মাত্র ২০০ টাকায় লাখপতি! ২৮ লাখ টাকা গ্যারেন্টীড রিটার্ন পেতে হলে ঝটপট দেখুন এই LIC প্ল্যান

এখনকার দিনে মানুষের কাছে বিনিয়োগের প্রচুর বিকল্প আছে। কেউ ব্যাঙ্কে, কেউ পোস্ট অফিসে, কেউ আবার LIC-তে (Life Insurance Corporation of India) নিজের টাকা বিনিয়োগ (LIC Investment) করে থাকেন। আজকের প্রতিবেদনে ভারতীয় জীবন বিমা নিগমেরই একটি দুর্দান্ত পলিসির (LIC Policy) খোঁজ নিয়ে এসেছি আমরা। যেখানে টাকা রাখলে আপনি পাবেন দুর্দান্ত রিটার্ন।

এলআইসিতে বিনিয়োগের (LIC Investment) জন্য একাধিক পলিসি রয়েছে। এমনই একটি স্কিম হল জীবন প্রগতি (LIC Jeevan Pragati)। যেখানে টাকা রাখলে বাম্পার লাভ হবে বিনিয়োগকারীদের। এই স্কিমে মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার সুযোগ অবধি আছে! কীভাবে? বিশদে জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

এলআইসি নিবেশ প্লাস প্লানের সুবিধা : LIC Nivesh Plus Scheme

LIC Jeevan Pragati Scheme

LIC জীবন প্রগতি সেভিংস সহ বিমার একটি দারুণ স্কিম। খুব স্বল্প টাকা বিনিয়োগ করা যায় এখানে। শুনলে হয়তো অবাক লাগতে পারে, এখানে দৈনিক মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে আপনি মেয়াদ শেষে ২৮ লাখ টাকা রিটার্ন পেতে পারেন! ধরা যাক, আপনি LIC জীবন প্রগতি স্কিমে (LIC Jeevan Pragati Scheme) রোজ ২০০ টাকা বিনিয়োগ (Investment) করেন। এই হিসেবে প্রত্যেক মাসে আপনার বিনিয়োগের অঙ্ক হল ৬০০০ টাকা। এক বছরে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে ৭২,০০০ টাকায়।

আরও পড়ুনঃ গরিব পরিবার পিছু ২,০০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে? ঝটপট দেখে নিন

পলিসি শেষে হলে কত টাকা পাবেন? (LIC Jeevan Pragati Maturity Calculation)

এই হিসেবে যদি আপনি ২০ বছর ধরে বিনিয়োগ (LIC Investment) করতে থাকেন তাহলে আপনার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ১৪,৪০,০০০ টাকা। মেয়াদ শেষ আপনি কত টাকা পাবেন জানেন? উত্তর হল ২৮ লাখ টাকা! অর্থাৎ দৈনিক মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে আপনি হয়ে যাবেন লাখপতি!

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে না! কবে ঢুকবে টাকা? এভাবে বাড়ি বসে ২ মিনিটে চেক করে নিন

এবার এই স্কিম যদি ৩০ বছরের জন্য হয়ে থাকে তাহলে বছরে ৭২,০০০ টাকা। সেই সঙ্গে ২০ বছর পর ২৮ লাখ টাকার সাম অ্যাসিওর্ড। পাশাপাশি ৪১ বছরে বিনিয়োগকারী পেনশন পাবেন ১৫,০০০ টাকা করে। অর্থাৎ এক নয়, একাধিক সুবিধা পাবেন বিনিয়োগকারী।

Leave a Comment