নামমাত্র খরচে সিটি স্ক্যান! স্বাস্থ্যসাথীর অর্ধেকেরও কম দামে পরিষেবা পাবেন এখানে, জেনে নিন জায়গার নাম

চিকিৎসা ক্ষেত্রে রাজ্যবাসীর সুরাহা করতে স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এখন বাংলার প্রায় প্রত্যেক পরিবারে একটি করে স্বাস্থ্যসাথী কার্ড আছে। তবে এবার স্বাস্থ্যসাথীর থেকেও কম দামে সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো পরিষেবা শুরু হতে চলেছে রাজ্যে! ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মতো এবার খুলতে চলেছে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার (Fair Price Diagnostic Centre)।

অসুস্থ হলে ডায়াগনস্টিক সেন্টারের পিছনে প্রচুর টাকা খরচ হয়। অনেক সময় সেই খরচ জোগাতে হিমশিম খেয়ে যায় দিন এনে দিন খাওয়া বহু মানুষ। তাই এবার ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার (Diagnostic Centre) খোলা হতে চলেছে। যেখানে নামমাত্র খরচে সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো পরিষেবা পাওয়া যাবে।

কলকাতা পুরসভা ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার : Kolkata Municipal Corporation KMC Fair Price Diagnostic Centre

কোথায় খুলছে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার?

আগামী ১০ জানুয়ারি কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৭৭ নম্বর ওয়ার্ডে এই ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শহরের প্রান্তিক জনমানুষদেরও যথাযথ চিকিৎসা প্রদানের কথা জানিয়েছিলেন। তাঁর সেই ভাবনাকে বাস্তবায়িত করার উদ্দেশেই এই ডায়াগনস্টিক সেন্টার খোলা হচ্ছে। যেখানে স্বল্প খরচে নানান পরিষেবা পাবে সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লাখ টাকা পেয়েছেন? ঝটপট চেক করে নিন ব্যালেন্স, রইল পদ্ধতি

কী কী পরিষেবা পাওয়া যাবে?

কলকাতা পুরসভার সূত্র মারফৎ খবর, এখন সিটি স্ক্যান (CT Scan) এবং এমআরআই (MRI) পরিষেবা পাওয়া যাবে। আস্তে আস্তে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে এক্স-রে সব কিছুই শুরু হবে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে।

কত টাকায় মিলবে এই পরিষেবা?

কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্যসাথীতে যে মূল্যে পরিষেবা পাওয়া যায়, তার থেকে ৬২% কমে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যাবে। এমনিতেই স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কম খরচে পরিষেবা পাওয়া যায়। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে তার থেকেও কম খরচ হবে।

স্বাস্থ্যসাথী কার্ডে যেমন সম্পূর্ণ পেটের সিটি স্ক্যান করাতে ১৭৪০ টাকা লাগে। কলকাতা পুরসভার ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টারে সেই খরচ আরও ৬২% কমে যাবে। অর্থাৎ এখানে করালে খরচ পড়বে ৬৬২ টাকা। অন্যদিকে আবার শুধুমাত্র পেটের ওপরের এবং নীচের অংশ সিটি স্ক্যান করাতে স্বাস্থ্যসাথী কার্ডে লাগে ৮৭০ টাকা। একই পরিষেবা ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে মাত্র ৩৩১ টাকা পাওয়া যাবে। জানা গিয়েছে, এখানে কোমর, ঘাড়ের সিটি স্ক্যানও হবে।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মিলবে সরকারি সুবিধা! নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩৮ টাকায় এক্স-রে!

এখন শুধু সিটি স্ক্যান এবং এমআরআই হলেও আগামী দিনে আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে’ও করানো হবে এই ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টারে। সেই পরিষেবাগুলির ক্ষেত্রেও পাওয়া যাবে ৬২% ছাড়। এখন স্বাস্থ্যসাথী কার্ডে যেমন ১০০ টাকায় সাধারণ এক্স-রে করা হয়। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে তা মাত্র ৩৮ টাকায় করা যাবে।

আগামী ১০ জানুয়ারি ১৭/১ মনসাতলা লেনে এই ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হবে। আপাতত রিলায়েবল ডায়াগনস্টিক বলে একটি সংস্থা কলকাতা পুরসভার এই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করবে। উদ্বোধনে উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায়, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ প্রমুখ।

Leave a Comment