকা আয়!

ফিক্সড ডিপোজিটে ৭%-৮% মতো রিটার্ন পাওয়া হায়। এবার ধরা যাক, এফডি গড়ে ৭.৫% রিটার্ন দিছে। সেক্ষেত্রে সুদ হিসেবে বার্ষিক ৩,৭৮,৭৩৭ টাকা পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেক মাসে ৩১,৫৯৩ টাকা। সেই হিসেবে সহজেই আপনি প্রতি মাসে ৩১.৫ হাজার টাকা আয় করতে পারবেন।

প্রসঙ্গত, এই প্রতিবেদনে দেয়া তথ্য কেবলমাত্র তথ্যের উদ্দেশে। এখানে বলে রাখি, বাজারে বিনিয়োগ করা কিন্তু ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই এখানে অর্থ বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাংলা হান্ট কাউকে এখানে টাকা বিনিয়োগের কোনও পরামর্শ দেয় না।

Leave a Comment