কেবল টিভির দিন শেষ! ১৫টা OTT সাথে ১০০০ জিবি ডেটা, বাজার কাঁপানো অফার নিয়ে হাজির Jio Fiber

সারা দেশে অগুনতি গ্রাহক রয়েছে Jio এর। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provoder) হিসেবে মুকেশ অম্বানির সংস্থা বেশ জনপ্রিয়। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি Jio ওয়্যারলেস ইন্টারনেট (Wi-Fi) পরিষেবাও প্রদান করে। Jio AirFiber যেমন ভারতের প্রায় ৪০০০টি গ্রামে সম্প্রসারিত হয়েছে। এর দ্বারা দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয়। আপনিও যদি Jio AirFiber ইনস্টল করতে চান তাহলে আপনার কাছে রয়েছে একটি দারুণ সুযোগ। কারণ Jio ফ্রি-তে AirFiber ইনস্টল করছে।

Jio Fiber Plans with Free OTT 

Jio AirFiber-এর বেশ কয়েকটি প্ল্যান রয়েছে। তবে প্রত্যেকটির মূল্যই মধ্যবিত্তের বাজেটসাপেক্ষ। সবচেয়ে সুবিধা হল, দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাওয়ার পাশাপাশি Jio AirFiber ইনস্টল করলে আপনি বেশ কয়েকটি জনপ্রিয় OTT চ্যানেল সাবস্ক্রিপশনও পাবেন। কত টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Reliance Jio Air Fiber

Jio AirFiber ৫৯৯ প্ল্যান (Jio AirFiber 599 Plan)

এই প্ল্যানের বৈধতা হল ৩০ দিন। ৫৯৯ টাকার প্ল্যানে ১০০০ GB ডেটা দেওয়া হচ্ছে। স্পিড হল ৩০mbps। সম্পূর্ণ ডেটা খরচ হয়ে যাওয়ার পর স্পিড কমে গিয়ে দাঁড়ায় ৬৪kbps। ইন্টারনেট পরিষেবার পাশাপাশি এই প্ল্যানে ৫৫০টিরও বেশি টিভি চ্যানেল এবং ১৩টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

আরও পড়ুনঃ কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার অতীত, মহিলাদের ৩০,০০০ টাকা দেবে সরকার! এভাবে করুন আবেদন

Jio AirFiber ৮৯৯ প্ল্যান (Jio AirFiber 899 Plan)

এই প্ল্যানের বৈধতাও ৩০ দিন। ৮৯৯ টাকার প্ল্যানে সর্বাধিক ১০০০ GB ডেটা দেওয়া হবে। স্পিড হল ১০০mbps। এই প্ল্যানেও ইন্টারনেট পরিষেবার পাশাপাশি ৫৫০টিও বেশি টিভি চ্যানেল এবং ১৩টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

Jio AirFiber ১১৯৯ প্ল্যান (Jio AirFiber 1199 Plan)

উপরিউক্ত দু’টি প্ল্যানের মতো এই প্ল্যানের বৈধতাও ৩০ দিন। ১১৯৯ টাকার প্ল্যানেও ১০০mbps গতিতে সর্বাধিক ১০০০ GB ডেটা দেওয়া হয়। সেই সঙ্গেই এই প্ল্যানে ৫৫০টিরও বেশি টিভি চ্যানেল এবং ১৫টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানে রিচারজ করলে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

আরও পড়ুনঃ UPI লেনদেনে ৭৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন এই ব্যাঙ্কের গ্রাহকরা! কীভাবে? দেখুন সেই পদ্ধতি

কোন কোন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে?

Jio AirFiber –এর সঙ্গে মোট ১৫টি OTT পাওয়া যাবে। কোন কোন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে।

  1. সোনি লিভ।
  2. নেটফ্লিক্স বেসিক।
  3. ডিজনি+হটস্টার।
  4. অ্যামাজন প্রাইম।
  5. লায়ন্সগেট প্লে।
  6. ডিসকভারি+।
  7. Zee5।
  8. হইচই।
  9. ডকুবে।
  10. সান এনক্সটি।
  11. ShemarooMe।
  12. ALTBalaji।
  13. ইরোস নাও।
  14. জিও সিনেমা।
  15. EPIC অন।

প্রসঙ্গত, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড ওরফে Jio একটি ভারতীয় টেলিকমিউনিকেশন কোম্পানি। গোটা দেশে Jio –এর অসংখ্য গ্রাহক রয়েছে। Jio AirFiber –এর এই নতুন অফার পুরনো গ্রাহক-সহ একাধিক নতুন গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment