সন্তানের ভবিষ্যৎ হবে সুরক্ষিত! বাজার কাঁপানো নতুন পলিসি আনল সবচেয়ে বিস্বস্ত সংস্থা LIC

সন্তানের ভবিষ্যৎ (Child’s Future) নিয়ে কমবেশি প্রত্যেক মা-বাবাই চিন্তিত থাকেন। সকলেই চান তাঁর ছেলেমেয়ের ফিউচার সুরক্ষিত থাকুক। এবার সকল মা-বাবার এই চিন্তা দূর করার জন্য একটি দুর্দান্ত পলিসি নিয়ে এল এলআইসি। শিশুদের কথা মাথায় রেখে এই পলিসি চালু করা হয়েছে। তার নাম হল অমৃতবাল পলিসি (LIC Amritbaal Policy)।

এলআইসি অমৃতবাল পলিসি (LIC Amritbaal Policy)

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Life Insurance Corporation of India) জনপ্রিয় একটি স্কিম হল অমৃতবাল পলিসি। এটি একটি জীবন বিমা প্ল্যান। যে কোনও মা-বাবা নিজের ছেলেমেয়ের নামে এই পলিসি কিনতে পারেন। এলআইসির (LIC) এই স্কিম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এখানে বিনিয়োগ করে নিজের সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় তহবিল গঠন করতে পারবেন।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলআইসি পলিসি, Lic Policy for Child's future

অমৃতবাল পলিসিতে (LIC Amritbaal Policy) প্রবেশের নূন্যতম বয়স হল ৩০ দিন এবং সর্বাধিক বয়স হল ১৩ বছর। মেয়াদের নূন্যতম বয়স ১৮ বছর সর্বাধিক ২৫ বছর। এক্ষেত্রে বলে রাখি, একক প্রিমিয়ামের ক্ষেত্রে নূন্যতম পলিসির মেয়াদ হল ৫ বছর ও সীমিত প্রিমিয়ামের ক্ষেত্রে ১০ বছর। একক এবং সীমিত প্রিমিয়াম, দুই ক্ষেত্রে পলিসির (LIC Policy) সর্বাধিক মেয়াদ হল ২৫ বছর।

আরও পড়ুনঃ আধার অতীত নতুন কার্ড দেবে রাজ্য সরকার! কীভাবে পাবেন? দেখুন আবেদন পদ্ধতি

LIC Amrit Bal Plan

কিস্তি দেওয়ার পদ্ধতি

এলআইসির এই পলিসিতে (LIC Amritbaal Policy) মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রিমিয়াম দেওয়া যায়। এক্ষেত্রে সর্বনিম্ন কিস্তির পরিমাণ যথাক্রমে ৫০০০, ১৫,০০০, ২৫,০০০ এবং ৫০,০০০ টাকা। এছাড়া একক এবং সীমিত প্রিমিয়াম পেমেন্টের আওতায় উপলব্ধ দু’টি অপশন অনুযায়ী ‘মৃত্যুর ওপর বিমাকৃত অর্থ’ বেছে নেওয়ার একটি অপশন দেওয়া হবে। এগুলি সন্তানের প্রয়জনের ওপর নির্ভরশীল। সেই কারণে ভাবনাচিন্তা করে বিকল্প নির্বাচন করবেন। আপনি যে অপশন নির্বাচন করবে সেই অনুযায়ী আপনি সুবিধা পাবেন।

সীমিত প্রিমিয়াম পেমেন্ট

  • প্রথম বিকল্পঃ বার্ষিক প্রিমিয়ামের বেশি কিংবা মূল বিমাকৃত রাশির ৭ গুণ।
  • দ্বিতীয় বিকল্পঃ বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অথবা মূল বিমাকৃত রাশির বেশি।

একক প্রিমিয়াম পেমেন্ট

  • তৃতীয় বিকল্পঃ মূল বিমাকৃত রাশির সমষ্টির ১.২৫ গুণ কিংবা একক প্রিমিয়াম অথবা তার বেশি।
  • চতুর্থ বিকল্পঃ এক প্রিমিয়ামের ১০ গুণ।

আরও পড়ুনঃ আপনার পকেটেই আছে ৩ কোটির ইনস্যুরেন্স! না জানলে বিপদে পড়ার আগে জেনে নিন

পলিসি দেখিয়ে ঋণের সুবিধা

এলআইসি অমৃতবাল পলিসি (LIC Amritbaal Policy) সীমিত প্রিমিয়াম পেমেন্টের আওতায় বিনিয়োগকারী একটি লোন নিতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, নূন্যতম দু’বছর প্রিমিয়াম শোধ না হলে এটি নেওয়া যাবে না। অপরদিকে একক প্রিমিয়ামের ক্ষেত্রে পলিসি কেনার দিন থেকে তিন মাস অথবা মেয়াদ শেষ হওয়ার পর যে কোনও সময় আপনি এই পলিসি দেখিয়ে লোন নিতে পারবেন।

Leave a Comment