বড়োলোক হওয়ার গোপন টেকনিক, LIC-র এই প্ল্যানে ইনভেস্ট করলেই ঝটপট ডাবল হবে টাকা!

ভবিষ্যতের কথা ভেবে কমবেশি প্রত্যেক মানুষই টাকা সঞ্চয় (Savings) করতে চান। এর জন্য নানান স্কিমে বিনিয়োগে করে থাকেন। এর মধ্যে কোনও স্কিমে পাওয়া যায় জীবন বিমা কভারেজ (LIC Scheme), কোথাও আবার মোটা টাকা রিটার্ন। তবে একটি প্ল্যানে টাকা রেখেই যদি এই দু’টি সুবিধা পাওয়া যায় তাহলে কেমন হয়? আজ এমনই একটি দুর্দান্ত প্ল্যানের (Investment Plan) খোঁজ নিয়ে এসেছি আমরা। LIC এর এই স্কিমে (Best LIC Plan) বিনিয়োগ করলে মাত্র ৫ বছরে ডাবল হয়ে যেতে পারে আপনার টাকা।

LIC Double your Investment Plan

আজ আমরা যে স্কিমের বিষয়ে আলোচনা করবো তার নাম হল এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান (LIC Investment Plus Plan)। এখানে চোখধাঁধানো রিটার্নের পাশাপাশি বিমা কভারেজও পাওয়া যাবে। পাশাপাশি এই এলআইসির এই স্কিম (LIC Scheme) থেকে মাত্র ৫ বছরে টাকা দ্বিগুণ হওয়ার সুবিধাও পেতে পারেন বিনিয়োগকারী। এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানের বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

এলআইসি নিবেশ প্লাস প্লানের সুবিধা : LIC Nivesh Plus Scheme

এই প্ল্যান একটি UPLI তথা ইউনিট লিঙ্কড প্ল্যান, নন-পার্টিসিপেন্ট একক প্রিমিয়াম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান যেহেতু এক প্রিমিয়াম প্ল্যান তাই এখানে এককালীন টাকা বিনিয়োগ করতে হয়। তবে এই বিনিয়োগে অল্প ঝুঁকি রয়েছে। আপনি যদি ঝুঁকি নিতে রাজি থাকেন, তাহলে ১৫% এনভি বৃদ্ধির দ্বারা মাত্র ৫ বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর যদি ঝুঁকি কম নেন তাহলে কম রিটার্ন পাওয়া যাবে। আপনি অনলাইন এবং এলআইসি এজেন্ট দু’ভাবেই এই প্ল্যান (LIC Scheme) কিনতে পারবেন।

আরও পড়ুনঃ টাকা আপনার ডাবল করার দায়িত্ব ব্যাঙ্কের! এবছরের সেরা স্কিম লঞ্চ করল SBI, আপনি জানেন?

প্ল্যানের সুবিধা (LIC Investment Plus Plan Benefits)

এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানের বেশ কিছু সুবিধা রয়েছে। এখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারী জীবন বিমা এবং দুর্ঘটনা বিমা কভারেজ পাবেন। সংশ্লিষ্ট ব্যক্তি কত টাকা বিনিয়োগ করেছেন তার ওপর নির্ভর করবে কভারেজের পরিমাণ। বিনিয়োগ কম হলে কম কভারেজ পাওয়া যাবে আর বিনিয়োগ বেশি হলে মিলবে বেশি কভারেজ। কোনও ব্যক্তি যদি এই স্কিমে এককালীন ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৩.৭৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা কভারেজ পাবেন। সেই সঙ্গেই এই প্ল্যানে ডেথ বেনিফিটের সুবিধাও রয়েছে।

আরও পড়ুনঃ ২৯ টাকা দিয়ে ৪ লাখ রিটার্ন! LIC-র এই প্ল্যানে টাকা রাখলে মালামাল হয়ে যাবেন মহিলারা

শুধু তাই নয়, এলআইসির এই প্ল্যান থেকে ম্যাচিওরিটি কভারেজও মেলে। প্ল্যানের মেয়াদ উত্তীর্ণ হওয়া অবধি বিনিয়োগকারী জীবিত থাকলে লাইফ অ্যাসিওর্ড ম্যাচিওরিটি বেনেফিট হিসেবে ইউনিট ফান্ডের সমপরিমাণ অর্থ ফেরত পাওয়া যায়। এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানের অন্যতম বড় সুবিধা হল, প্রয়োজন অনুযায়ী আপনি এই প্ল্যান সারেন্ডার করতে পারবেন। যদি ৫ বছরের আগে সারেন্ডার করেন তাহলে ইউনিট ফান্ড থেকে টাকা কেটে আপনাকে ফেরত দেওয়া হবে। আর যদি ৫ বছর পর তথা লক ইন পিরিয়ডের পর সারেন্ডার করেন তাহলে পুরো ইউনিট ফান্ড আপনি রিটার্ন পেয়ে যাবেন।

অফিসিয়াল পলিসির PDF লিঙ্ক : LIC ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান

Leave a Comment