৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে হয়ে যান লাখপতি! এই ৩ স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

বিনিয়োগ নিয়ে কমবেশি সকলের মনেই একটা ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, হয়তো মোটা টাকা বিনিয়োগ (Investment Tips) করলেই ব্যাপক রিটার্ন পাওয়া যায়। তবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। আপনি নিজের আয় অনুযায়ী অল্প অল্প করে বিনিয়োগ (Investment) করেও মোটা টাকার টার্ন পেতে পারেন। আবার আয় বৃদ্ধির সঙ্গে বাড়াতে পারেন বিনিয়োগের পরিমাণ। এমন অনেক প্রকল্প (Investment Scheme) রয়েছে যেখানে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে রিটার্ন পাওয়া যায় লাখ টাকা!

PPF

ঝুঁকিহীন বিনিয়োগের জন্য পিপিএফ (PPF) অত্যন্ত ভালো একটি বিকল্প। এটি একটি সরকারি প্রকল্প (Government Scheme)। এখানে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। বর্তমানে পিপিএফ স্কিমে ৭.১% সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধা প্রদান করা হয়। এখানে যদি আপনি ৫০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ১৫ বছর পর পাবেন ১,৬২,৭২৮ টাকা। যদি ২০ বছরের জন্য টাকা রাখেন তাহলে পাবেন ২,৬৬,৩৩২ টাকা।

Investment tips 3 schemes where you can start investing from just 500 Rupees and get huge return

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit)

ঝুঁকিহীন বিনিয়োগের জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিটও (Post Office RD) ভালো অপশন। বর্তমানে এই প্রকল্পে ৬.৭% হারে সুদ পাওয়া জচ্ছে। এখানে নূন্যতম বিনিয়োগের পরিমাণ হল মাত্র ১০০ টাকা। স্বল্প বিনিয়োগে মোটা টাকা রিটার্ন পেতে চাইলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতেই পারেন।

আরও পড়ুনঃ প্রতিমাসে ১ লক্ষ টাকা আয়! SBI-এর এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারেন্টি

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) বিনিয়োগ করতে পারেন। নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই প্রকল্পে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। এক বছরে নূন্যতম ২৫০ টাকা জমা করতে হয়।

আরও পড়ুনঃ মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি!

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) ৮.২% হারে সুদ পাওয়া যাচ্ছে। আপনি যদি ১৫ বছরের জন্য মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে মোট ৯০,০০০ টাকা হবে। এছাড়া ১৫ থেকে ২১ বছরের যদি কোনও টাকা বিনিয়োগ না-ও করেন তাহলেও আপনার অ্যাকাউন্টে সুদ আসতে থাকবে। মেয়াদ শেষে আপনি পেয়ে যাবেন ২,৭৭,১০৩ টাকা।

Leave a Comment