নামমাত্র বিনিয়োগে পান ২৫ লাখ রিটার্ন! দেশবাসীর জন্য মালামাল স্কিম নিয়ে এল LIC

এদেশের অন্যতম জনপ্রিয় এবং পুরনো জীবন বিমা সংস্থা হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India)। অগুনতি মানুষ এখানে নিজের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করেন। এখানে টাকা রাখলে একদিকে যেমন তা সুরক্ষিত থাকে, তেমনই পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তাই বহু মানুষের বিনিয়োগের (Investment) প্রতিষ্ঠান হিসেবে প্রথম পছন্দ এলআইসি (LIC)।

অপরদিকে দেশের সব শ্রেণির মানুষের কথা ভেবে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নানান স্কিম (LIC Policy) আনা হয়। সম্প্রতি যেমন এমন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে বিনিয়োগ করলে তার ওপর দ্বিগুণ বোনাসের সুবিধা মেলে। কী সেই স্কিম? এই বিষয়ে বিশদে তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এলআইসি জীবন আনন্দ নীতি (LIC Jeevan Policy)

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) এই পলিসির নাম হল জীবন আনন্দ নীতি (LIC Jeevan Anand Neeti Policy) । এই পলিসিতে যতদিন পলিসি চালাতে হবে শুধু ততদিন প্রিমিয়ামের টাকা গুনতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আপনাকে ৩৫  বছরের জন্য বিনিয়োগ করতে হবে। প্রত্যেক মাসে এই পলিসিতে ১৩৫৮ টাকা দিতে হবে আপনাকে। সেই হিসেবে এক বছরের আপনার জমা করা টাকার পরিমাণ হবে প্রায় ১৬,৩০০ টাকা।

আরও পড়ুনঃ বড়োলোক হওয়ার গোপন টেকনিক, LIC-র এই প্ল্যানে ইনভেস্ট করলেই ঝটপট ডাবল হবে টাকা!

পলিসির সুবিধা (LIC Jeevan Anand Policy Benefits)

এলআইসি জীবন আনন্দ নীতির বেশ কিছু সুবিধা রয়েছে। এই পলিসিতে আপনি ডেথ বেনিফিট ও রাইডার বেনিফিটের সুবিধা পাবেন। কোনও বিনিয়োগকারী যদি পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে প্রয়াত হন তাহলে তার নমিনিকে ১২৫% অবধি সুবিধা প্রদান করা হবে। এই পলিসিতে কমপক্ষে ১ লাখ টাকা অবধি আপনি নিশ্চিত পরিমাণ পাবেন।

এছাড়া এলআইসি জীবন আনন্দ নীতির কোনও সর্বোচ্চ সীমা নেই। রাইডার বেনিফিট হিসেবে বিনিয়োগকারী অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিজেবিলিটি বেনিফিট, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নতুন ক্রিটিকাল ইলনেস বেনিফিট, নিউ টার্ম রাইডারের সুবিধা পাবেন। তবে এই পলিসিতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে এখানে কোনও ট্যাক্স সুবিধা মিলবে না।

আরও পড়ুনঃ ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে হয়ে যান লাখপতি! এই ৩ স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for LIC Jeevan Anand Policy)

উপরিউক্ত পলিসিতে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে কী কী লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারীর আধার কার্ড।
  2. প্যান কার্ড।
  3. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস।
  4. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর।

এই বিষয়ে বিশদে জানতে আপনি নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে কথা বলতে পারেন। সেখান থেকে এই পলিসি সম্বন্ধে আপনাকে বিশদে বলে দেওয়া হবে।

Leave a Comment