নতুন বছরে ধামাকা পলিসি নিয়ে এল LIC! ৫ বছরে টাকা ডাবল সহ রয়েছে আরও অনেক সুবিধা

ব্যাঙ্ক, পোস্ট অফিসের পর বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হল LIC। ভারতবর্ষের কোটি কোটি নাগরিক এখানে বিনিয়োগ করেছেন। আজ এই LIC-এর একটি দুর্দান্ত পলিসির (LIC Policy) খোঁজ নিয়ে এসেছি আমরা। সেই পলিসির নাম হল LIC নিবেশ প্লাস (LIC Nivesh Plus)। দারুণ রিটার্ন সহ এই পলিসিতে পাওয়া যাবে আরও নানান সুবিধা। সেই সম্বন্ধে বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

LIC নিবেশ প্লাস স্কিম হল একটি একক প্রিমিয়াম, ইউনিট লিঙ্কড ও ব্যক্তিগত জীবন বীমা পরিকল্পনা। এই স্কিম একটি একক প্রিমিয়ামের কারণে পলিসির সময়কালে বিনিয়োগ এবং বীমা কভারেজ দেয়। পাশাপাশি এই স্কিম শুরু থেকে আপনাকে বিমাকৃত অর্থের ধরণ সিলেক্ট করার সঙ্গে চারটি ভিন্ন ধরণের পলিসির মধ্যে একটিতে বিনিয়োগ করার অপশন দেয়। বলে রাখি, LIC Nivesh Plus Scheme-এ সবচেয়ে কম ১০০০০০ টাকা প্রিমিয়াম বিনিয়োগ করা যায়। ৫ বছর পর বিনিয়োগ করা মূলধনের দ্বিগুণ টাকা রিটার্ন পাওয়া যাবে।

এলআইসি নিবেশ প্লাস প্লানের সুবিধা : LIC Nivesh Plus Scheme

এলআইসি নিবেশ প্লাস প্লানের সুবিধা (LIC Nivesh Plus Scheme Benifits)

ম্যাচিওরিটি বেনিফিটঃ পলিসির মেয়াদ শেষ হওয়া অবধি পলিসি হোল্ডার যদি জীবিত থাকেন তাহলে বিমাকৃতকে ইউনিট ফান্ড মূল্যের সমান পরিমাণ টাকা দেওয়া হয়। এটা অত্যন্ত ভালো।

➥ ডেথ বেনিফিটঃ যদি পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে পলিসি হোল্ডার মারা যান সেক্ষেত্রে পলিসিতে থাকা নমিনি এই স্কিমের সুবিধা পেয়ে যাবে। সংশ্লিষ্ট ব্যক্তির সুবিধার খাতিরে বীমা কিস্তির আকারে ডেথ পেমেন্ট দাবি করার জন্য নিষ্পত্তির অপশনও দেওয়া হয়।

➥ ইউনিট সুইচিং সুবিধাঃ LIC Nivesh Plus Scheme-এ একজন গ্রাহককে পলিসির মেয়াদের মাঝামাঝি সময়ে নিজের ফান্ড ইউনিট বদলের অনুমতি প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে পলিসি চলার মাঝে ফান্ড ইউনিট বদলে নিতে পারেন।

আরও পড়ুনঃ পড়ুয়াদের মোবাইল ও ট্যাব দেওয়া হবে! নববর্ষের আগেই সুখবর দিল রাজ্য সরকার

এখানেই শেষ নয়, ফ্রি লুক পিরিয়ড থেকে গ্যারান্টিযুক্ত সংযোজন, ৫ বছর পর আংশিক প্রত্যাহার এর মত আরও অনেক সুবিধা এলআইসি নিবেশ প্ল্যানে পাওয়া যাবে।

LIC Nivesh Plus Scheme-এ কীভাবে আবেদন করবেন?

  1. প্রথমে LIC –এর ওয়েবসাইটে যান।
  2. Buy A New Policy লেখায় ক্লিক করুন।
  3. ‘ULIP’ লেখায় ক্লিক করুন। তাহলে আপনি LIC Nivesh Plus Scheme অপশন দেখতে পাবেন।
  4. এরপর অনলাইনে কিনুন লেখায় ক্লিক করুন। তারপর অনলাইনে কেনার জন্য ক্লিক করুন টিপুন।
  5. কোভিড সংক্রান্ত তথ্য প্রদান করে এগিয়ে যান।
  6. এই পেজে আপনাকে নিজের নাম, মোবাইল নম্বর, বয়স সহ বেশ কিছু তথ্য প্রদান করতে হবে। এরপর ক্যাপচা কোড দিয়ে এগিয়ে যান।
  7. এবার আপনি অ্যাক্সেস আইডি দেখতে পাবেন। নিজের রেজিস্টার্ড ফোন নম্বরে OTP দিয়ে এগিয়ে যান।
  8. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
  9. নিজের পছন্দ অনুযায়ী LIC Nivesh Plus Scheme পছন্দ করুন।
  10. অনলাইনে টাকা প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মিলবে সরকারি সুবিধা! নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

আর যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে নিজের নিকটবর্তী LIC অফিসে যান। কিংবা এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন। আরর বিশদে জানতে আপনি www.licindia.in ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন।

Leave a Comment